1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আশা জাগিয়েও পারলো না ভারত

১০ জুলাই ২০১৯

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড৷ বুধবার ভারতকে ১৮ রানে হারিয়েছে কিউইরা৷

ICC Cricket World Cup 2019 Halbfinale Indien vs. Neuseeland
ছবি: Getty Images/N. Stirk

মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সেমিফাইনালের প্রথম দিন নিউজিল্যান্ড ৪৬.১ ওভারে পাঁচ উইকেটে ২১১ রান তোলার পর বৃষ্টি শুরু হয়৷ ফলে সেদিন আর খেলা হতে পারেনি৷ পরে বুধবার রিজার্ভ ডে'তে আবারও ব্যাট শুরু করে কিউইরা৷ অবশিষ্ট ৩.৫ ওভারে ২৮ রান যোগ করতে পেরেছে ব্ল্যাক ক্যাপসরা৷ ফলে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় আট উইকেটে ২৩৯ রান৷

পরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ভারতের প্রথম তিন ব্যাটসম্যান এক রান করে আউট হন৷ পাঁচ সেঞ্চুরি করা রোহিত শর্মা, বিরাট কোহলি, রাহুল তিনজনই এক করে আউট হয়ে যান৷

কিউই পেসার ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্টের দারুন বোলিংয়ের কারণে প্রথম দশ ওভারে চার উইকেট হারিয়ে মাত্র ২৪ রান তুলতে সমর্থ হয় ভারত - যা এই বিশ্বকাপে কোনো দলের প্রথম দশ ওভারে সংগ্রহ করা সবচেয়ে কম রান৷

এই অবস্থায় বেশিরভাগ ক্রিকেট সমর্থক যখন ভারতের হার নিশ্চিত বলে ধরে নিয়েছিলেন তখন ধোনী ও জাদেজার রেকর্ড পার্টনারশিপ ভারতীয় সমর্থকদের মনে কিছুটা আশার সঞ্চার করেছিল৷ সপ্তম উইকেট জুটিতে তাঁরা ১১৬ রান তোলেন৷ এরপর ৫৯ বলে ৭৭ রান করে বোল্টের বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দেন জাদেজা৷ জয়ের জন্য তখনও ভারতের ১৩ বলে ৩১ রান দরকার৷ এই অবস্থায় পরের ওভারেই ৫০ রান করে ধোনী আউট হয়ে গেলে ভারতের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়৷

শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতে ২২১ রানে অলআউট হয়ে যায় ভারত৷

বৃহস্পতিবার এজবাস্টনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে৷ ঐ ম্যাচে অস্ট্রেলিয়া জিতলে গত বিশ্বকাপের পর আবারও ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া৷

জেডএইচ/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ