1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকার

৩ জুন ২০১২

আগামী ১০ই জুন আল্টিমেটাম শেষ হওয়ার আগেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি৷ এর জবাবে আওয়ামী লীগ নেতারা বলেছেন আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী৷

Activists gather in front of the office of the main opposition party BNP in Naya Paltan, Dhaka, Bangladesh. Aufnahmeort: Dhaka, Afnahmedatum: 11.03.2012 Copyright: DW
ছবি: DW

বিএনপি আগামী ১০ই জুনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চায়৷ কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী৷ বিএনপি অনেক কিছুই দাবি করতে পারে৷ আলাপ আলোচনার মাধ্যমে এসব দাবি যৌক্তিক কিনা তা বিবেচনাও করা যেতে পারে ৷ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি'র নতুন কোন প্রস্তাব থাকলে তা নিয়ে আলোচনা করা যেতে পারে৷ তিনি মনে করেন নির্বাচন যত এগিয়ে আসবে সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব তত কমবে৷

তবে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন , তাঁরা নির্বাচন পদ্ধতি নিয়ে বিকল্প কোন প্রস্তাব দেবেন না৷ তাঁদের সাফ কথা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে৷ আর আলোচনা হতে পারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে সংবিধানে ফিরিয়ে আনা যায় তা নিয়ে৷

আর বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, কোন দেরী নয়, ১০ই জুনের মধ্যেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে৷ এর জবাবে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আরেক নাম ভয়-ভীতি৷ দেশের মানুষের মাঝে ভয়-ভীতি ফিরিয়ে আনা যায় না৷ নির্বাচন হবে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে৷

এদিকে, আদালতে ভাঙচুরের মামলায় এ্যাডভোকেট সানাউল্লহ মিয়াসহ বিএনপি পন্থী ২৫ জন আইনজীবিকে ১৯শে জুন পর্যন্ত জামিন দিয়েছেন ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ শহীদুল ইসলাম৷ তার আজ আদালতে আত্মমর্পন করলে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন৷ এর আগে উচ্চ আদালত তাঁদের ২রা জুন পর্যন্ত জামিন দিয়ে এরমধ্যে নিম্ন আদালতে তাদের হাজির হতে বলেছিল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ