1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

​​​​​​​আলোর বিজ্ঞান

১৪ জানুয়ারি ২০২০

কখন ভেবেছেন আলো কিভাবে ছড়িয়ে পড়ে? বজ্রপাতের শব্দ শোনার আগেই সেটি দেখা যায় কেন? আলোর গতি সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য এই প্রতিবেদন৷

Deutschland Blitz über Bad Homburg
ছবি: Imago/J. Eifert

আলো কিভাবে ছড়িয়ে পড়ে? বজ্রপাতের সঙ্গে সঙ্গে আমরা আলোকচ্ছটা দেখতে পাই৷ কিন্তু সেটির শব্দ শুনি একটু পরে৷ এর কারণ হচ্ছে শব্দতরঙ্গ ধীরে ধীরে আগায়, অন্যদিকে আলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে৷ আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার৷ মহাকাশে ফাঁকা স্থানে এই গতি বজায় রাখতে পারে আলো৷

তবে পৃথিবী পৃষ্ঠে সেটি কিছুটা ধীরগতির হয়ে যায়৷ যেমন পানির মধ্যে আলোর গতি সেকেন্ডে দু' লাখ পচিশ হাজার কিলোমিটার৷ 

আলো পানির উপরে পড়া বৃষ্টির ফোটার মতো ছড়িয়ে যায়৷ অর্থাৎ সবদিকে একই গতিতে ছড়ায়৷ সেটি সরল পথে চলতে থাকে৷ আর এটাকে আমরা আলোক রশ্মি বলি, যা মাঝেমাঝে খালি চোখেও দেখা যায়৷

যে আলোক রশ্মি আমাদের চোখ সনাক্ত করতে পারে না, সেটি আমাদের কাছে অদৃশ্যমান থেকে যায়৷ আবার ধুলি কনার কিংবা পানির কনার উপর আলো পড়লে আমরা তা দেখতে পাই৷  

রুক্ষ পৃষ্ঠে আলোর বিকিরণ সহজেই দেখা যায়৷ অগভীর পানিতে এটি তরঙ্গায়িত বিমূর্ত প্যাটার্ন তৈরি করে৷ আলো যখন মসৃণ কাচের উপর পড়ে, তখন এটির গতিপথ বদলে যায় এবং নানা রংয়ে আলাদা হয়ে যায়৷

কোন বাধা না পাওয়া পর্যন্ত আলো আগাতে থাকে৷ কালো মেঘ আলো মূলত গিলে ফেলে৷ আর আপেক্ষিকতা তত্ত্বের জন্য আলবার্ট আইনস্টাইনকে ধন্যবাদ৷ এজন্যই আমরা জানি যে অন্য কোন কিছুই আলোর গতিতে ছুটতে পারে না৷

কর্নেলিয়া বর্মন/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ