1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসছে তিনটি শৈত্যপ্রবাহ

২ জানুয়ারি ২০২০

চলতি মাসে বাংলাদেশের উপর দিয়ে দুইটি তীব্র ও একটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে৷ দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করবে৷ 

Bangadesch Winter Impressionen
ফাইল ফটোছবি: DW/M. Mostafigur Rahman

ডিসেম্বরের পরপর দুই দফা শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল দেশের বিভিন্ন অঞ্চল৷ তা কেটে গিয়ে তাপমাত্রা এখন অনেকটাই স্বাভাবিক৷ তবে এই পরিস্থিতির দ্রুত বদল ঘটবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷ তাদের পূর্বাভাস অনুযায়ী তিন থেকে পাঁচ জানুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে যারে৷ এরপর তাপমাত্রা আবার কমতে শুরু করবে৷ ৬ জানুয়ারির পরপর আসছে তীব্র শৈত্য প্রবাহ৷ সবমিলিয়ে চলতি মাসে মোট তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস৷

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘‘৬ জানুয়ারির পর একটি এবং এ মাসের শেষ দিকে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে৷ আর জানুয়ারি মাসের মাঝামাঝিতে একটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে৷''

এর আগে ডিসেম্বরে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে দুই দফা শৈত্যপ্রবাহ বয়ে যায়৷ তেঁতুলিয়ায় এ মাসের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে৷

এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাগী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে৷ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ২৮ দশমিট পাঁচ ডিগ্রি সেলসিয়াস৷ আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ দশমিক পাঁচ ডিগ্রি৷

এফএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ