1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আশুলিয়ায় শ্রমিকদের সংঘর্ষে নারী শ্রমিক নিহত

১৭ সেপ্টেম্বর ২০২৪

সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন শ্রমিক। তবে স্থানীয় শ্রমিকেরা বলছেন, আহতের সংখ্যা ২০-র মতো।

সাভার, আশুলিয়া
বিভিন্ন দাবি আদায়ে শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকার সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে দুই সপ্তাহের বেশি সময় ধরে অস্থিরতা চলছে। ফাইল ফটোছবি: MOHAMMAD PONIR HOSSAIN/REUTERS

নিহত নারী শ্রমিকের নাম মোছাম্মাত রোকেয়া বেগম। তিনি মাসকট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। রোকেয়া ২০২১ সালের ১ ডিসেম্বর কারখানাটিতে যোগ দেন।

দৈনিক প্রথম আলো জানায়, মাসকট গার্মেন্টস শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ছিল। আজ (মঙ্গলবার) সকালে বন্ধ কারখানার ফটকে মাসকটের শ্রমিকেরা অবস্থান নেন। পরে তারা পাশের সাউদার্ন ও রেডিয়েন্স গার্মেন্টসে হামলা করেন। এরপর সাউদার্ন ও রেডিয়েন্সের শ্রমিকদের সঙ্গে মাসকটের শ্রমিকদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মাসকটের শ্রমিক রোকেয়া বেগম মারা যান।

আশুলিয়া শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সকাল পৌনে ১০টার দিকে মাসকট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে অন্য কারখানার শ্রমিকদের সংঘর্ষে ইট-পাটকেল লেগে এক শ্রমিক মারা যান। তার লাশ পিএমকে হাসপাতালে রয়েছে। দুজন আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর বাইরেও আহত আছে বলে জানিয়েছেন তিনি।

এসিবি/ এপিবি (দৈনিক প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ