রোবটকে মানুষের মতো করে তুলতে বিস্তর কাঠখড় পোড়ানো হচ্ছে৷ শুধু চেহারা নয়, চালচলনও নকল করবে রোবট৷ কিন্তু রোবটের মস্তিষ্ক এখনো নিখুঁতভাবে শরীরের নিয়ন্ত্রণ করতে পারে৷ সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বিজ্ঞানীরা৷
বিজ্ঞাপন
নতুন প্রজন্মের কম্পিউটারে মানুষের মস্তিষ্ক ভরে দেওয়া হবে, যা টেমপ্লেট হিসেবে কাজ করবে৷ তথাকথিত ‘স্পিনন্যাকার চিপস'-এর ক্ষেত্রেও এমনটা করা হয়েছে৷ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ প্রোফেসর আলোইস ক্নল বলেন, ‘‘স্পিনন্যাকার একটি চিপের মধ্যে ১৮টি আর্ম-প্রসেসর সংযুক্ত করে৷ তথ্যের আদানপ্রদানের জন্য ছোট এক নেটওয়ার্কের প্রয়োজন হয়৷ এখনো পর্যন্ত এমন ‘অ্যাসিনক্রোনাস' বা অনিয়মিত প্রক্রিয়া করানো হয়নি৷''
রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট?
রোবট, যন্ত্রের তৈরি মানুষগুলো শুধু যে চোখ পিটপিট তাকাতে আর শব্দ করতে পারে, তা নয়৷ চীনের বেশ কিছু রোস্তোরাঁয় আজকাল অতিথি আপ্যায়নেও কোমর বেঁধেছে তারা৷ চলুন যন্ত্রমানবের কাজ দেখতে ঘুরে আসা যাক সেরকমই একটি রেস্তোরাঁ থেকে৷
ছবি: picture-alliance/dpa/D. Zhang
আপনার অর্ডার, প্লিজ...
শুধু প্রযুক্তিগত চমক দেখানোই নয়, বেশিরভাগ ক্ষেত্রে এ ব্যাপারে একেবারে সামনের সাড়িতে রয়েছে চীন৷ তবে সেই সব আধুনিক প্রযুক্তি আদৌ ব্যবহারযোগ্য কিনা – সেটা অবশ্য দেখার বিষয়৷ ছবিতে দেখুন অতিথিদের খাওয়ার অর্ডার নোওয়াসহ হাজারো কাজ নিয়ে মেতেছে রোবট৷
ছবি: picture-alliance/epa/P. Hilton
খাবার তৈরি!
এই ছোট্ট হিউম্যানয়েড রোবটগুলো খাবার পরিবেশনের ক্ষেত্রে খুবই পারদর্শী৷ এদের সুবিধা হলো এই যে, এরা ক্লান্ত হয় না আর কাজ করতেও কোনো ঝামেলা করে না৷ বরং ওরা শুধুই নিজেদের দায়িত্ব পালন করতে জানে৷ অবশ্য রোবটের পরিবেশিত খাদ্য খেতে অতিথিদের কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন ব্যাপার৷
ছবি: picture-alliance/dpa/ChinaFotoPress/MAXPPP
শেফকুক রোবট
রোবট শুধু অতিথিদের অর্ডারই নেয় না, তারা উনুনের সামনে দাঁড়িয়ে খাবার গরমও করে৷ ছবিতে দেখুন আগে থেকে তৈরি করা খাবার গরম করছে রোবট৷ তবে তরকারি কাটাবাছা বা এ ধরনের কাজগুলো মানুষ সহকর্মীদেরই আগে থেকে করে দিতে হয়৷
ছবি: picture-alliance/dpa/ChinaFotoPress/MAXPPP
নানা ধরনের রোবট
তবে সব রেস্তোরাঁর রোবট কিন্তু এই গ্যালারির ছবিগুলোর মতো দেখতে যন্ত্রমানবের মতো নয়৷ এখানে যে কাজটা করা হচ্ছে, সে অংশটুকুই দেখানো হচ্ছে৷ অর্থাৎ শুধু মাথাটাই দেখানো হচ্ছে, হাত বা পা নয়৷ রেস্তোরাঁর রান্নাঘরের রোবটগুলো, অর্থাৎ যে রোবটগুলো রেস্তোরাঁর অতিথিদের সামনে যায় না, সেগুলো এরকমই হয়৷
ছবি: picture-alliance/dpa
বিনোদনেও রোবট
সাংহাই-এর কাছে এই রোবট-রেস্তোরাঁতে খাবারের চেয়ে কিন্তু বিনোদন অনুষ্ঠানই বেশি আনন্দদায়ক৷ ইন্টারনেটে করা মন্তব্য থেকে অন্তত এ তথ্যই জানা যায়৷ অর্থাৎ এই রেস্তোরাঁয় অতিথিরা খাবারের চেয়ে বিনোদনটাই বেশি উপভোগ করেন৷
ছবি: picture-alliance/dpa/F. Robichon
5 ছবি1 | 5
সিমুলেশন পরীক্ষার জন্য বিজ্ঞানীরা একেবারে নতুন ধরনের রোবট তৈরি করেছেন৷ তারা ভার্চুয়াল মস্তিষ্কের নির্দেশ পালন করবে৷ রোবট জানালো, তার ৪৮টি মোটর আছে, তার বয়স মাত্র ১ বছর৷ মানুষের মতো হাড়গোড় ও পেশিও আছে৷
এই রোবটের শরীর মানুষের মতো করে তৈরি৷ এমনকি নমনীয় মেরুদণ্ড, টেন্ডন ও জয়েন্টও রয়েছে৷ মানুষের মতোই তার নড়াচড়া করার কথা৷ কিন্তু তার জন্য তাকে মানুষের মতো অনুভূতিপ্রবণও হতে হবে৷ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ফ্লোরিয়ান ব়্যোরবাইন বলেন, ‘‘এই ধরনের অ্যানথ্রোপোমেট্রিক রোবট-দের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো, শিল্পক্ষেত্রে কর্মরত রোবটদের মতো জয়েন্টের মধ্যে মোটর রাখা যায় না৷ বরং তাদের টেন্ডনের মতো কিছু একটা থাকে৷ জয়েন্ট, হাড়গোড়ও আছে৷ তাই তাদের নিয়ন্ত্রণের অন্য ব্যবস্থার প্রয়োজন৷ বিজ্ঞানের জন্য এটা বড় চ্যালেঞ্জ৷ সে ক্ষেত্রে মস্তিষ্কের মধ্যে উঁকি দিতে হয়৷ স্নায়ুবিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞানের ভিত্তিতে জানতে হয়, আমরা কীভাবে আমাদের জয়েন্ট নিয়ন্ত্রণ করি৷''
ভার্চুয়াল ব্রেন নিখুঁতভাবে তার যান্ত্রিক শরীর নিয়ন্ত্রণ করার আগে আরও অনেক গবেষণার প্রয়োজন আছে৷ রোবটদের কোনো একদিন প্রকৃত অনুভূতি দেখাতে হলে বিজ্ঞানীদের মানুষের মস্তিষ্ককে ভালো করে বুঝতে হবে৷ তার আগে ‘রোবয়' নামের রোবট-টিকে হাঁটতে শিখতে হবে৷