1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসছে নতুন আইফোন

৯ সেপ্টেম্বর ২০১৪

কেউ বলছে, আইফোন সিক্সে থাকবে যেখানে খুশি গিয়ে যা ইচ্ছে কেনার সুবিধা৷ আবার কেউ বলছে, নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি এতে এমন সুবিধা থাকবে যে আগ্রহীরা না কিনে পারবেন না৷ অ্যাপল কিন্তু যা বলার মঙ্গলবারই বলবে!

আইফোনের সবশেষ সংস্করণছবি: Getty Images

আইফোন সিক্স বাজারে আসছে এমন সময়ে, যখন ‘আই ক্লাউড'-এর ডেটা স্টোরেজ সিস্টেম থেকে নগ্ন ছবি নিয়ে হ্যাকাররা প্রকাশ করে দেয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ‘অ্যাপল'৷ বিশ্বনন্দিত তারকাদের নগ্ন ছবি প্রকাশের ঘটনা নিয়ে এখনো তোলপাড় চলছে৷ ওয়াল স্ট্রিট জার্নালকে অ্যাপল-এর প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, আই-ক্লাউডের ডেটা স্টোরেজ সিস্টেমের নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে৷ আগামীতে অন্য কেউ আই-ক্লাউড স্টোরেজ সিস্টেমে ঢুকলেই প্রকৃত ব্যবহারকারীকে এ বিষয়ে সতর্ক করার ব্যবস্থা রাখা হবে বলেও জানিয়েছেন তিনি৷

তবে সাধারণ ক্রেতাদের প্রত্যাশা তো ওইটুকুই নয়, তাই কৌতূহলেরও শেষ নেই৷ অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, আইফোন সিক্স-এ কী থাকছে না থাকছে তা এক সংবাদ সম্মেলনের মাধ্যমেই প্রকাশ করা হবে৷ এক আমন্ত্রণপত্রের মাধ্যমে জানানো হয়েছে বিষয়টি৷ নতুন পন্যে কী কী থাকছে এ সম্পর্কে সবার কৌতূহল ধরে রাখতে আমন্ত্রণপত্রে শুধু লেখা হয়েছে, ‘‘ইশ, এর চেয়ে বেশি কিছু যদি বলা যেত!''

এভাবে রহস্য ধরে রাখলেও অ্যাপল অবশ্য বেশি অপেক্ষায় রাখবে না৷ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নিজস্ব কার্যালয়েই সংবাদ সম্মেলন ডেকেছে, মঙ্গলবার সেখানেই সব জানিয়ে দেবে অ্যাপল৷

সংবাদ মাধ্যম কিন্তু অ্যাপলের ঘোষণার অপেক্ষায় বসে নেই৷ ব্লুমবার্গ এক খবরে জানিয়েছে, আইফোন-এর নবতম সংস্করণটি হবে বেশ বড় আকারের৷ তাদের খবর অনুযায়ী, আইফোন সিক্সও হবে দুটি আকারের, একটির ডিসপ্লে হবে ১২ সেন্টিমিটার, অন্যটির ১৪ সেন্টিমিটার৷

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক আরো বড় চমক নিয়ে হাজির হতে পারেন মঙ্গলবারের মিডিয়া ইভেন্টে৷ আসতে পারে স্মার্টওয়াচ বা শরীরের সঙ্গে রাখা যায় এমন অন্য কোনো ডিভাইসের কথা, যা আইফোন-এর বাড়তি সংযোজন হিসেবেই কাজ করবে৷ ব্যবহারকারীর স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কিত তথ্য জেনে নেয়ার ব্যবস্থাও রাখা হতে পারে আইফোন-সিক্সে৷ আইফোন সিক্স হতে পারে ‘মোবাইল ওয়ালেটের মতো', অর্থাৎ এটা সঙ্গে থাকলে আপনি যেভাবে মানিব্যাগ থেকে টাকা বের করে কেনাকাটা করেন, সেই কাজটিও করতে পারবেন মানিব্যাগ ছাড়া৷ বলা হচ্ছে, অ্যাপল হয়ত চুক্তি করে ফেলেছে ভিসা, মাস্টারকার্ড এবং অ্যামেরিকান এক্সপ্রেসের সঙ্গে৷ ফলে কিছু কিনতে চাইলে আগামীতে হয়ত হাতে শুধুমাত্র আইফোন সিক্স রাখলেই হবে!

এসিবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ