1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসলেই কতটা উন্নত ভারত?

১২ জানুয়ারি ২০২০

সম্প্রতি প্রকাশ হয়েছে ২০১৮ সালের ভারতে অপরাধ বিষয়ে একটি পরিসংখ্যান৷ এরপর থেকেই নানা মহলে প্রশ্ন উঠছে, কত দূর এগোলো বা পিছোলো ভারত?

Indische Armee
ছবি: dapd

দেশের জাতীয় অপরাধ পরিসংখ্যান সংস্থা বা এনসিআরবির তথ্য অনুযায়ী ২০১৮ সালে ভারতে দিনে ৯১টি ধর্ষণ হয়েছে৷ শুধু তাই নয়, পরিসংখ্যান বলছে দিনে ৮০টি খুন ও ২৮৯টি গুম হয়েছে৷

এই তথ্য প্রকাশের পর থেকে নতুন করে আলোচিত হচ্ছে ভারতের উন্নয়নশীলতার বাস্তবিক চিত্র৷

বর্তমানে, ভারতে বিশালাকারে সংগঠিত হচ্ছে নাগরকিত্ব আইন, নাগরিকপঞ্জীসহ বিভিন্ন বিষয়ে নাগরিক প্রতিবাদ৷ অন্যদিকে, প্রতিবাদী জনতার ওপর পুলিশি হামলার প্রতিবাদ থেকে পিছিয়ে নেই সমাজের কোনো অংশের মানুষ৷ একদিকে সংবিধানবিরোধী আইন, শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশি হামলার বিরুদ্ধে সোচ্চার সাধারণ মানুষ তেকে বলিউড সেলিব্রিটি সবাই, অন্যদিকে নতুন উদ্যমে প্রতিবাদ ঠেকাতে ‘ট্রল ব্রিগেড'৷ সব মিলিয়ে, কোথাও যেন অদৃশ্য এক ‘টাগ অফ ওয়ারে' ব্যস্ত বর্তমান ভারত৷ পাল্লার একদিকে যুক্তি, প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার৷ অন্যদিকে অন্ধ ভক্তি ও চুপ করিয়ে রাখার সংস্কৃতি৷

এমন পরিস্থিতিতে যখন ২০১৮ সালের অপরাধ পরিসংখ্যান সামনে আসে, তখন বুঝতে হবে যে ভারত গত দশ বছরে একাধিক ক্ষেত্রে উন্নতি করলেও বেশ কিছু মৌলিক খাতে রয়ে গেছে বিশাল ঘাটতি৷

প্রশ্ন করতে হবে, আসলেই কোথায় আটকে যাচ্ছে ভারত?

‘ইন্ডিয়া বনাম ভারত'

সমাজতাত্ত্বিক ক্যাথরিন ক্লেমেন্টিন-ওঝা একটি প্রতিবেদনে ভারতের মধ্যে অন্তর্নিহিত বেশ কিছু সামাজিক দ্বিমুখীতার প্রসঙ্গ তুলেচিলেন৷ তিনি বলেন, সাংস্কৃতিক ইতিহাসের ভারত ও অর্থনৈতিক উন্নয়নের দেশ ইন্ডিয়া আসলে সম্পূর্ণ ভিন্ন মেরুর দুটি দেশ হতে পারতো৷ কিন্তু ঘটনাচক্রে এই দুটি একই ভৌগোলিক অবস্থানে, একই জনগোষ্ঠীর অঙ্গ৷

যেন দুটি একেবারে ভিন্ন দেশ, কিন্তু এগিয়ে চলছে একই সীমান্তের ভেতরে একই নাগরিকের দল নিয়ে৷

বর্তমান ভারতের সমস্ত টানাপোড়েন, তা হোক সাংস্কৃতিক, রাজনৈতিক বা অর্থনৈতিক, সবই ঘুরেফিরে কোথাও যেন ক্যাথরিনের এই দ্বিমুখীতার কথাই মনে করায়৷

একই দেশে একদিকে একটি বিশেষ প্রাণীর মাংস খাওয়ার গুজবের ভিত্তিতে জ্যান্ত পুড়িয়ে মারা হয় পিতা-পুত্রকে৷ অন্যদিকে, দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সশরীরে সরকারবিরোধী জনসভায় উপস্থিত হয়ন, নিজের কেরিয়ার বা প্রাণভয়ের তোয়াক্কা না করেই৷

একই দেশে সম্প্রতি বৈধ হয়েছে সমকামী সম্পর্ক৷ অন্যদিকে এই ভারতেই ধর্ষিত হচ্ছেন গড়ে দিনে ৯১জন৷

জাতপাতভিত্তিক বিভেদ আইনত ভারতে অপরাধ হলেও শিক্ষাক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে একজন রোহিত ভেমূলাকে আত্মহত্যা করতে হয়৷

বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাবে সমস্যার মূলে রয়েছে এই অঞ্চলে প্রচলিত প্রাচীন আচারের অভ্যাসের সাথে আধুনিক গণতন্ত্রচর্চার সরাসরি সংঘর্ষ, যা প্রতিদিন খোলা চোখে দেখছে ভারতবাসী ও গোটা বিশ্ব৷

তর্ক চলবেই, কোন পথে এই দ্বন্দ্বের সমাধান৷ কিন্তু এখনও কোনো মধ্যপন্থায় এসে পৌঁছাতে পারেনি ভারত৷ খাতায় কলমে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র হলেও ভারতে তা একটি উন্নয়নশীল চিন্তার নাম, যা এখনও ডান হাতে ভাত খাওয়ার মতো দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ