আশ্রয়কেন্দ্রে নিতে সাতক্ষীরায় সেনাবাহিনী
৯ নভেম্বর ২০১৯সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘‘শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নটি বিচ্ছিন্ন৷ সেখানে ইউএনও'র নেতৃত্বে সিভিল প্রশাসন কাজ করছে৷ কিন্তু সেখানকার মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছেন না৷ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একজন মানুষও যেন অনিরাপদ না থাকেন সে কারণেই আমরা সেনাবাহিনী চেয়েছি৷ বিকেল ৫টার মধ্যে তারা কাজ শুরু করবেন৷ আপাতত ১০০ সেনা সদস্য স্থানীয় মানুষদের আশ্রয়কেন্দ্রে নিতে সহযোগিতা করবেন৷ পরবর্তীতে তারা উদ্ধারকাজে অংশ নেবেন৷''
সাতক্ষীরায় এক হাজার ২০০ প্রাথমিক স্কুলের পাশাপাশি ২৭০টি আশ্রয়কেন্দ্র রয়েছে৷ এই ১ হাজার ৪৭০টি কেন্দ্রে সাধারণ মানুষকে নেওয়া হচ্ছে৷ জেলা প্রশাসক জানিয়েছেন, পর্যাপ্ত শুকনো খাবার ও চার্জার লাইট সংরক্ষিত আছে৷ মোংলা ও পায়রা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে৷ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন নৌযান ছেড়ে যাচ্ছে না৷
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘‘মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে৷ তারপরও পরিস্থিতি অনেক বদলে গেছে৷ তবে এমন একটি সময় ঘূর্ণিঝড় ‘বুলবুল' আসছে, তখন মাঠে কিন্তু কোন ধান নেই৷ শুধুমাত্র পটুয়াখালীতে কিছু ধান আছে৷ শীতের সবজি কিছু ক্ষতি হবে৷ মানুষকে যেভাবে আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে, তাতে হতাহত শূন্যে রাখতে পারব বলে আমরা বিশ্বাস করি৷''
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানিয়েছেন, সাতটি উপজেলার মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে আহ্বান জানানো হয়েছে৷ এজন্য মাইকিংও করা হচ্ছে৷ ইসলামি ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিটি মসজিদ থেকে মাইকিং করা হয়েছে৷ সাড়ে তিন হাজার স্বেচ্ছাসেবকও তৎপর রয়েছে৷ পর্যাপ্ত শুকনো খাবার মজুত রয়েছে৷
খুলনায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারির পরও আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছেন না লোকজন৷ নিরাপদ আশ্রয়ে যেতে বারবার মাইকিং করা হলেও শনিবার সকাল ১২টা পর্যন্ত কেউই আশ্রয়কেন্দ্রে যাননি৷ এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে কেউ এগিয়ে গেলেও তাতে সাড়া মিলছে না৷
দুপুরের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে৷ রাজধানীতে ঢাকাতেও খুব বেশী প্রয়োজন না হলে কেউ রাস্তায় বের হচ্ছেন না৷ দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেছেন, ঝুঁকিপূর্ণ নয় জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে৷ পর্যাপ্ত শুকনো খাবারসহ আনুষঙ্গিক যা দরকার তার সবকিছুই জেলাগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে৷
এরই মধ্যে চট্টগ্রাম ও যশোর বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ করা হয়েছে৷ সদরঘাট থেকে কোন ধরনের নৌযান ছাড়ছে না৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং সোমবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট- জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট -জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ স্থগিত হওয়া পরীক্ষা ১৩ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে৷
এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল' মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান৷
ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ মোকাবিলায় সরকারি কোষাগার থেকে নগদ ১০ লাখ টাকা, ২০ মেট্রিক টন চাল এবং দুই হাজার প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে৷ চট্টগ্রামের প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলোতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখার কথা জানানো হয়েছে৷ শুকনো খাবার, পানি চিকিৎসার ব্যবস্থা আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তরা৷