1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের পরমাণু কর্মসূচি

২৭ ফেব্রুয়ারি ২০১৩

শেষ হলো ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের দু দিনের বৈঠক৷ বৈঠক থেকে অবশ্য বড় কোনো ঘোষণা আসেনি৷ আশার কথা একটাই আর তা হলো আবার বৈঠক হবে৷

ছবি: Reuters

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কাজাখস্তানের আলমাতিতে মঙ্গলবার শুরু হয়েছিল দুদিনের এ বৈঠক৷ প্রথম দিনে চার ঘন্টা আলোচনা হলেও বুধবার এই পর্ব শেষের ঘোষণা দিতে সময় লেগেছে মাত্র এক ঘন্টা৷ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্স- এই ছয় দেশের সঙ্গে গত ৮ মাসের মধ্যে প্রথম এ বৈঠকে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর ব্যাপারে আন্তরিকভাবে আলোচনা চালিয়ে যাবে বলে আশা করা হচ্ছিলো৷ ধারণা করা হচ্ছিলো পরমাণু কর্মসূচি বন্ধ করলে ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এমন একটি প্রস্তাব রাখা হবে৷ ইরান যে তাতে সায় দেয়নি তা বোঝা গেছে আবার একই বিষয়ে বৈঠকে বসার ঘোষণায়৷

বুধবার কাজাখস্তানের আলমাতিতে বৈঠক শেষে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বার্তা সংস্থা ডিপিএ-কে জানান, আগামী ৫ ও ৬ এপ্রিল আবার ইরানের সঙ্গে দুদিনের এক বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্স৷ বৈঠকটি হবে ইস্তাম্বুলে৷ গত বছরও ইস্তাম্বুলে এক বৈঠকে বসেছিল দু পক্ষ৷ এ ছাড়া মস্কো আর বাগদাদেও হয়েছিল আলোচনা৷ বলা বাহুল্য সেই তিনটি বৈঠকও ছিল নিস্ফলা৷

বুধবার আলমাতিতে দ্বিতীয় দিনের মতো রুদ্ধদ্বার বৈঠকে বসে দু পক্ষ৷ এক ঘন্টা পরই জানানো হয় বৈঠক এবারের মতো শেষ৷ প্রথম দিনের শেষে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন বলেছিলেন, বৈঠকের সাফল্য-ব্যর্থতা নির্ভর করে ইরানের ওপর, কারণ, ‘‘বল এখন ইরানের কোর্টে৷'' ইরান বলের দখল ছাড়লে, অর্থাৎ নিজেদের পরমাণু কর্মসূচি বিষয়ে অনড় অবস্থান থেকে সরে এলে বৈঠককে অনেকটাই সফল বলা যেতো৷ ছয় বিশ্বশক্তির পক্ষ থেকে তেমন দাবি করার সময় এখনো আসেনি৷

এসিবি/জেডএইচ (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ