1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধে ইরাক

৬ জানুয়ারি ২০১৪

ইরাকে আল-কায়েদার সঙ্গে সেনাবাহিনীর যু্দ্ধে ৩৪ জন নিহত হয়েছে৷ এ যুদ্ধে ইরাককে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান৷ তবে যুক্তরাষ্ট্র জানিায়েছে, তারা ইরাকে আর সেনাবাহিনী পাঠানোর কথা ভাবছে না৷

Irak Falludscha 4.1.2014
ছবি: Reuters

২০১১ সালে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়ার পর থেকেই ইরাকে জাতিগত সংঘাত বাড়ছে৷ সম্প্রতি এ সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে৷ ইরাকের সেনাবাহিনী আদিবাসীদের সঙ্গে নিয়ে আল-কায়েদার ঘাঁটিগুলো নির্মূলে নেমেছে৷ রোববার সেনাবাহিনী সুন্নি অধ্যুষিত আনবার প্রদেশে আল-কায়েদার ঘাঁটিতে বিমান হামলা চালায়৷ হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়৷ অন্যদিকে শিয়া অধ্যুষিত রাজধানী বাগদাদে পাল্টা বোমা হামলায় মারা গেছে ২০ জন৷

ইরাকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র৷ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আল-কায়েদা বিরোধী যুদ্ধে সহায়তার আশ্বাস দিলেও পাশাপাশি এ কথাও বলেছেন যে, এ যুদ্ধে তার দেশ সেনাবাহিনী পাঠানোর কথা ভাবছে না৷ প্রতিবেশি দেশ ইরানও ইরাকের প্রতি সহযোগীতার হাত বাড়ানোর আশ্বাস দিয়েছে৷ ইরানের সিনিয়র সামরিক কর্মকর্তা জেনারেল মোহাম্মদ হেফাজি বলেন, ইরাক থেকে আল-কায়েদা জঙ্গীদের নির্মূল করার লড়াইয়ে তাঁর দেশ সহযোগীতা করতে প্রস্তুত৷

এদিকে আনবারে বিমান যোগে বোমা হামলার দৃশ্যের একটি ভিডিও প্রকাশ করেছে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ ভিডিও চিত্রে আল-কায়েদার গুপ্ত ঘাঁটিতে একটি গাড়ির চার পাশে কিছু লোককে জড়ো হতে দেখা যায়৷ বোমা হামলা শুরু হওয়ার পরই লোকগুলো দৌড়ে অদৃশ্য হয়ে যায়৷

আল-কায়েদার বিরুদ্ধে চলমান এ লড়াইয়ে ইরাকি জনগণের সহায়তা চেয়েছে সরকার৷ সোমবার ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি ফাল্লুজার অধিবাসীদের সেখান থেকে আল-কায়েদা জঙ্গিদের বিতাড়িত করার অনুরোধ জানিয়েছেন৷ গত সপ্তাহে ফাল্লুজা দখল করে নেয় আল-কায়েদা জঙ্গিরা৷

এসিবি/ডিজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ