1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্তঃসত্ত্বা আডেলে

১ জুলাই ২০১২

পর্দায় আবারও আসছে স্পাইডার ম্যান৷ নতুন রুপে, থ্রিডিতে৷ এদিকে ব্রিটিশ গায়িকা আডেলের ঘরেও নতুন অতিথি আসছে৷

ছবি: Fotolia/Deklofenak

স্পাইডার ম্যান বা মাকড়শা মানব৷ হাত থেকেই যার মাকড়শার মত শক্ত সুতা বের হয়৷ কার্টুন, কমিকসে, গল্পে, কোথায় নেই এই নায়ক৷ এমনকি হলিউডেও অনেক বছর ধরে অন্যতম চরিত্র স্পাইডার ম্যান৷ আগামী সপ্তাহে থ্রিডিতে সেই মাকড়শা মানবকে দেখা যাবে আবারও৷ ‘দি অ্যামেজিং স্পাইডার ম্যান' নামে নতুন ছবিটি তাই এখন সকলের কাছে আগ্রহের বিষয়৷ কী দেখা যাবে নতুন এই পর্বে? গত তিনটি স্পাইডার ম্যান চরিত্রে যিনি অভিনয় করছেন সেই টবে ম্যাগুইরেকে এবার আর দেখা যাবে না৷ এবার নতুন স্পাইডার ম্যান হিসেবে আসছেন অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড৷ পরিচালক মার্ক ওয়েব জানিয়েছেন, এবারের ছবিতে দেখা যাবে ১৭ বছরের এক কিশোর, যার মধ্যে রয়েছে মাকড়শার মত অসাধারণ ক্ষমতা৷ আর মানুষ হিসেবে ভয়, স্বাধীনতা ও প্রেমের এক মিশেল৷ স্পাইডার ম্যানের এবারের ছবিটিতে রয়েছে আরও বেশি অ্যাডভেঞ্চার আর অ্যাকশন৷

আডেলে অন্তঃসত্ত্বা

এদিকে পর্দায় স্পাইডার ম্যানের আগমন ঘটলেও বাস্তব জগতে নতুন আরেকজনের আগমনের ঘোষণা দিয়েছেন আডেলে৷ গ্র্যামি পুরস্কার জেতা এই ব্রিটিশ গায়িকার কোল জুড়ে আসছে তার প্রথম সন্তান৷ যদিও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি আডেলে আর তার ছেলে বন্ধু সায়মন কোনেকি৷ তবে তাতে কি, প্রথম সন্তানের আশায় এখন দুজনই মুখিয়ে আছেন৷ টু্ইটারে এই সুখবরটি আডেলে নিজেই দিয়েছেন ভক্তদের জন্য৷ তবে ভক্তদের উদ্দেশ্যে আডেলে অনুরোধ করেছেন, তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা যেন তারা রক্ষার চেষ্টা করে এই গুরুত্বপূর্ণ সময়টিতে৷

আরআই/এআই (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ