1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউটিউবের চ্যানেল

৫ মে ২০১২

ইউটিউবের জনপ্রিয়তা বাড়ছেই৷ প্রতিমাসে ৮০ কোটিরও বেশি মানুষ এসে ঢুঁ দেয় এখানে, মানুষ গড়ে প্রতিমাসে ইউটিউবে সময় কাটায় তিন বিলিয়ন ঘণ্টারও বেশি৷ বিপুল সংখ্যক এই দর্শকের জন্যই ইউটিউব এবার বাজারে আনতে যাচ্ছে ইন্টারনেট চ্যানেল৷

ILLUSTRATION - Auf einem Computermonitor ist am Freitag (20.04.2012) in Schwerin der Hinweis des Video-Portals YouTube zu sehen, nachdem ein Video wegen fehlender Musikrechte der GEMA in Deutschland nicht gezeigt werden darf (gestelltes Foto). YouTube muss zwölf von der Musik-Verwertungsgesellschaft Gema genannte Musiktitel aus seinem Angebot entfernen. Dies entschied das Landgericht Hamburg am Freitag in erster Instanz. Dem Urteil wurde grundlegende Bedeutung für das Urheberrecht im Internet beigemessen. Foto: Jens Büttner
ছবি: picture-alliance/dpa

হয়তো পথে চলতে চোখে পড়ল মজার কোনো ঘটনা৷ আর দেখা মাত্রই সেটা ভিডিও করে নিলেন নিজের ফোনে৷ হয়তো দেশে বা বিদেশে খুব অসাধারণ সুন্দর কোনো জায়গায় বেড়াতে গেলেন৷ নিজের চোখে দেখা সেই সুন্দর জায়গাগুলো হয়তো অন্যদের দেখানোর জন্য ভিডিও করে আপনি ছেড়ে দিলেন ইউটিউবে৷

আপনার মত দুনিয়ার কোটি কোটি মানুষও তাই করছে৷ ভাল লাগার বা মজার বা কৌতুককর কিছু ভিডিও করে ছেড়ে দিচ্ছে ইউটিউবে৷ শুধু তাই নয়, ইউটিউবে নিজের চ্যানেলও চালু করেছে পৃথিবীর বহু মানুষ৷ যে চ্যানেলের বরাত দিয়ে দেশে দেশে পৌঁছে যাচ্ছে নতুন বার্তা৷

ইলেকট্রনিক চ্যানেল ও ভিডিও চ্যানেলে সম্প্রচারের এই যুগে ইউটিউব এবার নিজেই নিয়ে আসছে আনকোরা তিনটি নতুন চ্যানেল৷ গত বুধবার রাতে এই ঘোষণা দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ৷

এই চ্যানেলগুলোর মধ্যে একটি হবে নারীদের জন্য৷ ‘ডব্লিউআইজিএস' নামের এই চ্যানেলের জন্যই বানানো হবে নাটক ও নতুন সব অনুষ্ঠান৷ এ চ্যানেলের নাটক ও ধারাবাহিক বানানোর জন্য ইতোমধ্যেই পাকা কথা হয়ে গেছে খ্যাতিমান পরিচালক রোদরিগো গার্সিয়া'র সঙ্গে৷ আর নাটকে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়ে গেছে জনপ্রিয় অভিনেত্রী ভার্জিনিয়া ম্যাডসেন, জুলিয়া স্টাইলস ও জেনিফার বিলস এর সাথে৷

আসন্ন অলিম্পিক খেলাকে কেন্দ্র করে আসছে ইউটিউবের আরেকটি চ্যানেল৷ যেটির নাম ‘টিমইউএসএ'৷ অ্যামেরিকার অলিম্পিক কমিটির সাথে মিলে যৌথভাবে চ্যানেলটি আনছে ইউটিউব৷ অতীত ও বর্তমানের অলিম্পিক খেলোয়াড়দের উপরে বিশেষ পরিবেশনা থাকবে চ্যানেলটিতে৷ সেই সঙ্গে থাকবে অলিম্পিকের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মুহূর্তের ফুটেজ৷

‘দি পিকচার শো' নামে তৃতীয় আরেকটি চ্যানেলও এ বছরই বাজারে আনবে ইউটিউব৷ ‘ট্রিবেকা ফিল্ম ফেস্টিভাল' এর আয়োজক বিশ্বখ্যাত কোম্পানি ‘ট্রিবেকা এন্টারপ্রাইজ' এর সাথে মিলে এই চ্যানেলটি করবে ইউটিউব৷

এখন আর শুধুই শখের ভিডিও নয়, ইউটিউব আপনাকে সরবরাহ করবে আনকোরা নতুন তথ্য৷ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এত সব কাণ্ড করার জন্য ২০০ মিলিয়ন ডলার বাজেট রেখেছে ইউটিউব৷

আপনি কি ভাবছেন, একেবারে বিনা লাভেই  ইউটিউব এতো কিছু করছে! মোটেও নয়৷ নিজের পাতা এবং নিজের চ্যানেলগুলোতে আরো বেশি করে বিজ্ঞাপন টানতে-ই ইউটিউবের এই আয়োজন৷ কারণ যত বেশি বিজ্ঞাপন, তত বেশি টাকা৷

প্রতিবেদন: আফরোজা সোমা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ