ফ্রান্সের লিয়ঁ শহরে প্রতিবছর আলোর উৎসবের আয়োজন করা হয়৷ সেই সময় পুরো শহরটাই যেন এক মিউজিয়ামে পরিণত হয়৷ আর তা দেখতে সারা পৃথিবী থেকে মানুষ ছুটে যান সেখানে৷
বিজ্ঞাপন
গত ডিসেম্বরে ‘ফেট দু লুমিয়ের' নামে পরিচিত এই আলোর উৎসবকে ঘিরে আশিটির বেশি লাইট ইন্সটলেশন বসানো হয়েছিল৷ এগুলোর নকশা, মিউজিক সবমিলিয়ে শহরটি যেন এক ওপেন-এয়ার থিয়েটারে পরিণত হয়েছিল৷
‘ফেট দু লুমিয়ের' উৎসবের একটি ধর্মীয় অতীত আছে৷সপ্তদশ শতকে প্লেগ রোগের প্রকোপ থেকে শহরের বাসিন্দারা রক্ষা পেলে ভার্জিন মেরির একটি প্রতিমূর্তি স্থাপনের অঙ্গীকার করেছিল লিয়ঁ৷ পরে তেমনটা হলে ভাস্কর্য স্থাপন করা হয়৷ এছাড়া এখনো ঐ ঘটনার স্মরণে মোমবাতি জ্বালানো হয়৷
বিশ্বের এক ডজন আলোর উৎসব
বিশ্বজুড়ে আলোর উৎসবে যোগ দিচ্ছে নতুন নতুন শহর৷ কেউ স্কয়ার বা রাস্তাকে সাজিয়ে তুলছে আলোর রঙে, কেউ আবার ভবন সেতু, বা ঐতিহাসিক স্থাপনা৷ কারো ক্ষেত্রে এটি ধর্মীয় উৎসব, আবার কারো ক্ষেত্রে এটি নিছক আনন্দ উদযাপন৷
ছবি: picture-alliance/dpa/MAXPPP/P. Juste
লিওঁ
ক্রিসমাস মৌসুমের শুরুতে প্রতি ডিসেম্বরেই রাইনের পাড়ের ফরাসি শহরটি আলোয় সেজে ওঠে৷ ঐতিহ্যবাহী এই আয়োজন চলে আসছে উনিশ শতক থেকে৷ দিনের আলো ফুরিয়ে এলে লাইটিং আর্টিস্টরা বিভিন্ন ভবনের দেয়ালে আলো ফেলে নানা রকম ইল্যুশন তৈরি করেন৷
ছবি: picture-alliance/dpa/MAXPPP/J. Philippon
লন্ডন
২০১৯ সালের ১৮ থেকে ২১ জানুয়ারি গ্রেট ব্রিটেনে অনুষ্ঠিত হবে ‘লুমিয়ের লন্ডন’ উৎসব৷ সারারত জুড়ে টেমসের পাশের রাস্তা ও স্থাপত্যগুলো আলোকিত হবে নানা রঙে৷
ছবি: picture-alliance/Photoshot
সৌল
বছরের প্রথম পূর্ণচন্দ্রকে দ্বিতীয় নববর্ষ হিসেবে পালন করেন কোরিয়ানরা৷ ২০১৯ সালের এই ‘জিয়ংওল ডায়বোরেয়াম’ উৎসব পালন হবে ৪ ফেব্রুয়ারি৷ পিরামিড আকৃতির আগুন আর আধুনিক এলইডি আলোর খেলায় দুর্ভোগ দূরে সরিয়ে সৌভাগ্যকে আমন্ত্রণ জানাবেন কোরীয়রা৷
ছবি: picture-alliance/dpa/Jeon Heon-Kyun
মন্ট্রিয়ল
ক্যানাডিয়ান এই শহরে প্রতি বছর ফেব্রুয়ারি-মার্চে ‘মন্ট্রিয়েল এন লুমিয়েঁ’ অনুষ্ঠিত হয়৷ তবে প্লাসে দেস আর্তস সাবওয়ে স্টেশনে প্রতিদিনই থাকে আলোর খেলা৷ ১৩ মিয়ার লম্বা গ্লাস টিউবে শতাধিক ফ্লুরোসেন্ট বাল্বের আলোয় সেখানে বলা হয় সুরের গল্প৷
ছবি: picture-alliance/imageBROKER/G. Schwermer
বাল্টিমোর
প্রতি বছর মার্চে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহর পরিণত হয় আলোর শহরে৷ শহরের বন্দর এলাকায় চলে আলোকে কাজে লাগিয়ে নানা ধরনের উদ্ভাবনী খেলার প্রদর্শনী৷
ছবি: Light City Baltimore
সিডনি
অস্ট্রেলিয়ার এই শহরে বছরজুড়ে নানা ধরনের উৎসব চলতে থাকে৷ বিশেষ করে জুন মাসের আয়োজনে আলোর দৃষ্টিনন্দন ইনস্টলেশনগুলো দেখতে প্রতি বছর শহরটিতে জড়ো হন ২০ লাখেরও বেশি মানুষ৷
ছবি: picture-alliance/AP Photo/R. Griffith
জেরুজালেম
গ্রীষ্মকালে জেরুজালেমের পুরোন শহরে চলে উৎসব৷ থ্রিডি প্রজেকশনে শহরের দৃশ্যই পালটে ফেলা হয়৷ জেরুজালেম শহরটি ইহুদি, খ্রীস্টান ও ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র শহর বলে বিবেচিত৷
ছবি: picture-alliance/Photoshot
মস্কো
গ্রীষ্মের শেষের দিকে রুশ রাজধানীতে অনুষ্ঠিত হয় ‘সার্কল অব লাইট’ উৎসব৷ আশেপাশের সব ভবনকে ক্যানভাস বানিয়ে ফুটিয়ে তোলা হয় নানা চিত্র৷
ছবি: picture-alliance/dpa/S. Fadeichev
বার্লিন
জার্মান রাজধানীর আলোয় মেতে ওঠার সময় হচ্ছে অক্টোবর৷ ফ্যাস্টিভাল অব লাইটস দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে সৌন্দর্যপ্রেমী মানুষ আসেন শহরটিতে৷
ছবি: picture alliance/Photoshot/S. Yuqi
ফ্রাঙ্কফুর্ট
এক বছর পর পর মাইন নদীর তীরে অবস্থিত জার্মান শহরটিতে আয়োজন হয় আলোক উৎসবের৷ শুধু শহরে নয়, ফ্রাঙ্কফুর্টের আকাশজুড়ে ছড়িয়ে দেয়া হয় আলোর নানা শিল্প৷ পরবর্তী ‘লুমিনালে’ আয়োজিত হবে ২০২০ সালে৷
ছবি: picture alliance/dpa/B. Roessler
ঘেন্ট
বেলজিয়ামের এই শহরটির আলোক উৎসব দেখতে আসেন পাঁচ লাখেরও বেশি মানুষ৷ এই উৎসবের আয়োজন হয় তিন বছর পর পর৷ ২০১৮ সালের উৎসবে ৪০টি বিশাল লাইট ইনস্টলেশন প্রদর্শিত হয়৷ পরবর্তী আয়োজন ২০২১ সালে৷
ছবি: picture-alliance/imageBROKER/J. Tack
ঢাকা-কলকাতা
বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে পালিত হয় আলোর উৎসব দীপাবলি বা দিওয়ালি৷ মূলত হিন্দুদের হলেও অন্য ধর্মাবলম্বীরাও আনন্দে শামিল হন৷ প্রতিটি ঘরের সদর দরজা থেকেই শুরু হয় আল্পনা বা রাংগোলি দিয়ে মেঝে সাজানো৷ আল্পনা আঁকা হলে তার ওপর জ্বালানো হয় প্রদীপ৷ সারি সারি প্রজ্বলিত প্রদীপের আলোয় দূর হয় সমস্ত আঁধার৷
ছবি: Reuters
12 ছবি1 | 12
সান ও রোনে নদী দুটি লিয়ঁতে এসে মিশেছে৷ একেক নদীর পানির উপরিভাগ একেক রকম হওয়ায় বিভিন্ন রংয়ের প্রতিফলন ঘটে দারুণ দৃশ্য তৈরি হয়৷ উৎসবের পরিচালক ডামিয়েন ফন্টেইন বলেন, ‘‘লিয়ঁর নাগরিকরা দেড়শ' বছর আগে যেমন আতশবাজির আয়োজন করতো, আমরা আধুনিক প্রযুক্তি দিয়ে তার পুনরাবৃত্তি করি৷ এভাবে আমরা শহর কর্তৃপক্ষকে সম্মান জানাই৷ সেই সঙ্গে সম্মান জানাই ভার্জিন মেরি ও তাঁর আধ্যাত্মিক শক্তিকে, যা আজও এখানে অনুভূত হয়৷''
লিয়ঁ ক্যাথেড্রালেরলাইট শো-টি উৎসবেরঅন্যতম আকর্ষণীয়গুলোর মধ্যে একটি ছিল৷ পর্তুগালের ওকোবু আর্ট স্টুডিও পানিতে রঞ্জক পদার্থ, কালি ও ফুল ছড়িয়ে বিমূর্ত পেইন্টিং তৈরি করেছিল৷ শিল্পী নুনো মায়া বলেন, ‘‘এটি সবুজ থেকে নীল হয়ে হলুদ থেকে মাল্টিকালার হয়৷ আমরা শেষ করেছি গোলাপি দিয়ে, যা লিয়ঁতে বেশ পরিচিত একটি রং৷ এর মাধ্যমে আমরা লিয়ঁর প্রতি সম্মান জানিয়েছি৷''
ফ্রান্সের লিয়ঁ শহরে প্রতিবছর আয়োজিত এই উৎসব তরুণদের আকৃষ্ট করে৷
সুজানে ডাউস/জেডএইচ
আলো আর রঙের ঝলকানিতে উজ্জ্বল বার্লিন
আলোর দু’টি উত্সব এখন চলছে জার্মানির রাজধানী বার্লিনে৷ ‘উদ্ভাসিত বার্লিন’ এবং ‘আলোর উৎসব’ নামের এই দুই আয়োজন প্রায় ২০ লাখ দর্শনার্থীকে ভীষণ আকৃষ্ট করেছে৷ এই ছবিঘর সেই আলোর উৎসব নিয়েই৷
ছবি: Reuters/H. Hanschke
আলেকজান্ডারপ্লাৎস
আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বার্লিনকে আলো আর রংয়ের উজ্জ্বল এক মঞ্চ বলে মনে হতে পারে৷ এ বছরের প্রতিপাদ্য হলো, ‘ আলোর চলাচল’ এবং ‘আগামীর নির্মাণ’৷
ছবি: DW/P. Falkenstein
আলেকজান্ডারপ্লাটজ
দর্শণার্থীদের এবার বার্লিনের টিভি টাওয়ারের মাধ্যমে মহাবিশ্ব থেকে আসা আলোকছটা দেখারও সম্ভাবনা তৈরি হয়েছে৷ এর বাইরেও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্মারকের মধ্যে ব্রানডেনবুর্গ গেইট, বার্লিন ডোম এবং পোটসডামের প্লাটজেও চমত্কার এক মহানগরের ছাপ পাওয়া যায়৷
ছবি: DW/P. Falkenstein
বার্লিন ডোম
উৎসবের বিশেষ আকর্ষণ হলো বার্লিন ডোম৷এখানকার আলোকসজ্জাই যেন বলছে, ‘‘কেউ মিস করবেন না৷’’
ছবি: DW/P. Falkenstein
সেরার জন্য পুরস্কার
সেরা পারফরম্যান্সের জন্য প্রতি বছর দর্শনার্থীরা ভোট দেন আর যিনি বিজয়ী হন তিনি পুরস্কার হিসেবে পান প্রায় ২ হাজার ইউরো৷
ছবি: DW/P. Falkenstein
শিল্পীদের মিলনমেলা
রাজধানীর সৌন্দর্য আরও বাড়াতে সারা পৃথিবী থেকে আসা শিল্পীরা এই আয়োজনে অংশ নেন৷ এতে শুধু বিখ্যাত জায়গাগুলোই নয়, বিভিন্ন স্কয়ার, রাস্তাসহ আশেপাশের এলাকাগুলোতেও দেখা যায় এমন অসাধারণ আলোকসজ্জা৷
ছবি: DW/P. Falkenstein
আলোকিত বেবেলপ্লাৎস
বেবেলপ্লাৎসে হুমবোলডট বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদকে এত সুন্দর কী কেউ কখনও দেখেছেন?
ছবি: DW/P. Falkenstein
ভিডিও প্রদর্শন
এই আলো উত্সবে কেবল চমকপ্রদ সব আলোক শিল্পের সংযোজন হয় না, বরং থ্রিডি-তে বিভিন্ন ভিডিও এবং প্রজেক্টও দেখানো হয়৷ সেন্ট হেডভিগস কাথিড্রালেও সেই আয়োজন আছে৷
ছবি: picture-alliance/ZUMAPRESS/Shan Yuqi
১৭ দিনের ব্যাপক আয়োজন
১৭ দিনের জন্য উৎসুক পর্যটকরা আলোর মাধ্যমে প্রতীকীভাবে তুলে ধরা একটি শহরের বৈচিত্র্যপূর্ণ জীবন, সংস্কৃতি, রাজনীতি, এমনকি ব্যক্তির বিশেষ বিষয়গুলোও উপভোগ করতে পারবেন৷
ছবি: DW/P. Falkenstein
কবির সম্মান
গ্রেনডারমেনমার্কটের বিখ্যাত কনসার্ট হলটি দেখলে মনে হবে যেন জার্মান কবি ফ্রিডরিশ শিলারকে নিবেদন করতেই সব প্রস্তুতি৷ হলের সামনে থাকা কবির আলোকিত মূতিটি দেখা যাবে সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত৷
ছবি: DW/P. Falkenstein
ঘুরে দেখার বিশেষ ব্যবস্থা
দর্শকদের বিশেষ বিশেষ আলোকসজ্জা দেখার জন্য নানা রকম ট্যুর দেয়া হচ্ছে যেন উত্সবের সমস্ত আয়োজনই তারা উপভোগ করতে পারেন৷
ছবি: DW/P. Falkenstein
ব্রানডেনবুর্গ গেইট
‘গণতন্ত্র’ বিষয়টি নিয়ে করা আলোকসজ্জার জন্য একটি বিশেষ পুরস্কার দেওয়া হ৷ বিজয়ীর হাতে এই পুরস্কার তুলে দেবেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার৷