1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আল জাজিরার প্রতিবেদন অনলাইন থেকে সরাতে বললো হাইকোর্ট

১৭ ফেব্রুয়ারি ২০২১

এক রিটের পরিপ্রেক্ষিতে আল জাজিরার তথ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' অনলাইন থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ এ বিষয়ে ছয় অ্যামিকাস কিউরির পাঁচজনই ‘রিট গ্রহণযোগ্য নয়’ বলে মত দিয়েছিলেন৷

বাংলাদেশে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধের বিষয়ে কোনো আদেশ না দিলেও তথ্যচিত্রটি ইন্টারনেট থেকে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে৷
বাংলাদেশে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধের বিষয়ে কোনো আদেশ না দিলেও তথ্যচিত্রটি ইন্টারনেট থেকে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে৷ছবি: youtube.com/Al Jazeera English

বুধবার এ আদেশ দেয় বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, আদালতের আদেশে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' ইন্টারনেটে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বলা হয়েছে৷

৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন।

রিট আবেদনটি গ্রহণযোগ্য কিনা এবং আদালত একটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিতে পারে কিনা, এ বিষয়ে ছয় জন অ্যামিকাস কিউরির মতামত জানতে চেয়েছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, কামাল উল আলম, প্রবীর নিয়োগী, শাহদীন মালিক এবং আব্দুল মতিন খসরু ছিলেন এই ক্ষেত্রে অ্যামিকাস কিউরি৷

১৫ ফেব্রুয়ারি তাদের মত শোনে আদালত৷ আব্দুল মতিন খসরু ছাড়া বাকি পাঁচ জনই রিট আবেদনকারীর সংক্ষুব্ধ হওয়ার ‘যৌক্তিকতা নেই' এবং রিটটি ‘গ্রহণযোগ্য নয়' বলে মত দেন৷ আব্দুল মতিন খসরু আবেদনটির গ্রহযোগ্যতার বিষয়ে মত না দিলেও বলেছেন, যেহেতু এ তথ্যচিত্রটি প্রচারের মাধ্যমে একটা ‘আঘাত' এসেছে, আদালত চাইলে এ বিষয়ে আদেশ দিতে পারে।

বুধবার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিনের বক্তব্য শুনে এ বিষয় নিষ্পত্তি করে আদেশ দেয় আদালত৷ বাংলাদেশে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধের বিষয়ে কোনো আদেশ না দিলেও তথ্যচিত্রটি ইন্টারনেট থেকে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে৷

এডিকে/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ