নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করে সারা দেশে হৈচৈ ফেলে দেয়া হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী এবার ‘উলঙ্গ তত্ত্ব’ দিয়েছেন৷ ফেসবুকে পোস্ট হওয়া একটি ভিডিওতে আল্লামা শফীকে এই কথা বলতে শোনা যাচ্ছে৷
বিজ্ঞাপন
‘দ্বিতীয় আলো' নামের একটি ফেসবুক গ্রুপের দাবি যে আল্লামা শফী তাদেরকে এই সাক্ষাৎকার দিয়েছেন৷ এতে শফী গত ৫ মে রাতে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের সময় তাঁর কর্মীদের ওপর আক্রমণ নিয়ে কথা বলেন৷ তিনি বলেন, ঘুমন্ত অবস্থায়, জিকির-আজকার করার সময় এই আক্রমণ চালানো হয়েছে৷ এরপরই আল্লামা শফী বলেন, ‘‘নাস্তিকবাদীরা তিন-চার মাস পর্যন্ত উলঙ্গ উলঙ্গ হইয়া মহিলা-পুরুষ যেভাবে রাস্তার পর রাস্তা দখল করে যে কাজ করেছে, সবাই জানেন তাদেরকে গুলি করা হয় নাই কয়েক মাস পর্যন্ত৷ কিন্তু আমাদেরকে ২/৩ ঘণ্টা, আমি ফজরে যাইয়া বলে দিতাম যাও এখন তোমরা নিজ নিজ স্বগ্রামে চলে যাও, এই ২-৩ ঘণ্টা সময় আমাদেরকে দেয় নাই৷''
ঢাকা অবরোধের নামে হেফাজতের তাণ্ডব
রবিবার (০৫.০৫.১৩) ঢাকা অবরোধের নামে মতিঝিল এলাকায় প্রায় ৮ ঘণ্টা তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা৷
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/GettyImages
ঢাকা অবরোধের নামে তাণ্ডব
রবিবার (০৫.০৫.১৩) ঢাকা অবরোধের নামে মতিঝিল এলাকায় প্রায় ৮ ঘণ্টা তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা৷ এতে মতিঝিল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়৷ হেফাজতের কর্মীরা দোকানপাট, মার্কেট, বাণিজ্যিক ভবন, অফিস, গাড়ি সব কিছুতে আগুন ধরিয়ে দেয়৷
ছবি: Reuters
পুলিশের সঙ্গে সংঘর্ষ
হেফাজত যখন তাণ্ডব চালাচ্ছিল তখন পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়৷ মতিঝিল এলাকা পরিণত যুদ্ধক্ষেত্রে৷ শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, সেখানকার আবাসিক ভবনগুলোতে এক নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়৷
ছবি: Reuters
রাতে অভিযান
সমাবেশের জন্য বেঁধে দেয়া নির্ধারিত সময় বিকেল ৫টার পরও শাপলা চত্বরে থেকে যাওয়ার ঘোষণা দেয় হেফাজতের কর্মীরা৷ এরপর রাত আড়াইটার দিকে বিজিবি, ব়্যাব ও পুলিশের যৌথ বাহিনী মতিঝিলকে ঘিরে অভিযান শুরু করলে ১০ মিনিটের মধ্যেই হেফাজতের কর্মীরা পিছু হটে যায়৷
ছবি: Reuters
কাঁচপুরে অবস্থান
মতিঝিল থেকে পালিয়ে যাওয়ার পর হেফাজত কর্মীদের বড় একটি অংশ সোমবার (০৬.০৫.১৩) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর এবং সিদ্ধিরগঞ্জে অবস্থান নেয়৷ তারা সেখানে পুলিশ ফাঁড়িতে আগুন ও পুলিশের ওপর হামলা চালায়৷ (ফাইল ছবি)
ছবি: AFP/Getty Images
হামলার শিকার সংবাদমাধ্যম
হেফাজতের হামলা থেকে মুক্তি পায়নি গণমাধ্যমের কর্মীরাও৷ এছাড়া পল্টন এলাকায় অবস্থিত ব়্যাঙ্গস ভবনের ‘সকালের খবর’ পত্রিকা অফিসে আগুন দিয়েছে তারা৷
ছবি: Reuters
ভেঙে দেয়া হলো গণজাগরণ মঞ্চ
রবিবার রাতেই শাহবাগের গণজাগরণ মঞ্চের মঞ্চসহ সব কিছু সরিয়ে ফেলে পুলিশ৷ (ফাইল ফটো)
ছবি: picture-alliance/dpa
ধরপাকড়
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেফাজতের কর্মীদের আটক করে পুলিশ৷
ছবি: Reuters
১৩ দফা দাবি
কথিত নাস্তিক ব্লগারদের শাস্তি, ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করাসহ ১৩ দফা দাবিতে ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি পালন করে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম৷
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/GettyImages
8 ছবি1 | 8
আল্লামা শফী বলেন, ‘‘দ্বীন জিন্দা হোতা হে হার কারবালাকে বাদ৷'' তাই তিনি আশা করেন তাঁদের উপর আক্রমণ হলেও এখন তাঁরা জয়ী হবেন৷
দ্বিতীয় আলোতে এই সাক্ষাৎকারটি পোস্ট করার পর তার নীচে অনেকেই মন্তব্য করেছেন৷ আর ভিডিওটি শেয়ার হয়েছে প্রায় বারশো বার৷
নীল আকাশ নামে একজন লিখেছেন, ‘‘আর চারমাস পর ১৩ দফা নিয়া নাইমেন....তখন না নামলে আপনাকে জোর করে নামাবো৷''
রিদওয়ান রফি হোসেন লিখেছেন, ‘‘বাংলাদেশে না সারা বিশ্বে দ্বীন-এর বিজয় হবেই৷ কিন্তু সেটা শফী ভার্সন অফ দ্বীন না, যেটা বলে মেয়েদের চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াও....সে কি নতুন হাদীস দেয়া শুরু করছে নাকি (নাউজুবিল্লাহ)....আমাদের নবী চতুর্থ শ্রেণির কথা বলেনি....আর আয়েশা (রা:) যুদ্ধও ঘোষণা করেছেন৷ ইসলামের নতুন সংস্করণ বিজয়ী হবে না....১৪০০ বছরের পুরনো আসল ভার্সনই জয়ী হবে ইনশাল্লাহ৷''
জাহিদ জামান ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘‘মধ্যযুগের মানুষ শফী ভুলবশত এই যুগে চলে এসেছে; সেই ভুলের খেসারত দিতে হচ্ছে আমাদের৷''
এছাড়া আল্লামা শফীর সমর্থনেও অনেককে মন্তব্য করতে দেখা গেছে৷