আলৎসহাইমার রোগ নিয়ে ভয়
২১ জুলাই ২০১১আলৎসহাইমার - এক অদ্ভুত রোগ৷ এরোগ মস্তিষ্ককে দুর্বল করে দেয়, ভুলিয়ে দেয় চারপাশের পরিবেশ৷ স্মৃতিভ্রষ্ট হয়ে যায় মানুষ৷ আপনজনদের চিনতে পারেনা৷ ভুলে যায় নিজের ঠিকানা৷ সব মিলিয়ে এক অসহায় অবস্থা৷ আর তাই বেশি বয়সে ভুলোমনের চাপে মনে এই ভয়টা চট করে উঁকি দিয়ে যায়, এটা আলৎসহাইমার রোগের লক্ষণ নয় তো৷
মার্কিন আর ইউরোপীয় গবেষকদের এক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, আজকাল বহু মানুষ, এমনকি আলৎসহাইমার রোগের কোন লক্ষণ তাদের মধ্যে না থাকলেও পরীক্ষা করাতে চাচ্ছেন৷ তাদের গবেষণার ফল বুধবার উপস্থাপিত হল প্যারিসে আলৎসহাইমার সমিতির আন্তর্জাতিক সম্মেলনে৷ আর তা থেকে এই সত্যটাই ধরা পড়ে যে ডেমেনশিয়া বা স্মৃতিভ্রংশের এই সর্বাধিক প্রকাশিত রূপটি নিয়ে সর্বস্তরের বয়স্ক মানুষরা উদ্বিগ্ন৷ সারা দুনিয়ায় এখন প্রায় তিন কোটি ষাট লক্ষ মানুষ আলৎসহাইমার রোগে আক্রান্ত৷
বিভিন্ন সাম্প্রতিক গবেষণা থেকে দেখা গেছে, লক্ষণগুলো স্পষ্ট হবার অন্তত এক দশক আগে এরোগ বাসা বাঁধতে শুরু করে৷ বিজ্ঞানীদের অনেকেই তাই মনে করেন, আগেভাগে পরীক্ষা করিয়ে নিলে তা পরবর্তী সময়ে চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে৷ সামনের গুরুতর চাপের জন্য প্রস্তুত হতে পারবে পরিবারের লোকজন৷
অ্যামেরিকার হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেল্থ এবং আলৎসহাইমার ইউরোপ'এর গবেষকরা জার্মান ওষুধ কোম্পানি বায়ার-এর অর্থানুকুল্যে এক টেলিফোন সমীক্ষা চালান৷ এই সমীক্ষার আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, স্পেন আর পোল্যান্ডে ১৮ বছর ও তার বেশি বয়সের ২,৬৭৮ জনকে প্রশ্ন করা হয়৷ উল্লেখ্য, বায়ার কোম্পানি রোগের আশু লক্ষণ চিহ্নিত করার পরীক্ষা পদ্ধতি বের করার চেষ্টা করছে৷
সমীক্ষার ফল থেকে দেখা গেছে, ৮৫ শতাংশেরও বেশি উত্তরদাতা জানান, বিভ্রান্তি বা স্মৃতি দুর্বল হয়ে পড়ার লক্ষণ দেখা দিলে তারা ডাক্তারের শরণ নেবেন৷ চুরানব্বই শতাংশেরও বেশি জানান, পরিবারের কোন নিকটজনের জন্যও তাঁরা একই কাজ করবেন অর্থাৎ ডাক্তারের পরামর্শ নেবেন৷ ক্যান্সার, হৃদরোগ ও স্ট্রোক সহ সাতটি রোগের একটি তালিকা থেকে সবচেয়ে ভয় তাদের কোন রোগ নিয়ে, তা চিহ্নিত করতে বলা হলে সংশ্লিষ্ট পাঁচটি দেশের চারটির প্রায় এক-চতুর্থাংশ উত্তরদাতা জানান, সবচেয়ে বেশি ভয় তাদের আলৎসহাইমার নিয়ে৷
সমীক্ষাধীন অনেকেই জানান, আলৎসহাইমার রোগে আক্রান্ত কাউকে না কাউকে তারা দেখেছে৷ ফ্রান্সে এই সংখ্যা ৭০ শতাংশ, জার্মানিতে ৭৩ শতাংশ, স্পেনে ৭৭ শতাংশ, মার্কিন যুক্তরাষ্ট্রে ৭৩ এবং পোল্যান্ডে ৫৪ শতাংশ৷ আর প্রতি ১০ জনের মধ্যে ৪ জনই জানান, তার পরিবারের একজন আলৎসহাইমার রোগে আক্রান্ত৷
এখনও পর্যন্ত এরোগের লক্ষণ চিহ্নিত করার উপযোগী কোন নির্ভরযোগ্য মেডিকেল টেস্ট নেই৷ বায়ার, এলি লিলি, জেনারেল ইলেকট্রিক-এর মত কোম্পানিগুলো এমন ছবি তোলার পদ্ধতি উদ্ভাবন করতে সচেষ্ট যার মধ্য দিয়ে মস্তিষ্কে আলৎসহাইমার-এর প্রাথমিক লক্ষণগুলো সনাক্ত করা সম্ভব হবে৷
প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক
সম্পাদনা: সঞ্জীব বর্মন