1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্নীতিপানামা

আলোচিত ‘পানামা পেপার্সের' শুনানি শুরু

৯ এপ্রিল ২০২৪

২৭ জন সন্দেহভাজন ব্যক্তিকে অভিযুক্ত করে আলোচিত ‘পানামা পেপার্স' কর ফাঁকি কেলেঙ্কারির শুনানি শুরু হয়েছে৷

মোজাক ফনসেকা ল ফার্মের সামনে এক পুলিশ কর্মকর্তা
ঘটনার প্রায় ৮ বছর পর পানামার একটি ফৌজদারি আদালতে অভিযুক্ত ২৭ জনের বিরুদ্ধে শুনানি শুরু হয়েছেছবি: Arnulfo Franco/AP/picture alliance

অভিযুক্ত ২৭ জনের মধ্যে ‘পানামা পেপার্স' কেলেঙ্কারির প্রধান সন্দেহভাজন মোজ্যাক-ফনসেকা কনসালটেন্সি ফার্মের প্রতিষ্ঠাতাও রয়েছেন৷ ‘মোজ্যাক-ফনসেকা' প্রতিষ্ঠানটির ফাঁস হওয়া নথি থেকেই বিশ্বব্যাপী ধনী ব্যক্তিদের সম্পদ লুকিয়ে রাখার তথ্য প্রকাশ হয়েছিল৷ 

সোমবার (৮ এপ্রিল) ঘটনার প্রায় ৮ বছর পর পানামার একটি ফৌজদারি আদালতে অভিযুক্ত ২৭ জনের বিরুদ্ধে শুনানি শুরু হয়েছে৷

অর্থ পাচারের অভিযোগের মোজ্যাক, ফনসেকা ও তাদের প্রতিষ্ঠানের সাবেক কর্মচারীরা বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন৷২০১৮ সালে বন্ধ হয়ে যাওয়া এ প্রতিষ্ঠানটিই  ‘পানামা পেপার্স' কেলেঙ্কারির গোপন নথি ফাঁস হওয়ার কেন্দ্রবিন্দু ছিল৷

'পানামা পেপার্স' কেলেঙ্কারি আসলে কী?

জার্মান সংবাদপত্র 'জুডডয়েচে সাইটুং'য়ে  ২০১৬ সালে এক কোটি ১৫ লাখ গোপন আর্থিক নথি প্রকাশিত হয়েছিল৷বিশ্বের ধনী ব্যাক্তিদের অফশোর সংস্থায় তাদের সম্পদ লুকিয়ে রাখার তথ্য ফাঁস হওয়া নথি থেকে প্রকাশ পায়৷

সেসময় ঘটনাটি প্রকাশিত হওয়ার সুদূরপ্রসারী প্রভাবে বিভিন্ন দেশের অনেক রাজনৈতিক নেতাকেই তাদের পদ ছেড়ে দিতে হয়৷আইসল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সিগমুন্ডুর গুনলাগসন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাদের পদ থেকে অব্যাহতি দেন৷

ঘটনার সাথে জড়িত অন্যান্যদের মধ্যে ছিলেন সাবেক  ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফুটবল তারকা লিওনেল মেসি, আর্জেন্টিনার তৎকালীন রাষ্ট্রপতি মরিসিও ম্যাক্রি ও স্প্যানিশ চলচ্চিত্র নির্মাতা পেদ্রো আলমোদোভার৷তবে কেলেঙ্কারিতে নাম প্রকাশিত হওয়ার পর অনেকেই অবৈধভাবে কাজ করার কথা অস্বীকার করেছেন৷

জার্মান প্রসিকিউটররা ২০২০ সালে কর ফাঁকি ও একটি অপরাধী চক্র গঠনের অভিযোগে মোজ্যাক ও ফনসেকার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷

তবে মোজ্যাক ও ফনসেকা দুজনেই বর্তমানে পানামার নাগরিক৷ পানামা তার নাগরিকদের প্রত্যর্পণ না করায়,  মোজ্যাক ও ফনসেকা জার্মানিতে কখনও বিচারের মুখোমুখি হবেন কিনা সে বিষয়টি স্পষ্ট নয়৷

এসএইচ/কেএম   

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ