1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আশির নায়করা বলিউডে

২৮ ডিসেম্বর ২০১১

মারমার কাটকাট ভূমিকায় নায়ক৷ একে একে শেষ করছেন সব ভিলেনকে৷ এর মধ্যেই নায়িকার সঙ্গে বোকা বোকা ভাব নিয়ে রোম্যান্টিকতা৷ একসময় এই ছিল বলিউড সিনেমার গল্প৷

Film Yuvvraaj Foto: Vertrieb Eros International Salman Khan
সালমান খানের ‘বডিগার্ড’ ছবির আয় দেড়শো কোটি রুপি ছাড়িয়েছেছবি: picture-alliance/dpa/Pakistan Army Forces-Anadolu Agency

৮০ আর ৯০'এর দশকে এই ধরণের ছবিই বক্স অফিসে ঝড় তুলতো৷ মাঝে কিছুটা সময় অন্যদিকে মনোযোগ দিয়েছিলেন ছবির নির্মাতারা৷ তবে এ বছর আবারও ফিরে এসেছে আগের সেই ধারা৷ ফলাফল - ছবি ব্লকবাস্টার হিট৷ শুধু তাই না, এ বছর যে চারটি ছবি আয়ের দিক থেকে ১০০ কোটি ভারতীয় টাকার সীমানা ছাড়িয়েছে তার প্রথম দুটি ফিল্মের গল্প নায়কনির্ভর৷ বলছি ‘সল্লু ভাই' মানে সালমান খানের ‘বডিগার্ড' আর অজয় দেবগনের ‘সিংঘাম' এর কথা৷ এর মধ্যে বডিগার্ড ছবিটির আয় দেড়শো কোটি রুপি ছাড়িয়ে গেছে৷

এছাড়া শাহরুখ খানের বিগ বাজেটের ছবি ‘রা-ওয়ান' ১২০ কোটি টাকা পকেটে পুরেছে৷ তবে এই ফিল্ম তৈরিতে খরচ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা৷

এবছর হলিউডের কিছু ছবিও বলিউড বক্স অফিসে জায়গা করে নিয়েছে৷ যেটা আগে দেখা যেত না৷ এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘হ্যারি পটার অ্যাণ্ড দ্য ডেথলি হলোস: পার্ট টু' এবং ‘দ্য অ্যাডভেঞ্চারস অব টিনটিন: দ্য সিক্রেট অব দ্য ইউনিকর্ন'৷

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ