1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শফীর এবার ‘উলঙ্গ’ তত্ত্ব

জাহিদুল হক২৩ জুলাই ২০১৩

নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করে সারা দেশে হৈচৈ ফেলে দেয়া হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী এবার ‘উলঙ্গ তত্ত্ব’ দিয়েছেন৷ ফেসবুকে পোস্ট হওয়া একটি ভিডিওতে আল্লামা শফীকে এই কথা বলতে শোনা যাচ্ছে৷

ছবি: Reuters

‘দ্বিতীয় আলো' নামের একটি ফেসবুক গ্রুপের দাবি যে আল্লামা শফী তাদেরকে এই সাক্ষাৎকার দিয়েছেন৷ এতে শফী গত ৫ মে রাতে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের সময় তাঁর কর্মীদের ওপর আক্রমণ নিয়ে কথা বলেন৷ তিনি বলেন, ঘুমন্ত অবস্থায়, জিকির-আজকার করার সময় এই আক্রমণ চালানো হয়েছে৷ এরপরই আল্লামা শফী বলেন, ‘‘নাস্তিকবাদীরা তিন-চার মাস পর্যন্ত উলঙ্গ উলঙ্গ হইয়া মহিলা-পুরুষ যেভাবে রাস্তার পর রাস্তা দখল করে যে কাজ করেছে, সবাই জানেন তাদেরকে গুলি করা হয় নাই কয়েক মাস পর্যন্ত৷ কিন্তু আমাদেরকে ২/৩ ঘণ্টা, আমি ফজরে যাইয়া বলে দিতাম যাও এখন তোমরা নিজ নিজ স্বগ্রামে চলে যাও, এই ২-৩ ঘণ্টা সময় আমাদেরকে দেয় নাই৷''

আল্লামা শফী বলেন, ‘‘দ্বীন জিন্দা হোতা হে হার কারবালাকে বাদ৷'' তাই তিনি আশা করেন তাঁদের উপর আক্রমণ হলেও এখন তাঁরা জয়ী হবেন৷

দ্বিতীয় আলোতে এই সাক্ষাৎকারটি পোস্ট করার পর তার নীচে অনেকেই মন্তব্য করেছেন৷ আর ভিডিওটি শেয়ার হয়েছে প্রায় বারশো বার৷

নীল আকাশ নামে একজন লিখেছেন, ‘‘আর চারমাস পর ১৩ দফা নিয়া নাইমেন....তখন না নামলে আপনাকে জোর করে নামাবো৷''

রিদওয়ান রফি হোসেন লিখেছেন, ‘‘বাংলাদেশে না সারা বিশ্বে দ্বীন-এর বিজয় হবেই৷ কিন্তু সেটা শফী ভার্সন অফ দ্বীন না, যেটা বলে মেয়েদের চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াও....সে কি নতুন হাদীস দেয়া শুরু করছে নাকি (নাউজুবিল্লাহ)....আমাদের নবী চতুর্থ শ্রেণির কথা বলেনি....আর আয়েশা (রা:) যুদ্ধও ঘোষণা করেছেন৷ ইসলামের নতুন সংস্করণ বিজয়ী হবে না....১৪০০ বছরের পুরনো আসল ভার্সনই জয়ী হবে ইনশাল্লাহ৷''

জাহিদ জামান ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘‘মধ্যযুগের মানুষ শফী ভুলবশত এই যুগে চলে এসেছে; সেই ভুলের খেসারত দিতে হচ্ছে আমাদের৷''

এছাড়া আল্লামা শফীর সমর্থনেও অনেককে মন্তব্য করতে দেখা গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য