1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আশির নায়করা বলিউডে

২৮ ডিসেম্বর ২০১১

মারমার কাটকাট ভূমিকায় নায়ক৷ একে একে শেষ করছেন সব ভিলেনকে৷ এর মধ্যেই নায়িকার সঙ্গে বোকা বোকা ভাব নিয়ে রোম্যান্টিকতা৷ একসময় এই ছিল বলিউড সিনেমার গল্প৷

Film Yuvvraaj Foto: Vertrieb Eros International Salman Khan
সালমান খানের ‘বডিগার্ড’ ছবির আয় দেড়শো কোটি রুপি ছাড়িয়েছেছবি: picture-alliance/dpa/Pakistan Army Forces-Anadolu Agency

৮০ আর ৯০'এর দশকে এই ধরণের ছবিই বক্স অফিসে ঝড় তুলতো৷ মাঝে কিছুটা সময় অন্যদিকে মনোযোগ দিয়েছিলেন ছবির নির্মাতারা৷ তবে এ বছর আবারও ফিরে এসেছে আগের সেই ধারা৷ ফলাফল - ছবি ব্লকবাস্টার হিট৷ শুধু তাই না, এ বছর যে চারটি ছবি আয়ের দিক থেকে ১০০ কোটি ভারতীয় টাকার সীমানা ছাড়িয়েছে তার প্রথম দুটি ফিল্মের গল্প নায়কনির্ভর৷ বলছি ‘সল্লু ভাই' মানে সালমান খানের ‘বডিগার্ড' আর অজয় দেবগনের ‘সিংঘাম' এর কথা৷ এর মধ্যে বডিগার্ড ছবিটির আয় দেড়শো কোটি রুপি ছাড়িয়ে গেছে৷

এছাড়া শাহরুখ খানের বিগ বাজেটের ছবি ‘রা-ওয়ান' ১২০ কোটি টাকা পকেটে পুরেছে৷ তবে এই ফিল্ম তৈরিতে খরচ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা৷

এবছর হলিউডের কিছু ছবিও বলিউড বক্স অফিসে জায়গা করে নিয়েছে৷ যেটা আগে দেখা যেত না৷ এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘হ্যারি পটার অ্যাণ্ড দ্য ডেথলি হলোস: পার্ট টু' এবং ‘দ্য অ্যাডভেঞ্চারস অব টিনটিন: দ্য সিক্রেট অব দ্য ইউনিকর্ন'৷

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ