1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে অচলাবস্থা চলছে

৩ অক্টোবর ২০১৩

অর্থ বরাদ্দ নিয়ে হোয়াইট হাউসে আলোচনায় বসেছিলেন মার্কিন কংগ্রেসের প্রধান দুই দলের শীর্ষ নেতারা৷ কিন্তু সে আলোচনা ব্যর্থ হওয়ায় মার্কিন সরকারের অচলাবস্থা তৃতীয় দিনেও বহাল আছে৷

Republicans to avoid a post-midnight government shutdown. He says a shutdown would hurt the economy and hundreds of thousands of government workers. (AP Photo/Susan Walsh)
ছবি: picture-alliance/AP Photo

বিশ্লেষকরা আগেই বলেছিলেন, ওবামা তাঁর স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার থেকে সরে না এলে রিপাবলিকানদের সাথে আলোচনায় কোনো ফল হবে না৷ হলও তাই৷ বুধবার রাতে হোয়াইট হাউসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান কংগ্রেস নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ওবামার ঘণ্টাব্যাপী আলোচনায় অচলাবস্থা নিরসনে কোনো সমাধান আসেনি৷

সেনেটের ডেমোক্র্যাটিক দলের নেতা হ্যারি রিড জানিয়েছেন, রিপাবলিকানরা ওবামার স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের বিরোধিতা করলে ডেমোক্র্যাটরা কখনই তা মেনে নেবে না৷ কেননা ওবামা এটিকে তার শাসনামলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করেন৷ আর এই একটি বিষয়েই দুপক্ষ অনড় রয়েছে৷

রিপাবলিকান হাউস স্পিকার জন বোয়েনার বলেছেন প্রেসিডেন্ট যে আলোচনায় আগ্রহী নন, এর মাধ্যমে তা আবারো জানিয়ে দিয়েছেন তিনি৷ সেনেটে রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাক-কনেল এবং হাউসের ডেমোক্রেটিক নেতা ন্যান্সি পেলোসিও উপস্থিত ছিলেন ঐ আলোচনায়৷

আলোচনায় আগ্রহী নন ওবামাছবি: Reuters

রিপাবলিকান দলের নেতাদের প্রস্তাব ছিল ওবামার স্বাস্থ্য সংস্কার খাতে ব্যয় কমিয়ে সরকারি সেবা খাতে ব্যয় বাড়ানো৷ এর মাধ্যমে যে সেবাগুলো এখন বন্ধ আছে সেগুলো চালু করা হবে৷

আলোচনায় আগ্রহী নন ওবামা

সিএনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেছেন, অচলাবস্থা নিরসনের আগে পর্যন্ত তিনি রিপাবলিকানদের সাথে আর আলোচনায় যাবেন না৷ কেননা এখন যদি তিনি ২ কোটি মানুষকে জানান তাদের স্বাস্থ্য বীমা বন্ধ করে দেয়া হবে, এর চেয়ে দায়িত্বহীনতার কাজ আর হয় না৷

তৃতীয় দিনে গড়ালো অচলাবস্থা

সরকারি খাতে আংশিক এই অচলাবস্থা শুরু হয়েছে মঙ্গলবার থেকে৷ বাজেট সংক্রান্ত বিল পাস না হওয়ায় আংশিকভাবে বন্ধ হয়ে গেছে সরকারি সেবা খাতে কার্যক্রম৷ এমনকি ১ অক্টোবর থেকে বেতন পাবেন না অন্তত আট লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারি৷ বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জাতীয় উদ্যান, জাদুঘর ও স্মৃতিস্তম্ভসহ বেশ কিছু সেবা সংস্থার কার্যক্রম৷

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, অচলাবস্থার কারণে তাদের প্রতিদিনের কার্যক্রমে প্রভাব পড়ছে এবং গোয়েন্দা সংস্থার আশঙ্কা তারা বড় ধরনের হুমকি মোকাবেলায় সক্ষম নাও হতে পারেন৷ রয়টার্সের জরিপ অনুযায়ী, ২৪ ভাগ অ্যামেরিকান মনে করেন, এই অচলাবস্থার জন্য রিপাবলিকানরা দায়ী, আর ১৯ ভাগ ওবামা বা ডেমোক্র্যাটদের এজন্য দায়ী করেছেন৷ ৪৬ ভাগ দুপক্ষকেই দায়ী করেছেন৷

বিশ্ববাজারে প্রভাব

যুক্তরাষ্ট্রের এই অচলাবস্থার কারণে চাহিদা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার এশিয়ার বাজারে তেলের দাম কমেছে৷ এদিকে, বিশ্ববাজারে পড়ে গেছে ডলারের দাম৷ গত আট মাসের মধ্যে সবচেয়ে কমে গেছে ডলারের দাম৷ কমেছে সোনার দামও৷ বুধবার সোনার দাম আউন্স প্রতি দাঁড়িয়েছে ১,২৭৪.২৪ ডলারে, যেখানে প্রতি আউন্সের দাম ছিল ১,৩১০.৯২ ডলার৷ তবে, শেয়ারবাজারের অবস্থা আগে থেকেই ভালো না থাকায় সেখানে খুব একটা রকমফের হয়নি৷

এপিবি/এসি (এএফপি/এপি/রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ