1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেমস বন্ডের গাড়ি!

১০ সেপ্টেম্বর ২০১৩

অবশ্য এটা রাস্তায় চলা গাড়ি নয়৷ এটা হলো সাবমেরিন কার৷ অর্থাৎ পানিতে চলে৷ ১৯৭৭ সালের জেমস বন্ড মুভি ‘স্পাই হু লাভড মি'-তে ব্যবহৃত হয়েছিল এই গাড়িটি৷

Der Aufbau am roten Teppich am 30.10.2012 in Berlin zur Premiere des neuen James-Bond-Films "Skyfall" im Musical-Theater am Potsdamer Platz. Der Streifen ist ab 01.11.2012 in den deutschen Kinos zu sehen. Foto: Jens Kalaene/dpa
James Bond 007 Skyfall LOGOছবি: picture alliance/dpa

বন্ড ভক্তদের নিশ্চয় মনে আছে, ঐ ছবিতে হেলিকপ্টার থেকে ছোঁড়া ভিলেনের গুলি থেকে বাঁচতে বন্ডের চরিত্রে রজার মুর-এর বন্ডগার্ল বারবারা বাখকে নিয়ে তাঁর সাবমেরিন কারটি পানির নীচে নিয়ে গিয়েছিলেন৷

সাদা রংয়ের ‘লোটাস এসপ্রি' নামের সেই সাবমেরিন কারটি সোমবার লন্ডনে নিলামে তোলা হয়েছিল৷ নিলামকারী কোম্পানি আরএম অকশন এর আশা ছিল কারটি সাড়ে ছয় থেকে নয় লাখ পাউন্ডে বিক্রি করবে৷ কিন্তু সেটা বিক্রি হয়েছে সাড়ে পাঁচ লাখ পাউন্ডে৷ টেলিফোনে পরিচালিত এই নিলামটি ইন্টারনেটে সরাসরি প্রচারিত হয়৷ নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছিল এক লাখ পাউন্ড৷

অবশ্য নিলামের পর এই দাম পেয়েও নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন আরএম অকশন ইউরোপের কর্মকর্তা পিটার হেইনস৷ তিনি বলেন, ‘‘মনে রাখতে হবে গাড়িটি রাস্তায় চলে না৷ তারপরও এতো দাম ওঠা এটাই প্রমাণ করে যে বন্ড সংশ্লিষ্ট জিনিসের মূল্য অনেক৷''

আরএম অকশন এর আগে ২০১০ সালে ‘গোল্ডফিঙ্গার' আর ‘থান্ডারবল' মুভিতে শন কনারির ব্যবহার করা ‘অ্যাশ্টন মার্টিন ডিবি৫' কারটি ২৯ লাখ পাউন্ডে বিক্রি করেছে৷

জেডএইচ / এসবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ