আল জাজিরার প্রতিবেদন অনলাইন থেকে সরাতে বললো হাইকোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১
এক রিটের পরিপ্রেক্ষিতে আল জাজিরার তথ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' অনলাইন থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ এ বিষয়ে ছয় অ্যামিকাস কিউরির পাঁচজনই ‘রিট গ্রহণযোগ্য নয়’ বলে মত দিয়েছিলেন৷
বিজ্ঞাপন
বুধবার এ আদেশ দেয় বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, আদালতের আদেশে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' ইন্টারনেটে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বলা হয়েছে৷
৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন।
রিট আবেদনটি গ্রহণযোগ্য কিনা এবং আদালত একটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিতে পারে কিনা, এ বিষয়ে ছয় জন অ্যামিকাস কিউরির মতামত জানতে চেয়েছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, কামাল উল আলম, প্রবীর নিয়োগী, শাহদীন মালিক এবং আব্দুল মতিন খসরু ছিলেন এই ক্ষেত্রে অ্যামিকাস কিউরি৷
১৫ ফেব্রুয়ারি তাদের মত শোনে আদালত৷ আব্দুল মতিন খসরু ছাড়া বাকি পাঁচ জনই রিট আবেদনকারীর সংক্ষুব্ধ হওয়ার ‘যৌক্তিকতা নেই' এবং রিটটি ‘গ্রহণযোগ্য নয়' বলে মত দেন৷ আব্দুল মতিন খসরু আবেদনটির গ্রহযোগ্যতার বিষয়ে মত না দিলেও বলেছেন, যেহেতু এ তথ্যচিত্রটি প্রচারের মাধ্যমে একটা ‘আঘাত' এসেছে, আদালত চাইলে এ বিষয়ে আদেশ দিতে পারে।
বুধবার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিনের বক্তব্য শুনে এ বিষয় নিষ্পত্তি করে আদেশ দেয় আদালত৷ বাংলাদেশে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধের বিষয়ে কোনো আদেশ না দিলেও তথ্যচিত্রটি ইন্টারনেট থেকে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে৷
রাষ্ট্রপতির ক্ষমা: জিয়াউর রহমান থেকে আব্দুল হামিদ
সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি একজন আসামিকে সাধারণ ক্ষমা করতে পারেন৷ অতীতে রাজনৈতিক বিবেচনায় কয়েকজন আসামিকে দেয়া মুক্তি আলোচনার জন্ম দিয়েছে৷
ছবি: bdnews24.com
শফিউল আলম প্রধান
১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে সাত ছাত্রকে গুলি করে হত্যা করা হয়৷ ঐ মামলার বিচারে তৎকালীন ছাত্রলীগ নেতা শফিউল আলম প্রধানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল বলে ২০১৯ সালে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেনের লেখা এক প্রবন্ধ থেকে জানা যায়৷ পরে ১৯৭৮ সালে জিয়াউর রহমান তার দণ্ডাদেশ মওকুফ করে দেন বলেও প্রবন্ধে উল্লেখ করা হয়৷ প্রবন্ধটি পড়তে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: Youtube/Boishakhi TV News
আবুল কাসেম মানিক
রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ক্ষমা পেয়েছিলেন তিনি৷ পুরান ঢাকার দুই ব্যবসায়ী আবদুল খালেক রানা ও ফিরোজ আল মামুন হত্যা মামলায় তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছিল৷ একই মামলায় ২৮ জনকে ফাঁসি দেয়া হয়েছিল৷ ১৯৮২ সালে দুজনের ফাঁসি কার্যকর হয়৷ আবুল কাসেম মানিক ১৯৮৭ সালে আত্মসমর্পণ করেন৷ পরে এরশাদ তাকে ক্ষমা করে দেন৷
ছবি: Getty Images/AFP/M. Abed
মহিউদ্দিন জিন্টু
পুরান ঢাকার দুই ব্যবসায়ী হত্যা মামলায় ফাঁসি হওয়া আসামিদের একজন ছিলেন জিন্টু৷ বিদেশে পালিয়ে থেকে ২০০৫ সালে দেশে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন৷ তারপর রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ তাকে ক্ষমা করে দেন৷ জানা যায়, পালিয়ে গিয়ে তিনি সুইডেনে ছিলেন৷ সেখান বিএনপির সুইডেন শাখার সভাপতির দায়িত্বও পালন করেন জিন্টু৷
ছবি: picture-alliance/AP Photo/A. Nabil
একসঙ্গে ২০ জনকে ক্ষমা
নাটোরে ২০০৪ সালে তৎকালীন সরকারের ভূমি উপমন্ত্রী রুহুল কদ্দুস তালুকদার দুলুর ভাতিজা যুবদল নেতা সাব্বির আহম্মদ গামাকে হত্যা করা হয়৷ ঐ মামলায় ২০০৬ সালে ২১ জনের বিরুদ্ধে ফাঁসির রায় হয়৷ ২০১০ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০ জনকে ক্ষমা করে দেন৷ একজন আসামি পলাতক ছিলেন৷
ছবি: The Daily Star
এএইচএম বিপ্লব
২০১৪ সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদকে জানান, গত পাঁচ বছরে ২৬ জন ফাঁসির দণ্ড পাওয়া আসামির সাজা মওকুফ করেছেন রাষ্ট্রপতি৷ এদের একজন লক্ষ্মীপুর আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে বিপ্লব৷ ২০০০ সালে লক্ষ্মীপুর বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে তার বিরুদ্ধে এই রায় হয়৷ ২০১১ সালে রাষ্ট্রপতি তাকে ক্ষমা করেন৷ পরে আরেক হত্যা মামলায় তার যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করা হয়৷ ২০১৮ সালে তিনি মুক্ত হন৷
ছবি: Prothom
আসলাম ফকির
ফরিদপুরের আসলাম ফকির ২০০৩ সালে এ কে এম সাহেদ আলীকে হত্যা করেন৷ সেজন্য তার মৃত্যুদণ্ড হয়৷ ২০১৪ সালে মৃত্যুদণ্ড কার্যকরের আগের দিন তিনি এমন আচরণ শুরু করেন, কারাগারের নথির ভাষায় যা ছিল ‘অস্বাভাবিক’ বা ‘অসুস্থতা’৷ ফলে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়৷ ২০১৫ সালে তার প্রাণভিক্ষার আবেদন গ্রহণ করে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়৷ ২০১৭ সালে তিনি মুক্তি পান৷ গতবছর আবারও এক হত্যা মামলার প্রধান আসামি হন তিনি৷
ছবি: Prothom Alo
তোফায়েল আহমেদ জোসেফ
১৯৯৬ সালে ফ্রিডম পার্টির নেতা মোস্তফা হত্যা মামলায় ২০০৪ সালে জোসেফকে মৃত্যুদণ্ড দিয়েছিল ঢাকার জজ আদালত৷ ২০১৫ সালে আপিল বিভাগ তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়৷ এরপর ২০১৮ সালের মে মাসে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ক্ষমা পেয়ে তিনি মুক্তি পান৷ সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘‘তিনি আবেদন করেছিলেন ভয়ানক অসুস্থ, তার এক কিংবা দেড় বছর বাকি ছিল সাজা ভোগের৷ সেটার জন্য তিনি মারসি পিটশন করেছিলেন৷’’