1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আশা ও আশঙ্কার নির্বাচন

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৯ ডিসেম্বর ২০১৮

সাধারণ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন আশা আছে, আছে আশঙ্কাও৷ দলীয় সরকারের অধীনে এই নির্বাচনে শেষ পর্যন্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কিনা এই প্রশ্ন এখনও প্রবল৷

ছবি: picture-alliance/A.A./N. Kumar

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ ৯০-এর গণঅভ্যুত্থানের পর এই প্রথম সব রাজনৈতিক দল কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নিচ্ছে৷ ১৯৯৬ সালের ফেব্রুয়ারি বিএনপি সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয়নি আওয়ামী লীগসহ আরো অনেক রাজনৈতিক দল৷

পরে আন্দোলনের মুখে বিএনপি সরকার পদত্যাগ করলে একই বছরের জুন মাসের নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে৷ ওই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়৷

২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ সরকারের অধীনে৷ ওই নির্বাচনে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি৷ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে৷ সেই মেয়াদের শেষে এবার আবার আওয়ামী লীগ সরকারের অধীনেই নির্বাচন হচ্ছে৷

২০১৪ সালের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫৪ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় আওয়ামী লীগ৷ এই একপাক্ষিক নির্বাচনের পর সমালোচনায় পড়ে আওয়ামী লীগ সরকার৷ আর বিএনপি-জামায়াত জোটও নির্বাচন প্রতিহত করতে গিয়ে সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত হয়৷

বিএনপি এবার জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করলেও তারা শেষ পর্যন্ত দলীয় সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিচ্ছে৷ দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে গত ২৮ বছরে এবারাই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷

৩০ ডিসেম্বর নির্বাচন হচ্ছে ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে৷ গাইবান্ধা-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানকার নির্বাচন পিছিয়ে গেছে৷ ওই আসনে নির্বাচন হবে ২৭ জানুয়ারি৷

এবারের নির্বাচনে আওয়ামী লীগ  ও জাতীয় পার্টিসহ মোট ৩৯টি দল অংশ নিচ্ছে২৭ জানুয়ারি আওয়ামী লীগ মহাজোটের মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছে৷ জামায়াতের নিবন্ধন না থাকায় তাদের প্রার্থীরা বিএনপি'র ধানের শীষ প্রতীক নিয়ে অংশ গ্রহণ করছে৷

তবে জাতীয় পার্টি মহাজোটের অংশ হলেও দলীয় প্রতীক লাঙ্গল নিয়েই তাঁরা নির্বাচনে অংশ নিচ্ছে৷ বিজেপি'র একমাত্র প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন৷ জোটের অন্য সবা দলের প্রর্থীরা আাওয়ামী লীগের নৌকা প্রতীকেই নির্বাচন করছেন৷

শেখ হাফিজুর রহমান কার্জন

This browser does not support the audio element.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জন মনে করেন, ‘‘দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও আশার দিক হলো এবার সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে৷ নির্বাচনকে সেই দিক দিয়ে অংশগ্রহণমূলক বলা যায়৷ যদি সব দল নির্বাচনে অংশ না নিত তাহলে একটা সংকট তৈরি হতে পারত৷ কে সরকারে থাকবে৷ তৃতীয় কোনো শক্তি সুযোগ নেয় কিনা৷ সেই আশঙ্কা কেটে গেছে৷''

কার্জন বলেন, ‘‘আগের নির্বাচনের সঙ্গে তুলনা করলে এবারের নির্বাচনপূর্ব সহিংসতা কম৷ কিন্তু সহিংসতার নতুন একটা মাত্রা দেখা গেছে৷  প্রার্থীদের ওপর হামলা অতীতে এরকম দেখা যায়নি৷ এবার প্রার্থীরা হামলা ও সহিংসতার শিকার হয়েছেন৷ আর নির্বাচন কমিশনের ভূমিকায় আমি সন্তুষ্ট নই৷ নির্বাচন কমিশনের অধীনে পুলিশ প্রশাসন যেভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করেনি৷''

বিএনপি দাবি করছে, তফসিল ঘোষণার পর শুক্রবার পর্যন্ত তাদের ওপর ২,৮৯৬টি হামলা হয়েছে৷ ৯ জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন ১৩ হাজার৷ অন্ততঃ ১২ জন প্রার্থীর ওপর সরাসরি হামলা হয়েছে৷ ১০ হাজারের বেশি নেতা-কর্মীকে আটক করা হয়েছে৷ ১৬ জন প্রার্থীকে কারাগারে পাঠানো হয়েছে৷ আর শনিবার রাতে আরে এক হাজার জনকে আটক করা হয়েছে৷

অন্যদিকে, আওয়ামী লীগের দাবি, তাদের ওপর হামলায় আওয়ামী লীগের ৬ জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন ৪৪৫ জন৷ তাঁদের গাড়িবহর ও নির্বাচনি কেন্দ্রে ১৭৮টি হামলার ঘটনা ঘটেছে৷ গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে ৫৮টি৷

নূর খান

This browser does not support the audio element.

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে- এই আশার মধ্যেও আতঙ্ক এবং আশঙ্কার জায়গা হলো, আমি নিজেও ভোটটি ঠিকমত দিতে পারব কিনা এবং আমার ভোটটি কাউন্ট হবে কিনা৷ নির্বাচনে সহিংসতা এবং আহত নিহত এ পর্যন্ত অন্যবারের তুলনায় কম৷ কিন্তু নতুন দিক হল, পুলিশ সরাসরি একটি রাজনৈতিক দলের হয়ে পক্ষ নিচ্ছে৷ বিএনপি'র চেয়ারপার্সন কারাগারে আছেন৷ কারাগারে আছেন তাদের আরো ১৭ জন নেতা৷''

তিনি বলেন, ‘‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি৷ বিএনপি'র পোস্টার লাগানোর অপরাধেও কারাগারে যেতে হয়েছে৷ আমার কথা হলো নির্বাচনে জিততে গিয়ে দেশের মানুষ এবং দেশ যেন পরাজিত না হয়৷''

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনূ মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘বিরোধীদের সন্তুষ্ট করে নির্বাচন করার মত রাজনৈতিক সংস্কৃতি আমাদের দেশে এখনো গড়ে ওঠেনি৷ সরকারি দলের প্রভাব সব সময়ই থাকে৷ এবারও তাই হয়েছে৷ তবে আশার কথা হলো, তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে একটি দলীয় সরকারের অধীনে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে৷''

ড. শান্তনূ মজুমদার

This browser does not support the audio element.

তাঁর মতে, ‘‘তত্ত্বাবধায়ক সরকারে মত একটি অগণতান্ত্রিক ব্যবস্থা চলতে পারেনা৷ নির্বাচন রাজনীতিবিদদের হাতেই থাকা শ্রেয়৷ এবার যে প্রক্রিয়া শুরু হলো আমি আশা করি একসময় এই প্রক্রিয়ায় সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন হবে৷''

এবারের নির্বাচনে মোট প্রার্থী ১,৮৪৮ জন, তাদের মধ্যে নারী প্রার্থী ৬৯ জন৷ ৩০০ আসনে মোট ভোটকেন্দ্র ৪০,১৮৩টি৷ মোট ভোটার ১০,৪১,৯০,৪৮০ জন৷ নারী ভোটার ৫,২৫,৪৭,৩২৯ জন৷

নির্বাচনে সশস্ত্র বাহিনীর ৫০ হাজার সদস্যসহ প্রায় আট লাখ পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছেন৷

নূর খান বলেন, ‘‘নির্বাচনটা দেখার পরই আসলে এ নিয়ে কার্যকর মন্তব্য করা যাবে৷ আমরা আসলে নির্বাচনটা দেখারই অপেক্ষায় আছি৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ