1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আল-কায়েদা দুর্বল হলেও বিশ্ব আশঙ্কামুক্ত নয়'

২ মে ২০১২

ওসামা বিন লাদেনের মৃত্যুর পর সাংগঠনিকভাবে আল-কায়েদা যথেষ্টই দুর্বল হয়ে গেছে৷ বিশেষ করে বড় ধরনের কোনো নতুন কর্মতৎপরতা শুরু করার জন্য যে বিপুল অর্থনৈতিক সামর্থ্যের প্রয়োজন, তারও হয়তো কিছুটা ঘাটতি দেখা দিয়েছে৷

ছবি: Picture-Alliance/dpa

জঙ্গি সংগঠন আল-কায়েদা'র প্রধান ওসামা বিন লাদেন হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলো৷ মূল নেতাকে হারিয়ে কেমন আছে এখন সংগঠনটি? এই প্রশ্নের উত্তরে আল-কায়েদার সাংগঠনিক দুর্বলতা এবং অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷

তাঁর মতে, বিন লাদেন'কে হারিয়ে আল-কায়েদা চাপে পড়েছে৷ তাই, এই এক বছরে সংগঠনটির কর্মতৎপরতা ছিল কম৷ তবে, দুর্বল হয়ে এলেও সংগঠনটিকে নিয়ে একেবারে আশঙ্কা মুক্ত হওয়া যাবে না বলেই মনে করছেন তিনি৷

মার্কিন বিশেষ বাহিনীর হামলায় গত বছর ২রা মে পাকিস্তানের অ্যাবোটাবাদে নিহত হয় ওসামা বিন লাদেন৷ তাকে হত্যার এক বছর পূর্তির দিনটিকে বিশেষভাবে স্মরণ করছে অ্যামেরিকা৷ দেশটির কর্তাব্যক্তিরা বলছে, ৯/১১ এর হামলার মূল হোতা লাদেন'কে হত্যা করে অনেকটাই ভারমুক্ত হয়েছে অ্যামেরিকা৷

বাংলাদেশও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেছবি: AP

তবে, ড. ইমতিয়াজ আরো মনে করেন, আল কায়েদা এখন আপাত অর্থে দুবর্ল অবস্থায় আছে বটে৷ কিন্তু একই ধরণের মতাদর্শে বিশ্বাস করে – এমন সংগঠনের সাথে মিলে আল-কায়েদার নতুন কোনো পরিকল্পনার সম্ভাবনাও একবারে উড়িয়ে দেয়া উচিত হবে না৷

বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থী হামলা...

ধর্মীয় উগ্রপন্থী রাজনৈতিক সংগঠনের নামে বাংলাদেশেও গত এক দশকে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে৷ কিন্তু এসব সংগঠনের কার্যক্রম গত কিছুদিন হঠাৎ করেই একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে৷

এই বিষয়টি নিয়ে অধ্যাপক ইমতিয়াজ বলেন, ‘‘একটি সময়ে সারা দেশে তারা হামলা করল, তারা অনেক সক্রিয় ছিল৷ কিন্তু হঠাৎ করেই তারা এখন নিস্ক্রিয়৷ এই বিষয়টির কোনো কারণ কিন্তু এখনো স্পষ্ট জানা যায় নি৷'

তিনি বলেন, ‘‘তারা যখন সক্রিয় ছিল, কেন সক্রিয় ছিল, আর এখন যে সক্রিয় নেই – কেন নেই এ বিষয়ে ভালো করে অনুসন্ধান হওয়া উচিত৷ কিন্তু সেটি হচ্ছে না৷''

প্রতিবেদন: আফরোজো সোমা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ