1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলৎসহাইমার রোগ নিয়ে ভয়

২১ জুলাই ২০১১

কোন্ রোগটা নিয়ে মানুষের সবচেয়ে বেশি ভয়? একবাক্যেই বলতে হবে, ক্যান্সার৷ তার পরের স্থানে রয়েছে যে-ব্যাধি তার নাম আলৎসহাইমার৷এখন অনেকেই তাই আগেভাগে পরীক্ষা করিয়ে নিতে চান৷

আলৎসহাইমার রোগের উৎস খুঁজছেন বিজ্ঞানীরাছবি: picture alliance/dpa

আলৎসহাইমার - এক অদ্ভুত রোগ৷ এরোগ মস্তিষ্ককে দুর্বল করে দেয়, ভুলিয়ে দেয় চারপাশের পরিবেশ৷ স্মৃতিভ্রষ্ট হয়ে যায় মানুষ৷ আপনজনদের চিনতে পারেনা৷ ভুলে যায় নিজের ঠিকানা৷ সব মিলিয়ে এক অসহায় অবস্থা৷ আর তাই বেশি বয়সে ভুলোমনের চাপে মনে এই ভয়টা চট করে উঁকি দিয়ে যায়, এটা আলৎসহাইমার রোগের লক্ষণ নয় তো৷

মার্কিন আর ইউরোপীয় গবেষকদের এক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, আজকাল বহু মানুষ, এমনকি আলৎসহাইমার রোগের কোন লক্ষণ তাদের মধ্যে না থাকলেও পরীক্ষা করাতে চাচ্ছেন৷ তাদের গবেষণার ফল বুধবার উপস্থাপিত হল প্যারিসে আলৎসহাইমার সমিতির আন্তর্জাতিক সম্মেলনে৷ আর তা থেকে এই সত্যটাই ধরা পড়ে যে ডেমেনশিয়া বা স্মৃতিভ্রংশের এই সর্বাধিক প্রকাশিত রূপটি নিয়ে সর্বস্তরের বয়স্ক মানুষরা উদ্বিগ্ন৷ সারা দুনিয়ায় এখন প্রায় তিন কোটি ষাট লক্ষ মানুষ আলৎসহাইমার রোগে আক্রান্ত৷

বেশি বয়সে অনেকের ক্ষেত্রেই স্মৃতিভ্রষ্ট হওয়ার আশঙ্কা বেড়ে যায়ছবি: Odilon Dimier/6PA/MAXPPP

বিভিন্ন সাম্প্রতিক গবেষণা থেকে দেখা গেছে, লক্ষণগুলো স্পষ্ট হবার অন্তত এক দশক আগে এরোগ বাসা বাঁধতে শুরু করে৷ বিজ্ঞানীদের অনেকেই তাই মনে করেন, আগেভাগে পরীক্ষা করিয়ে নিলে তা পরবর্তী সময়ে চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে৷ সামনের গুরুতর চাপের জন্য প্রস্তুত হতে পারবে পরিবারের লোকজন৷

অ্যামেরিকার হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেল্থ এবং আলৎসহাইমার ইউরোপ'এর গবেষকরা জার্মান ওষুধ কোম্পানি বায়ার-এর অর্থানুকুল্যে এক টেলিফোন সমীক্ষা চালান৷ এই সমীক্ষার আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, স্পেন আর পোল্যান্ডে ১৮ বছর ও তার বেশি বয়সের ২,৬৭৮ জনকে প্রশ্ন করা হয়৷ উল্লেখ্য, বায়ার কোম্পানি রোগের আশু লক্ষণ চিহ্নিত করার পরীক্ষা পদ্ধতি বের করার চেষ্টা করছে৷

মস্তিষ্কের রহস্য সম্পর্কে জ্ঞান অর্জনের চেষ্টা চলছেছবি: DW-TV

সমীক্ষার ফল থেকে দেখা গেছে, ৮৫ শতাংশেরও বেশি উত্তরদাতা জানান, বিভ্রান্তি বা স্মৃতি দুর্বল হয়ে পড়ার লক্ষণ দেখা দিলে তারা ডাক্তারের শরণ নেবেন৷ চুরানব্বই শতাংশেরও বেশি জানান, পরিবারের কোন নিকটজনের জন্যও তাঁরা একই কাজ করবেন অর্থাৎ ডাক্তারের পরামর্শ নেবেন৷ ক্যান্সার, হৃদরোগ ও স্ট্রোক সহ সাতটি রোগের একটি তালিকা থেকে সবচেয়ে ভয় তাদের কোন রোগ নিয়ে, তা চিহ্নিত করতে বলা হলে সংশ্লিষ্ট পাঁচটি দেশের চারটির প্রায় এক-চতুর্থাংশ উত্তরদাতা জানান, সবচেয়ে বেশি ভয় তাদের আলৎসহাইমার নিয়ে৷

সমীক্ষাধীন অনেকেই জানান, আলৎসহাইমার রোগে আক্রান্ত কাউকে না কাউকে তারা দেখেছে৷ ফ্রান্সে এই সংখ্যা ৭০ শতাংশ, জার্মানিতে ৭৩ শতাংশ, স্পেনে ৭৭ শতাংশ, মার্কিন যুক্তরাষ্ট্রে ৭৩ এবং পোল্যান্ডে ৫৪ শতাংশ৷ আর প্রতি ১০ জনের মধ্যে ৪ জনই জানান, তার পরিবারের একজন আলৎসহাইমার রোগে আক্রান্ত৷

এখনও পর্যন্ত এরোগের লক্ষণ চিহ্নিত করার উপযোগী কোন নির্ভরযোগ্য মেডিকেল টেস্ট নেই৷ বায়ার, এলি লিলি, জেনারেল ইলেকট্রিক-এর মত কোম্পানিগুলো এমন ছবি তোলার পদ্ধতি উদ্ভাবন করতে সচেষ্ট যার মধ্য দিয়ে মস্তিষ্কে আলৎসহাইমার-এর প্রাথমিক লক্ষণগুলো সনাক্ত করা সম্ভব হবে৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ