1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসছে শিক্ষাঙ্গন ও সরকারি অফিস মাদকমুক্ত রাখার উদ্যোগ

১ সেপ্টেম্বর ২০২১

আগামীতে সরকারি চাকরিজীবীদেরও ডোপ টেস্ট করাতে হবে৷ কবে থেকে তা শুরু হবে এখনো জানা যায়নি৷ পুলিশে এ কার্যক্রম সীমিত পরিসরে চলছে৷ তাতেই এ পর্যন্ত চাকরি হারিয়েছেন ৩০ জন৷

আগামীতে সরকারি চাকরিজীবীদেরও ডোপ টেস্ট করাতে হবে৷ কবে থেকে তা শুরু হবে এখনো জানা যায়নি৷ পুলিশে এ কার্যক্রম সীমিত পরিসরে চলছে৷ তাতেই এ পর্যন্ত চাকরি হারিয়েছেন ৩০ জন৷
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa

আগামীতে সরকারি চাকরিজীবীদেরও ডোপ টেস্ট করাতে হবে৷ কবে থেকে তা শুরু হবে এখনো জানা যায়নি৷ পুলিশে এ কার্যক্রম সীমিত পরিসরে চলছে৷ তাতেই এ পর্যন্ত চাকরি হারিয়েছেন ৩০ জন৷

বাংলাদেশ পুলিশে ডোপ টেস্ট শুরু হয়েছে গত বছর থেকেই৷ এখন সরকারি সব ধরনের চাকরিতে কর্মরতদের ডোপ টেস্টের সিদ্ধান্ত হয়েছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ডোপ টেস্টের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট৷

ফারুক হোসেন

This browser does not support the audio element.

পুলিশে গত বছরের জুন থেকে ডোপ টেস্ট শুরু হয়৷ এ পর্যন্ত ডোপ টেস্ট করে ১০০ জন পুলিশ সদস্যকে মাদকাসক্ত ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে৷ তাদের মধ্যে ৩০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে৷ বাকিদের সাসপেন্ড, পদাবনমনসহ বিভিন্ন ধরনের শাস্তি দেয়া হয়েছে৷ তবে যাদের এই টেস্টের আওতায় আনা হয়েছে, তাদের মধ্যে সর্বোচ্চ ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন৷ এরা সবাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-র কর্মকর্তা৷ সিনিয়র কর্মকর্তাদের গণনজরদারি ও অভিযোগের মাধ্যমে ডোপ টেস্টের আওতায় আনা হয়৷ কিন্তু এরই মধ্যে নজরদারির মাধ্যমে সাধারণ ডোপ টেস্ট বন্ধ হয়ে গেছে বলে জানান ডিএমপির ডেপুটি কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন৷ তিনি বলেন, ‘‘আমরা পজিটিভ ইস্যু থেকে এটা শুরু করেছিলাম৷ কিন্তু এটা নিজেদের মধ্যে নেগেটিভলি প্রতিফলিত হয়৷ এই কারণে আমরা গড়ে টেস্ট করা বন্ধ করে দিয়েছি৷ এখন আর এটা চলে না, সীমিত আকারে আছে৷ যদি কোনো ডিভিশন থেকে কারো অ্যাটিচুড সমস্যা বা সন্দেহজনক মুভমেন্টের অভিযোগ পাই, তাহলে তার ডোপ টেস্ট করা হয়৷’’

গত  ১৭ আগস্ট আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ‘‘মাদককে নিরুৎসাহিত করতে সরকারি চাকরিতে ঢোকার সময় এবং বছরে একবার সরকারি চাকরিজীবীদের ডোপ টেস্টের আওতায় আনা হবে৷''
তবে এই প্রক্রিয়ার অগ্রগতি এখনো হয়নি৷ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘‘এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন৷ ওখানেই যা বলার বলে দিয়েছেন৷ উনি বলার পর তো আমি কিছু বলতে পারি না৷ পরবর্তী অগ্রগতি সম্পর্কে এখন আমার জানা নেই৷ অফিসে গেলে হয়ত বলতে পারবো৷ আমার মনে নেই৷’’

ডা. টিটু মিয়া

This browser does not support the audio element.

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ডোপ টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিটু মিয়াকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে৷ তিনি বলেন, ‘‘ডোপ টেস্টের সিদ্ধান্ত পজিটিভ৷ এখন দেখতে হবে এটা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা আছে কিনা৷ আমরা এই সপ্তাহেই একটি বৈঠক করবো, যারা ডোপ টেস্ট করছে তাদের সাথেও আমরা যোগাযোগ করছি৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেডিকেল সেন্টার আছে, সেখানে লোকবল বাড়ানো যায়৷ যন্ত্রপাতি কিনতে হবে৷ তাই এটা কবে শুরু করা যাবে তা বলা যাচ্ছে না৷’’

তিনি জানান, ‘‘আপাতত সিন্ডিকেটের সিদ্ধান্ত হলো সব ছাত্রের ডোপ টেস্ট করা এবং প্রতি বছর করা৷’’

এদিকে পিএসপির চেয়ারম্যান শাহজাহান আলি মোল্লা বলেন, ‘‘বিসিএস এবং অন্যান্য নন-ক্যাডার সার্ভিসে নিয়োগের ব্যাপারে ডোপ টেস্টের ব্যাপারে আমরা কোনো নির্দেশনা এখনো পাইনি৷ পেলে ডোপ টেস্ট করবো৷ এখন শুধুমাত্র স্বাস্থ্য পরীক্ষার বিধান আছে৷’’
পুলিশের চলতি ডোপ টেস্টে যারা যারা পজিটিভ হয়েছেন তাদের মধ্যে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের মতো মাদকে আসক্তরা আছেন৷ আর করোনার মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ৪৫ জন মাদকাসক্ত ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে৷ তারা ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের পাশাপাশি আইস ও এলএসডির মতো মাদকে আসক্ত

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ