1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাইটানিক-২

৩০ এপ্রিল ২০১২

অবিকল সেই গড়ন৷ একই দৈর্ঘ্য-প্রস্থ, একই উচ্চতা৷ সেই টাইটানিকের মতো এটিরও থাকবে হুবহু নয়টি তলা৷ থাকবে বিলাসবহুল ৮৪০ টি কামরা৷ ডুবে যাওয়া মূল টাইটানিকের মতই এটিও প্রথমেই ভ্রমণে যাবে ইংল্যান্ড থেকে উত্তর আ্যামেরিকার পথে৷

ছবি: Musikautomaten-Museum Bruchsal

জানা গেছে, আগামী ২০১৬ সালে জলে ভাসবে এই নতুন টাইটানিক৷

‘কোনদিনই জলে ডুববে না' – বলে ঘোষণাও দিয়েছেন টাইটানিক-২ এর মালিক ক্লাইভ পামার৷

অস্ট্রেলিয়ান ধনকুবের ক্লাইভ আরো বলেছেন, ‘‘সেই টাইটানিক তৈরি করতে যে সব নারী-পুরুষ কাজ করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই তৈরি হচ্ছে এই নতুন টাইটানিক৷''

সাজ-সজ্জা, বিলাসব্যসন সবকিছুতেই এটি হবে পুরনো টাইটানিকের অবিকল অনুকরণ৷ তবে, শুধু নিরাপত্তার দিকটি হবে আধুনিক৷ নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতেই এটিতে ব্যবহার করা হবে একুশ শতকের সর্বাধুনিক প্রযুক্তি এবং ন্যাভিগেশন ব্যবস্থা৷

চীনের জাহাজ নির্মাণকারী সরকারী প্রতিষ্ঠান সিএসসি জিনলিং নতুন এ জাহাজ নির্মাণ করবে বলে চুক্তি স্বাক্ষর করেছে টাইটানিক-২ এর স্বত্বাধিকারী কোম্পানি ব্লু স্টার লাইন প্রোপ্রাইটারি লিমিটেড৷

পৃথিবীর সবচেয়ে বড় প্রমোদতরি টাইটানিকও ঘোষণা দিয়েছিল যে, এটি ডুববে না৷ কিন্তু প্রথম ভ্রমণেই দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি৷ বিশাল এক বরফের চাঁই এর সঙ্গে ধাক্কা লেগে অ্যাটলান্টিকের অতলে হারিয়ে যায় দুনিয়ার সবচেয়ে বড়, সবচেয়ে বিলাসবহুল সে তরি৷ আর এ ঘটনায় প্রাণ হারায় দেড় হাজারেরও বেশি মানুষ৷

টাইটানিক ডুবে যাবার ঠিক একশ বছর পর আবার তৈরি হচ্ছে অবিকল সেই জাহাজ৷ টাইটানিকের পূনরাবৃত্তিতে উৎসাহ-আনন্দের গুঞ্জরন শুরু হয়েছে৷ কিন্তু এই আনন্দে আবার নামবে না তো ডুবে যাবার করুণ বিষাদ?

প্রতিবেদন: আফরোজা সোমা, (রয়টার্স, এপি)

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ