1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টানেটে খবরের উৎস

১২ এপ্রিল ২০১২

ফেসবুকের সাহায্যে নানা ধরনের খবরাখবর পাওয়া যায় সহজেই৷ তবে এসব তথ্য নিজে থেকে আসে না৷ বন্ধুদের তা পোস্ট করতে হয়৷ কিন্তু ওয়েভি'র মাধ্যমে শুধু ব্যক্তিগত নয়, আন্তর্জাতিক অঙ্গনের খবরও পৌঁছে যাবে ইউজারদের কাছে৷

ছবি: wavii.com/

‘ওয়েভি' একসঙ্গে বহু তথ্য দেবে৷ টুইট, ব্লগ বা আরএসএসফিড থেকে নিত্য নতুন ঘটনা – সবকিছুই পৌঁছে দেবে ইউজারদের কাছে৷ তাও আবার এমন সব তথ্য, যা আপনার রুচির সঙ্গে মেলে৷ ওয়েবসাইট এবং আইফোন – দু'ভাবেই ওয়েভি'র সেবা গ্রহণ করা সম্ভব৷ অর্থাৎ, ওয়েভি সত্যিই আধুনিক৷ এর কারণ, এই সফটওয়্যারটি যাঁরা তৈরি করেছেন, তাঁরা আমাজন এবং মাইক্রোসফট'এ কাজ করতেন৷

ফেসবুকে যেমন স্ট্যাটাস আপডেটের মতো কিছু বিষয় রয়েছে, সেই সঙ্গে রয়েছে বন্ধু-বান্ধবী এবং পরিচিত জনদের নানা ধরণের প্রশ্ন, উত্তর এবং কমেন্ট৷ ওয়েভি'তে কিন্তু নিজে থেকেই আসবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানা খবর৷ এবং এসব খবর সংগ্রহ করা হবে ইন্টারনেট থেকে৷

ঠিক ফেসবুকের মতই কাজ করবে ওয়েভি৷ তবে এখানে রাজনীতি, স্পোর্টস এবং হলিউড জগতের খবর চলে আসবে অনেকটা স্বয়ংক্রিয়ভাবে৷ এবং তা আপডেটও হবে নিজে থেকে৷ অনেকেই ধারণা করছে কিছুদিনের মধ্যেই ফেসবুকের এক শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠবে ওয়েভি৷ এমনকি ফেসবুককে কিনেও নিতে পারে নতুন এই ‘অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি'৷

ফেসবুক থেকেও খবর চলে যাবে ‘ওয়েভি'তেছবি: dapd

ওয়েভি'র প্রতিষ্ঠাতা অ্যাড্রিয়ান আউন জানান, ‘‘ফেসবুকের সব খবর হচ্ছে বন্ধু-বান্ধবীকে ঘিরে৷ আর আমাদের কাজ হবে বিশ্বের নানা জাযগার খবর নিয়ে৷ ফেসবুকে এই সুবিধা নেই৷''

প্রতি মিনিটে প্রায় এক হাজার খানা খবর দিতে পারবে ওয়েভি৷ আর এর মধ্যে কোনটি গুজব অথবা রটনা তা ওয়েভি নিজ থেকেই জানবে এবং তা সঙ্গে সঙ্গেই সরিয়ে নেবে৷ এছাড়া একই খবর যেন দু'বার স্ট্রিমে চলে না আসে, সেদিকেও নজর রাখবে ওয়েভি৷

সিয়াটলে ওয়েভি'র টেকনিক্যাল পরামর্শদাতা জিম পিটকো জানান, ‘‘আমরা যে যুগে বাস করছি সেখানে প্রতিদিন কয়েক হাজার ঘটনা ঘটে৷ কোনটার দিকে আমরা নজর রাখবো? তাই খুব দ্রুত গুরুত্বপূর্ণ খবরগুলো জানাবে ওয়েভি৷ খুবই অল্প সময়ে বিশ্বের গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে ওয়াকিবহাল রাখবে আমাদের৷''

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক অরেন এটসিওনি জানান, ওয়েভি যে সব সুযোগ-সুবিধার কথা বলছে এর আগে এ ধরণের সুবিধা নিয়ে কোনো নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া আসেনি৷ ওয়েভি যা করতে চাইছে তা গত কয়েক বছর ধরে করার চেষ্টা করছে গুগল, ফ্লিপবোর্ড অথবা মাইক্রোসফটের বিং৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার, টেকক্রাঞ্চ ডট কম, ওয়েভি ডট কম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ