1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলোর উৎসব ‘ফেট দু লুমিয়ের'

২১ জানুয়ারি ২০১৯

ফ্রান্সের লিয়ঁ শহরে প্রতিবছর আলোর উৎসবের আয়োজন করা হয়৷ সেই সময় পুরো শহরটাই যেন এক মিউজিয়ামে পরিণত হয়৷ আর তা দেখতে সারা পৃথিবী থেকে মানুষ ছুটে যান সেখানে৷

Euromaxx Lyon Lichtfest
ছবি: DW

গত ডিসেম্বরে ‘ফেট দু লুমিয়ের' নামে পরিচিত এই আলোর উৎসবকে ঘিরে আশিটির বেশি লাইট ইন্সটলেশন বসানো হয়েছিল৷ এগুলোর নকশা, মিউজিক সবমিলিয়ে শহরটি যেন এক ওপেন-এয়ার থিয়েটারে পরিণত হয়েছিল৷

 ‘ফেট দু লুমিয়ের' উৎসবের একটি ধর্মীয় অতীত আছে৷সপ্তদশ শতকে প্লেগ রোগের প্রকোপ থেকে শহরের বাসিন্দারা রক্ষা পেলে ভার্জিন মেরির একটি প্রতিমূর্তি স্থাপনের অঙ্গীকার করেছিল লিয়ঁ৷ পরে তেমনটা হলে ভাস্কর্য স্থাপন করা হয়৷ এছাড়া এখনো ঐ ঘটনার স্মরণে মোমবাতি জ্বালানো হয়৷

সান ও রোনে নদী দুটি লিয়ঁতে এসে মিশেছে৷ একেক নদীর পানির উপরিভাগ একেক রকম হওয়ায় বিভিন্ন রংয়ের প্রতিফলন ঘটে দারুণ দৃশ্য তৈরি হয়৷ উৎসবের পরিচালক ডামিয়েন ফন্টেইন বলেন, ‘‘লিয়ঁর নাগরিকরা দেড়শ' বছর আগে যেমন আতশবাজির আয়োজন করতো, আমরা আধুনিক প্রযুক্তি দিয়ে তার পুনরাবৃত্তি করি৷ এভাবে আমরা শহর কর্তৃপক্ষকে সম্মান জানাই৷ সেই সঙ্গে সম্মান জানাই ভার্জিন মেরি ও তাঁর আধ্যাত্মিক শক্তিকে, যা আজও এখানে অনুভূত হয়৷''

লিয়ঁ ক্যাথেড্রালেরলাইট শো-টি উৎসবেরঅন্যতম আকর্ষণীয়গুলোর মধ্যে একটি ছিল৷ পর্তুগালের ওকোবু আর্ট স্টুডিও পানিতে রঞ্জক পদার্থ, কালি ও ফুল ছড়িয়ে বিমূর্ত পেইন্টিং তৈরি করেছিল৷ শিল্পী নুনো মায়া বলেন, ‘‘এটি সবুজ থেকে নীল হয়ে হলুদ থেকে মাল্টিকালার হয়৷ আমরা শেষ করেছি গোলাপি দিয়ে, যা লিয়ঁতে বেশ পরিচিত একটি রং৷ এর মাধ্যমে আমরা লিয়ঁর প্রতি সম্মান জানিয়েছি৷''

ফ্রান্সের লিয়ঁ শহরে প্রতিবছর আয়োজিত এই উৎসব তরুণদের আকৃষ্ট করে৷

সুজানে ডাউস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ