1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আশা জিইয়ে রাখল বাংলাদেশ

২০ অক্টোবর ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছে হারের পর ওমানকে হারাল বাংলাদেশ। শেষ ১২-তে যাওয়ার আশা টিকে থাকল।

ওমানের বিরুদ্ধে ব্যাটে বলে সফল সাকিব। ছবি: Munir Uz Zaman/Getty Images/AFP

এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে খেলছে ওমান। নবাগত ওমানের বিরুদ্ধে বাংলাদেশ জিতবে এটা প্রত্যাশিত ছিল। সেটাই হলো। আর এর ফলে শেষ ১২-তে যাওয়ার আশা জিইয়ে রাখল বাংলাদেশ। তবে ওমানের বিরুদ্ধে এই ম্যাচ জিতলেও বাংলাদেশের ব্যাটিং নিয়ে কিছু প্রশ্ন থেকেই গেল।

এই ম্যাচেও ব্যর্থ ওপেনিং জুটি। লিটন দাস ছয় রান করে ও  মেহেদি হাসান শূন্য রান করে আউট হন। এরপর সাকিব ও নাঈম না সামলালে বাংলাদেশ বিপাকে পড়ত। নাঈম ৫০ বলে ৬৪ ও সাকিব ২৯ বলে ৪২ রান করেন। সাকিব রান আউট হন। এরপর বাংলাদেশের মিডল অর্ডার আবার ব্যর্থ হয়। একের পর এক উইকেট পড়তে থাকে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১০ বলে ১৭ রান করলেও অন্য কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

শেষ ১২তে পৌঁছাতে পারলে ব্যাটসম্যানদের অনেক বেশি দায়িত্ব নিতে হবে। স্কটল্যান্ড, ওমানের বোলিং সামলাতে গিয়ে তারা বিপাকে পড়েছেন। বিশেষত, ওপেনিং জুটি ও মিডল অর্ডারকে রান পেতে হবে।

ওমানের দুই ওপেনার লড়াই করেছিলেন। যতিন্দর সিং ৪০ ও কেশব প্রজাপতি ২১ রান করেন। বাকিরা বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। ১২৭ রানে শেষ হয় ওমানের ইনিংস।

জিএইচ/এসজি (স্টার স্পোর্টস, বিডিনিউজ২৪ডটকম)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ