1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলোচিত দক্ষিণ ও পূর্ব চীন সাগর

রোডিয়ন এবিগহাউজেন / জেডএইচ১০ এপ্রিল ২০১৩

নৌপথে বিশ্বের যত পণ্য পরিবহন করা হয় তার ৪০ শতাংশই হয় দুটি সাগর দিয়ে – দক্ষিণ ও পূর্ব চীন সাগর৷ বিশ্বের সবচেয়ে বড় তিনটি সমুদ্রবন্দরও অবস্থিত এই দুটি সাগরকে ঘিরে৷

In this photo taken Dec. 16, 2011 and released by U.S. Navy, its aircraft carrier USS Abraham Lincoln (CVN 72) transits through the Pacific Ocean. Lincoln, underway on deployment to the 5th and 7th Fleet areas of responsibility, is changing homeports from Everett, Wash. to Norfolk, Va. following deployment for a periodic refueling complex overhaul, the navy said. (AP Photo/U.S. Navy, Mass Communication Specialist Seaman Zachary S. Welch)
ছবি: AP

এই দুটি তথ্যই বলে দিচ্ছে বিশ্ব অর্থনীতিতে দক্ষিণ ও পূর্ব চীন সাগরের গুরুত্ব কতখানি৷ ফলে যে কোনো দেশই যে এগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে চাইবে তাতো স্বাভাবিক৷ বিশেষ করে যেখানে এই দুই সাগর পাড়ে অবস্থিত বিশ্বের দুটো বড় অর্থনীতির দেশ চীন ও জাপান৷

সাম্প্রতিক উত্তেজনা

পূর্ব চীন সাগরে অবস্থিত দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে কয়েক মাস আগে চীন ও জাপানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল৷ সেসময় বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আশংকা তৈরি হয়েছিল৷ ‘জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশন্স' এর এবারহার্ড সান্ডশনাইডার ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘রপ্তানি পণ্য পরিবহনে এই অঞ্চলের গুরুত্ব অনেক৷ কোনো কারণে যেটা ব্যাহত হলে বিশ্ব অর্থনীতিতে সরাসরি তার প্রভাব পড়বে৷...যদি চীন থেকে রপ্তানি পণ্য আসতে না পারে তাহলে ওয়ালমার্টের দোকানগুলো খালি থাকবে৷''

নৌপথে বিশ্বের যত পণ্য পরিবহন করা হয় তার ৪০ শতাংশই হয় দুটি সাগর দিয়ে – দক্ষিণ ও পূর্ব চীন সাগরছবি: picture-alliance/dpa

বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি

শুধু অর্থনীতিই নয় ঐ অঞ্চলে উত্তেজনা তৈরি হলে বিশ্ব নিরাপত্তাও হুমকির মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা৷ ‘জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স' এর গেয়ারহার্ড ভিল মনে করেন, দক্ষিণ ও পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তার করতে চাইলে ঐ দুই সাগরের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে৷

চীন, জাপান ছাড়াও সাগর পাড়ের অন্যান্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি থাকার কারণে বিষয়টা আরও জটিল হয়ে পড়েছে৷ যেমন তাইওয়ানের জনগণের উপর কোনো ধরণের হুমকি আসলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করতে বাধ্য৷ এধরণের চুক্তি রয়েছে জাপান, ফিলিপাইনস আর ভিয়েতনামের সঙ্গেও৷

চীনের সামরিক বাজেট

চীন দিনদিন তার সামরিক বাজেট বাড়িয়ে যাচ্ছে৷ ২০০৩ সাল থেকে ২০১১ পর্যন্ত বাজেট বেড়েছে প্রায় তিনগুন৷ তাই উৎকণ্ঠায় রয়েছে ঐ অঞ্চলের দেশগুলো৷ তাইতো যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি থাকলেও নিজেদের নৌবাহিনীর শক্তি বাড়াতে রাশিয়া থেকে ডুবোজাহাজ কিনছে ভিয়েতনাম৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ