1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইয়েমেন

আলোচনায় ইয়েমেনে শান্তি কি ফিরবে?

১৩ এপ্রিল ২০২৩

ইয়েমেনে সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ বিন সাইদ আল-জাবের এবং হুথি বিদ্রোহীদের রাজনৈতিক প্রধান মাহদি আল-মাশাতের চলতি সপ্তাহে সৌহার্দ্য বিনিময় করেছেন৷ এরপরই ইয়েমেনে যুদ্ধবিরতি নিয়ে আশা তৈরি হয়েছে।

Jemen Southern Transitional Council
ছবি: SALEH OBAIDI/AFP

রোববার থেকে সৌদি ও হুথি প্রতিনিধিদল হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় শান্তি আলোচনায় বসেছে৷ এই শান্তি আলোচনার ফল কতটা ইতিবাচক হবে? সৌদি আরব এবং হুথি গোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনা কিংবা বন্দি বিনিময়ের ফলে কি আদৌ এ সংঘাতের সমাপ্তি হবে? শান্তিপ্রক্রিয়ার আলোচনায় ইয়েমেনের বেশিরভাগ উপদলকেই রাখা হয়নি, যে কারণে এমন নানা প্রশ্ন উঠছে৷

কী নিয়ে আলোচনা?

আলোচনার প্রধান বিষয় হলো, দুই পক্ষের মধ্যে ছয় মাসের যুদ্ধবিরতি। সৌদি-সমর্থিত আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকার এবং ইরানের সমর্থনপুষ্ট হুথিদের মধ্যে সংঘাতের সমাপ্তি নিয়ে আলোচনা চলছে৷

সানায় হুথি-নিয়ন্ত্রিত বিমানবন্দর এবং হোদেইদায় লোহিত সাগরের বন্দরটি ফের চালু করা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা চলছে৷ সরকার নিয়ন্ত্রিত শহর তাইজ থেকে হুথিদের অবরোধ তুলে নেওয়া, হুথি গেটওয়ের মাধ্যমে সরকার-নিয়ন্ত্রিত তেলের খনি থেকে তেল রপ্তানি পুনরায় শুরু করা এবং ইয়েমেনের অর্থনীতিকে চাঙা করা নিয়েও আলোচনা চলছে৷

এত আলোচনা সত্ত্বেও শান্তিপ্রক্রিয়া নিয়ে সংশয় রয়েই যাচ্ছে৷ কিন্তু কেন?

একটি কারণ হলো ইয়েমেনের রাষ্ট্রপতি পরিষদ বা প্রেসিডেন্সিয়াল কাউন্সিল নিয়ে কোনো আলোচনা হয়নি৷ অন্য কোনো ইয়েমেনি দল যেমন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলেরও কেউ আলোচনায় ছিলেন না।

২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। হুথি এবং সরকার দেশটির প্রধান দুই রাজনৈতিক শক্তি৷ ২০১৪ সাল থেকে রাজধানী সানা সহ ইয়েমেনের উত্তরের অংশ দখল করে রেখেছে হুথিরা৷ ২০১৫ সাল থেকে সৌদির নেতৃত্বাধীন জোটে সঙ্গে তাদের লড়াই চলছে৷ সৌদি নেতৃত্বাধীন নয়টি দেশের এই জোট আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকারের সমর্থনে এ নিয়ে হস্তক্ষেপ করার পর পরিস্থিতি আরো অশান্ত হয়ে ওঠে৷

তিন কোটি ১০ লাখ জনসংখ্যার দেশটির অন্তত এক-তৃতীয়াংশ আন্তর্জাতিক সাহায্যের উপর সম্পূর্ণ নির্ভরশীলছবি: KHALED ABDULLAH/REUTERS

এই সংঘাতের ফলে হাজার হাজার মানুষ নিজের দেশেই বাস্তুচ্যুত হয়েছেন৷ পাঁচ লাখের কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছেন৷ জাতিসংঘের হিসাবে, তিন কোটি ১০ লাখ জনসংখ্যার দেশটির অন্তত এক-তৃতীয়াংশ আন্তর্জাতিক সাহায্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল৷ যুদ্ধবিধ্বস্ত দেশটির পরিস্থিতি বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট হিসাবে বিবেচিত৷

শান্তি আলোচনা কি ঝুঁকি বাড়াতে পারে?

বার্লিনে ইয়েমেন পলিসি সেন্টারের পরিচালক মারওয়া বাব্বাদ মনে করেন, যুদ্ধের অবসান ঘটানো এই শান্তি-আলোচনার লক্ষ্য নয়।

তিনি ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘‘ইয়েমেনের শান্তি নিয়ে মধ্যস্থতা নয়, বরং ওমানের উচিত ছিল আন্তঃসীমান্ত হামলার অবসানের বিষয়ে হুথিদের রাজি করানো৷সৌদি এবং হুথিদের মধ্যে সম্পর্ক যাতে আরো সহজ হয়, তা দেখা উচিত ছিল ওমানের৷''

আঞ্চলিক বৈরী শক্তিগুলির সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা করছে সৌদি আরব৷ টানা সাত বছর শীতল সম্পর্কের পর মার্চ মাসেই চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদির মধ্যে সমঝোতা হয়েছে৷ তারপর ইয়েমেনে শান্তিপ্রচেষ্টা শুরু হয়৷ এটা সবারই জানা যে সৌদি আরব ইয়েমেনের এই ব্যয়বহুল ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে আসতে রীতিমতো আগ্রহী হয়ে উঠেছে৷

সানা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের এক গবেষক আবদুল ঘানি আল-ইরিয়ানি ডিডাব্লিউকে বলেন, ইয়েমেনকে দাবার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার কথায়, ‘‘এই অঞ্চলে স্থিতাবস্থা এবং নিরাপত্তা বজায় রাখা নিয়ে দীর্ঘমেয়াদি স্বার্থ রয়েছে সৌদি আরবের৷ এই উদ্দেশ্য তারা পূরণের চেষ্টা করছে৷''

তার কথায়, অন্য সব পক্ষের বদলে হুথিদের ইয়েমেনের প্রতিনিধিত্ব করার অধিকার দিয়েছে সৌদি। রাজনৈতিক ক্ষমতার ভাগাভাগিতে অনিচ্ছুক হুথিদের কারণে এই অঞ্চলে আরো বেশি অস্থিরতা তৈরি হতে পারে বলেই আশঙ্কা তার৷

তিনি বলেন, ‘‘বর্তমান আলোচনার ফলে হয়তো দেশে অস্থিরতা বাড়তে পারে। কারণ অন্য দল হুথিদের নিয়ন্ত্রণে থাকতে রাজি হবে না।''

২০১৭ সাল থেকে নিজস্ব এজেন্ডা অনুসরণ করে আসা ইয়েমেনের দক্ষিণাঞ্চলের একটি দলের কথা উল্লেখ করেন তিনি৷ সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি একতরফাভাবে বিচ্ছিন্নতার ঘোষণা করতে পারে৷ যার ফলে ইয়েমেনে অস্থিরতা আরো বাড়তে পারে বলে মনে করেন তিনি৷

সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি একতরফাভাবে বিচ্ছিন্নতার ঘোষণা করতে পারেছবি: SALEH OBAIDI/AFP

তিনি বলেন, "সমগ্র দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে এসটিসি যেমন প্রস্তুত নয়, হুথিরাও কিন্তু সম্পূর্ণ উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত নয়৷ সবমিলিয়ে ইয়েমেন এমন পরিস্থিতির মুখোমুখি৷''

নতুন সরকারি সংস্থা হিসাবে হুথি বা এসটিসির আন্তর্জাতিক স্বীকৃতি নিয়েও সংশয় রয়েছে এই গবেষকের৷ এর ফলে আন্তর্জাতিক বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়তে পারে৷

শান্তির জন্য পুনর্গঠন, বোঝাপড়া এবং অর্থনৈতিক পুনরুদ্ধার প্রয়োজন

ব্রাসেলসে ইউরোপীয় ইনস্টিটিউট অফ পিসের ইয়েমেন সংক্রান্ত একজন উপদেষ্টা হিশাম আল ওমিসি৷ সৌদি আরব ও হুথিদের মধ্যেএকচেটিয়া শান্তি আলোচনা নিয়ে সংশয় রয়েছে তারও৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘ইয়েমেনের ৩৩৩টি জেলা সহ ২১টি প্রদেশ রয়েছে৷ প্রত্যেকটির আলাদা সমস্যা রয়েছে৷ সবাইকে নিয়ে না চললে, কোনো শান্তি প্রক্রিয়া স্থায়ী হবে না৷''

বন্দি বিনিময় প্রক্রিয়ার ফলে যদিও খানিকটা আশার আলো রয়েছেছবি: TWITTER OF ABDULQADER AL-MORTADA/AFP

আল-ওমিসি বলেন, ‘‘শান্তিপ্রক্রিয়ার জন্য ইয়েমেনের পুনর্গঠন পরিকল্পনা, সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বয় করা প্রয়োজন৷ অর্থনীতিকে চাঙা করা প্রয়োজন৷ আস্থা অর্জনের কোনো পরিকল্পনা ছাড়াই আমরা এই শান্তি আলোচনা নিয়ে এতকিছু বলে চলেছি৷''

জাতিসংঘের মধ্যস্থতায় বন্দি বিনিময় প্রক্রিয়ার ফলে যদিও খানিকটা আশার আলো রয়েছে৷ মার্চ মাসে ইয়েমেনি সরকার ৭০৬ জন হুথি বিদ্রোহীকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷ হুথি বিদ্রোহীরা বিনিময়ে ১৮১ জন বন্দিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে৷

বৃহস্পতিবার সকাল পর্যন্ত, প্রথম ১৪ জন বন্দি বিনিময় করা হয়েছে৷ সরকারি প্রতিনিধি দলের মুখপাত্র মজিদ ফাদায়েল টুইটারে এ কথা জানিয়েছেন৷

জেনিফার হোলেইস/আরকেসি

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ