1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আল কায়েদা প্রায় পরাজিত, কিন্তু আমরা সদা সতর্ক’- ওবামা

১১ সেপ্টেম্বর ২০১১

ফিরে এল সেই নাইন ইলেভেন আবারও৷ দশ বছর পার হয়েছে৷ কিন্তু এই দিনটির ভয়াবহতা আজও অম্লান৷ কড়া সতর্কতার মধ্যে অ্যামেরিকায় পালিত হচ্ছে এই বিষাদের দিনটি৷

গ্রাউন্ড জিরো দশ বছর পরেছবি: picture-alliance/dpa

২০০১ সালের নয় এগারো৷ গোটা বিশ্বের রাজনৈতিক এবং সন্ত্রাসবাদী চরিত্রকে বদলে দিয়েছিল এই একটি দিন৷ যে বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবটাবাদে বিশেষ অপারেশন চালিয়ে খতম করতে সাফল্য পেয়েছে বারাক ওবামার প্রশাসন, সেই লাদেনেরই মাস্টার মাইন্ড ২০০১ সালে অ্যামেরিকা সহ গোটা দুনিয়াকেই কাঁপিয়ে দিয়েছিল৷ সেদিন নিউ ইয়র্কের টুইন টাওয়ারকে বিমান দিয়ে ধ্বংস করে দেয় আল কায়েদা৷ প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়৷ হামলা হয়েছিল মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগনেও৷

১০ বছর পরেও কিন্তু সন্ত্রাসের শঙ্কা কমেনি অ্যামেরিকার৷ ২০১১ সালে পৌঁছেও মার্কিন যুক্তরাষ্ট্র সেই শঙ্কাতেই রয়েছে যে, তার প্রমাণ দেখা গেছে নয় এগারো আসার কয়েকদিন আগে থেকেই৷ আশঙ্কা আবারও জঙ্গি হানার৷ যে কারণে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে৷ চিরুণি তল্লাশি চলছে সর্বত্র৷ যেকোন ছোটখাটো সন্দেহের ঘটনাতেও বেশি মাত্রায় সতর্কতা দেখাচ্ছে পুলিশ৷

নয় এগারোর হামলা যেখানে হয়েছিল, সেই গ্রাউন্ড জিরোতে শুরু হয়ে গেছে নিহতদের পরিবারবর্গদের নিয়ে স্মরণ অনুষ্ঠান৷ রবিবার সারাদিনই সেসব অনুষ্ঠান নানা ভাবে গোটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গাতেই চলবে৷ ৯/১১ - র দশ বছর পূর্তি উপলক্ষ্যে একটি বিশেষ স্মৃতিস্তম্ভ উন্মোচিত হল এইদিনে৷ তাছাড়া প্রতি বছর যেমন হয়, ৯/১১ -র হামলা যে সময়ে হয়েছিল, সেই সময়ে শুরু হয়ে অনুষ্ঠানে নিহতদের নামের তালিকা পাঠ করা হয়৷ সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ সস্ত্রীক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে৷ ছিলেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামা৷ নিহতদের পরিবারবর্গের সঙ্গে প্রাক্তন ও বর্তমান দুই প্রেসিডেন্টের পরিবার মিলিত হন একে একে৷ অনেকেরই চোখের জল বাঁধ মানেনি৷

প্রাক্তন ও বর্তমান দুই রাষ্ট্রপতি মিলিত হচ্ছেন ৯/১১ তে নিহতদের পরিবারবর্গের সঙ্গেছবি: picture alliance/dpa

৯/১১ -র সন্ত্রাসী হামলার ঘটনার পরে ১০ বছর পার হয়ে গেলেও এর মাঝে বহুকিছু ঘটেছে গোটা বিশ্বে৷ ইরাক যুদ্ধ, আফগানিস্তানে তালেবান উৎখাত থেকে শুরু করে দুনিয়ার বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদের নতুন অভ্যুদয় ঘটেছে৷ প্রধান সন্ত্রাসী সংগঠন হিসেবে আল কায়েদার প্রতিষ্ঠাও এই সময়েরই অবদান৷

নতুন শতকের দ্বিতীয় বছরেই দুনিয়া বদলে দেওয়া ঘটনার খলনায়ক ওসামা বিন লাদেনের সংগঠনের বাড়বাড়ন্তকে নিয়ন্ত্রণ করতে অ্যামেরিকা সহ তার মিত্রশক্তিরা দুনিয়ার বিভিন্ন এলাকায় বদ্ধমূল৷

৯/১১ -র দশ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেও নতুন সন্ত্রাসী হামলার দুশ্চিন্তাও কিন্তু অ্যামেরিকার পিছু ছাড়েনি৷ প্রেসিডেন্ট বারাক ওবামা সন্ত্রাসবাদকে দমন করতে তাঁর দৃঢ় প্রজ্ঞার কথা জানিয়েছেন৷ ৯/১১-র ১০ বছর পূর্তিতে তিনি সেইদিনের হামলা যে তিনটি জায়গায় হয়েছিল, তার সবগুলিই পরিদর্শন করছেন৷ গ্রাউন্ড জিরোর অনুষ্ঠানে তিনি থেকেছেন প্রায় পুরো সময়টাই৷

শনিবার রাতে ওবামা জানান, আল কায়েদা এখন প্রায় পরাজিত৷ আর অ্যামেরিকা সতর্ক আছে৷ শত্রু যে আবার হামলা চালাবার চেষ্টা করতে পারে, সে বিষয়ে আমরা সতর্ক, বলেছেন ওবামা৷ কিন্তু, তাদের সমূলে শেষ করার বিষয়েও আমরা সদা সচেষ্ট৷

আল কায়েদা প্রায় পরাজিত এই মন্তব্যের পাশপাশি, ৯/১১-র হামলার ১০ বছর পরেও সতর্কতা কিন্তু ছাড়তে পারেনি অ্যামেরিকা৷ সেটা বোধহয় তাদের মজ্জাগত হয়ে গেছে এই ৯/১১ উত্তর বিশ্বে৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : রিয়াজুল ইসলাম

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ