1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আল-আকসা থেকে ৩৫০ জনের বেশি গ্রেপ্তার’

৫ এপ্রিল ২০২৩

বুধবার ভোরে জেরুসালেমের আল-আকসা মসজিদ কমপ্লেক্সে সংঘর্ষের পর ইসরায়েলের পুলিশ সাড়ে তিনশজনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন৷

ফিলিস্তিনিরা সম্ভাব্য পশু জবাইয়ের বিষয়টি প্রত্যাখ্যান করেন
ফিলিস্তিনিরা সম্ভাব্য পশু জবাইয়ের বিষয়টি প্রত্যাখ্যান করেনছবি: AHMAD GHARABLI/AFP/Getty Images

এক বিবৃতিতে পুলিশ জানায়, তারা ‘সাড়ে তিনশজনের বেশি ব্যক্তি যারা নিজেদের সহিংসভাবে মসজিদের ভেতর ব্যারিকেড দিয়ে রেখেছিল তাদের গ্রেপ্তার ও সেখান থেকে সরিয়ে দিয়েছেন'৷ 

গ্রেপ্তারকৃতদের মধ্যে ‘মুখোশ পরা ব্যক্তি এবং পাথর নিক্ষেপ করা ব্যক্তি এবং মসজিদকে অপবিত্র করা ব্যক্তিরা আছেন' বলেও বিবৃতিতে জানানো হয়৷

অন্য এক বিবৃতিতে ইসরায়েলের পুলিশ জানিয়েছে, ‘মুখোশধারী আন্দোলনকারীরা' মসজিদের ভেতর নিজেদের ব্যারিকেড দেয়ায় পুলিশ মসজিদে ঢুকেছিল৷ কিছু মুসল্লি তাদের দিকে পাথর নিক্ষেপ করে এবং আতশবাজি পোড়ায় বলেও জানান তারা৷

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা ‘কয়েক ডজন' মুসল্লির আহত হওয়ার কথা জানিয়েছে৷ আর রাবার বুলেটের আঘাতে সাতজন ফিলিস্তিনির আহত হওয়ার কথা জানিয়েছেফিলিস্তিনের রেডক্রিসেন্ট৷

মুসলমানদের এখন রোজা চলছে৷ এরইমধ্যে বুধবার সন্ধ্যা থেকে ইহুদিদের ‘পাসওভার' শুরু হচ্ছে৷ চলবে আটদিন৷ 

ইসরায়েল ও ফিলিস্তিনের গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ইসরায়েলি বাহিনীকে রাইফেলের বাট ও লাঠিসোঁটা দিয়ে মসজিদ কমপ্লেক্সের ভেতর মুসল্লিদের মারতে দেখা গেছে৷

ইসরায়েলের ‘হারেৎস' পত্রিকা জানিয়েছে, ‘‘রোজার নামাজের পর কয়েকশ মুসল্লি আল-আকসা মসজিদে নিজেদের ব্যারিকেড দেয়ার পর সংঘর্ষ হয়েছে৷ প্রায় এক ঘণ্টা পর পুলিশ শান্তিপূর্ণভাবে মুসল্লিদের সরাতে থাকে৷ কিন্তু এক ডজনের মতো মুখোশ পরা মুসল্লি মসজিদের ভেতর থেকে যান৷ তাদের সরাতে দাঙ্গা পুলিশ স্টান গ্রেনেড ব্যবহার করেছে বলে খবর পাওয়া গেছে৷''

হারেৎস বলছে, বুধবার পাসওভার শুরুকে ঘিরে কিছু ইহুদি অ্যাক্টিভিস্ট মসজিদ কমপ্লেক্সে একটি পশু জবাই করতে চাইলে উত্তেজনা বেড়ে যায়৷

ফিলিস্তিনিরা সম্ভাব্য পশু জবাইয়ের বিষয়টি প্রত্যাখ্যান করেন, কারণ এটা মসজিদ কমপ্লেক্সের ভেতর ইহুদিদের প্রার্থনা বলে বিবেচিত হবে৷

মঙ্গলবার একজন শীর্ষস্থানীয় ইসরায়েলি রাব্বি পশু জবাই ঠেকাতে স্থানীয় এলাকা থেকে পশু বিক্রিতে বাধা দেন৷

মসজিদ কমপ্লেক্সে সংঘাতের পর গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করা হয়৷ ইসরায়েলের ডিফেন্স ফোর্স মোট নয়টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে৷ এরমধ্যে চারটি আটকে দেয়া হয়, আর চারটি ‘খোলা জায়গায়' পড়েছে বলে জানানো হয়েছে৷

পশ্চিম তীর নিয়ন্ত্রণ করা প্যালেস্টিনিয়ান অথোরিটি পিএ আল-আকসা মসজিদে সংঘাতের সমালোচনা করেছে৷

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনেহ বলেন, ‘‘আমরা পবিত্র স্থানগুলোতে লাল রেখা অতিক্রম করার বিরুদ্ধে দখলদারদের সতর্ক করছি, যা একটি বড় বিস্ফোরণ ঘটাবে৷''

সৌদি আরব, জর্ডান ও মিশরও মসজিদ কমপ্লেক্সে ইসরায়েলি পুলিশের নেয়া পদক্ষেপের সমালোচনা করে বিবৃতি প্রকাশ করেছে৷

এদিকে গাজার নিয়ন্ত্রক হামাসের সশস্ত্র বাহিনী পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ‘আল-আকসা মসজিদ রক্ষায় সেখানে যেতে বলেছে'৷ যুক্তরাষ্ট্র, ইইউ, জাপান ও আরও কয়েকটি দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে৷

সম্প্রতি দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে সংঘাত বেড়েছে৷ মুসলমানদের রোজা, ইহুদিদের পাসওভার ও খ্রিস্টানদের ইস্টার একই সময়ে পড়ায় এই মাসে উত্তেজনা থাকবে বলে আশঙ্কা করা হয়েছিল৷

জেরুসালেমের টেম্পল পাহাড় ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের কাছে পবিত্র স্থান বলে বিবেচিত৷ টেম্পল পাহাড়ের ‘ওয়েস্টার্ন ওয়াল' ইহুদিদের কাছে সবচেয়ে পবিত্র স্থান৷

মুসলমানদের কাছে টেম্পল পাহাড় ‘হারাম আল-শরিফ' নামে পরিচিত, যার মধ্যে ডোম অফ দ্য রক ও আল-আকসা মসজিদ রয়েছে৷ স্থানটি মুসলমানরা পরিচালনা করে থাকে৷ আর নিরাপত্তার দায়িত্বে আছে ইসরায়েলি বাহিনী৷

জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ