চলতি মাসে বাংলাদেশের উপর দিয়ে দুইটি তীব্র ও একটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে৷ দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করবে৷
বিজ্ঞাপন
ডিসেম্বরের পরপর দুই দফা শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল দেশের বিভিন্ন অঞ্চল৷ তা কেটে গিয়ে তাপমাত্রা এখন অনেকটাই স্বাভাবিক৷ তবে এই পরিস্থিতির দ্রুত বদল ঘটবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷ তাদের পূর্বাভাস অনুযায়ী তিন থেকে পাঁচ জানুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে যারে৷ এরপর তাপমাত্রা আবার কমতে শুরু করবে৷ ৬ জানুয়ারির পরপর আসছে তীব্র শৈত্য প্রবাহ৷ সবমিলিয়ে চলতি মাসে মোট তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস৷
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘‘৬ জানুয়ারির পর একটি এবং এ মাসের শেষ দিকে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে৷ আর জানুয়ারি মাসের মাঝামাঝিতে একটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে৷''
মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহে বাংলাদেশ
দীর্ঘদিন পর এবার রীতিমতো পঞ্জিকা মেনেই শীত এসেছে বাংলাদেশে৷ পয়লা পৌষ ছিল ১৬ই ডিসেম্বর৷ সেদিন থেকেই অনুভূত হতে থাকে শীত৷ বৃহস্পতিবার অনেক জায়গায় তাপমাত্রা নেমেছে ১০ এর নীচে৷
ছবি: bdnews24.com/Md. Asaduzzaman Pramanik
ঘন কুয়াশা
বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশা স্বাগত জানিয়েছে রাজধানীবাসীকে৷ সকাল ৯টার দিকে তাপমাত্রা ছিল ১৩ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস৷
ছবি: bdnews24.com/Asif Mahmud Ove
প্রস্তুতির অভাব
গেল কয়েক বছর শীতের জন্য খুব একটা কষ্ট পেতে হয়নি রাজধানীর মানুষকে৷ ফলে এবার হঠাৎ শীতের জন্য তেমন একটা প্রস্তুতিও ছিল না৷ সকালে কুয়াশার চাদর ও তাই অফিস ও স্কুলগামী মানুষকে কিছুটা ভোগান্তিতেও পড়তে হয়৷
ছবি: bdnews24.com/Asif Mahmud Ove
শৈত্যপ্রবাহ
মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷ রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারি, যশোর ও চুয়াডাঙ্গা জেলা রয়েছে মাঝারি শৈত্যপ্রবাহের কবলে৷
ছবি: bdnews24.com/Md. Asaduzzaman Pramanik
সর্বনিম্ন তাপমাত্রা
বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। চলতি মৌসুমে এখন পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। থার্মোমিটারের পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে রাজশাহী, ঈশ্বরদী, নওগাঁ, কুড়িগ্রাম ও যশোরেও৷
ছবি: bdnews24.com/Md. Asaduzzaman Pramanik
পূর্বাভাস
আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরো কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই দুই দিনে ঢাকায় তাপমাত্রা কমতে পারে আরো ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের উত্তরাঞ্চলেও আগামী দুই দিনে তাপমাত্রা আরো কমতে পারে বলে আশংকা করা হচ্ছে৷
হঠাৎ শীত আসায় গরম কাপড়ের কেনাকাটাও বেড়েছে৷ রাজধানীর বায়তুল মোকাররম, গুলিস্তান, বঙ্গমার্কেট, নিউমার্কেটসহ বিভিন্ন জায়গায় শীতের কাপড় ও লেপ-কম্বলের দোকানেও ভিড় দেখা গেছে৷
ছবি: bdnews24.com/Abdullah Al Momin
আগুন পোহানো
শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে ছিন্নমূল ও দরিদ্র মানুষেরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন। সড়কে সন্ধ্যার পর পর লোক চলাচলও কমে গেছে৷
ছবি: bdnews24.com
8 ছবি1 | 8
এর আগে ডিসেম্বরে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে দুই দফা শৈত্যপ্রবাহ বয়ে যায়৷ তেঁতুলিয়ায় এ মাসের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে৷
এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাগী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে৷ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ২৮ দশমিট পাঁচ ডিগ্রি সেলসিয়াস৷ আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ দশমিক পাঁচ ডিগ্রি৷