1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইতিহাস গড়া হলো না জাপানের

২ জুলাই ২০১৮

দ্বিতীয়ার্ধে দুই গোলে এগিয়ে গিয়েও প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়া হলো না জাপানের৷ বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হেরে গেছে তারা৷

ছবি: Reuters/M. Djurica

তারকা ফুটবলারে ভরপুর বেলজিয়াম প্রথমার্ধে গোলের কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি৷ 

দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিট পর ম্যাচের প্রথম গোলটি পায় ফিফা ব়্যাংকিংয়ে ৬১ নম্বরে থাকা জাপান৷ বেলজিয়ামের ডিফেন্ডার ফ্যারটোঙেনের ভুলের সুযোগ থেকে বল পেয়ে গোল করেন জাপানের হারাগুচি৷ এর এক মিনিট পর বেলজিয়ামের আজারের একটি শট বারে লেগে ফিরে আসে৷ এরপর ৫২ মিনিটের সময় জাপানের ইনুই আরেকটি গোল করেন৷

৬৯ মিনিটে বেলজিয়ামের পক্ষে প্রথম গোলটি করেন ফ্যারটোঙেন, যিনি জাপানের প্রথম গোলটির জন্য দায়ী ছিলেন৷ পেনাল্টি বক্সের বাইরে থেকে নেয়া তাঁর হেড জাপানের গোলে ঢুকে যায়৷ মাত্র পাঁচ মিনিট পরেই সমতাসূচক গোল পায় ফিফা ব়্যাংকিংয়ে ৩ নম্বরে থাকা বেলজিয়াম৷ আজারের ক্রস থেকে হেডে গোল করেন বদলি খেলোয়াড় ফেলাইনি৷  

ছবি: Reuters/T. Hanai

এরপর বেলজিয়াম একের পর এক সুযোগ তৈরি করে৷ ৮৬ মিনিটের সময় লুকাকুর একটি হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন জাপানের গোলরক্ষক কাওয়াশিমা৷

এই সময় জাপানও গোলের দু-একটি সুযোগ পেয়েছিল৷ ৯৩ মিনিটের সময় হোন্ডার নেয়া একটি ফ্রি-কিক শট ফিরিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক৷

সবশেষে ৯৪ মিনিটের সময় জয়সূচক গোলটি করেন বেলজিয়ামের চাডলি৷ এই গোলের পর বেলজিয়াম সমর্থকদের উল্লাসের এই ভিডিওটি টুইট করেছেন একজন৷

এই নিয়ে তৃতীয়বারের মতো শেষ ষোলো থেকে বিদায় নিলো জাপান৷ খেলা শেষে জাপানের প্রশংসা করেন বেলজিয়ামের কোচ মার্টিনেজ৷ তিনি বলেন, ‘‘চলুন, জাপানকে অভিনন্দন জানাই৷ তারা পারফেক্ট খেলা খেলেছে৷ কাউন্টার অ্যাটাকে দারুণ করেছে৷’’

শুক্রবার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ