নতুন এক গবেষণায় দেখা গেছে, বিজ্ঞানীদের ধারণার বাইরে গিয়ে পৃথিবী গরম হচ্ছে দিন দিন৷ এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম৷ প্রকাশিত হবার পর থেকে ভিডিওটি ভাইরাল৷
বিজ্ঞাপন
পরিবেশ বিষয়ক বিখ্যাত গবেষণা পত্রিকা নেচার-এ গত বুধবার প্রকাশিত হয়েছে গবেষণাটি৷ সেখানে দেখা গেছে, বিজ্ঞানীরা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির যে হার নিরূপণ করেছিলেন, তার চেয়ে অনেক বেশি গতিতে বাড়ছে তাপমাত্রা৷
দেখা গেছে, গত ২৫ বছরে সমুদ্রের পানির তাপমাত্রা বেড়েছে ৬০ ভাগ!গবেষণাটি বলছে, বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের প্রভাব যে কতটা হতে পারে, তা ঠিকমতো বুঝতে পারেননি৷ কারণ, তাঁরা দেখিয়েছেন, উষ্ণতার অনেকটাই বায়ুমণ্ডলে ছড়িয়ে দিলেও অনেকটা তাপ পৃথিবী নিজেই ধরে রাখছে, যেটা বিজ্ঞানীরা আগে বুঝতে পারেননি৷
আর তাই বাড়ছে সমুদ্রের পানির তাপমাত্রা৷ আর যেভাবে এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মানুষ এগুচ্ছে, তা মোটেই যথেষ্ট নয়৷
২১০০ সাল পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি সীমিত রাখার যে পরিকল্পনা, তা বাস্তবায়ন হবে কিনা এ নিয়ে সংশয় দেখছেন এই গবেষকরা৷
যদি লক্ষ্যে অটুট থাকতে হয়, তাহলে ‘অভূতপূর্ব উদ্যোগ' নিতে হবে বলে মনে করেন তাঁরা৷
এই তথ্যগুলোই ভিডিওটিতে তুলে ধরেছে ওয়ার্ড ইকনোমিক ফোরাম৷ প্রায় এক মিনিটের ভিডিওটি শুক্রবার প্রকাশের পর একদিনেই ৯১ হাজার বার দেখা হয়ে গেছে৷ মন্তব্য পড়েছে শত শত৷ অনেকেই ভবিষ্যৎ পৃথিবী নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন৷
তাপমাত্রার ক্রমশ বৃদ্ধি প্রভাব ফেলছে বিশ্বজুড়েই৷ দেখা দিচ্ছে বিশুদ্ধ পানির সংকট৷ কমে যাচ্ছে ফসল উৎপাদন, সেই সাথে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র৷ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির এ প্রভাব আরো বাড়বে বলে আশংকা বিজ্ঞানীদের৷
দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যে খরার প্রভাব সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন ‘‘আমরা একটি মরুভূমির দেশে পরিণত হয়েছি৷’’ অস্ট্রেলিয়া সরকার সম্প্রতি দেশটির ফসল উৎপাদনের ক্ষেত্রে খরার প্রভাব মোকাবেলায় কৃষকদের কয়েক মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেয়৷
ছবি: Getty Images/B. Mitchell
ইথিওপিয়া: হুমকির মুখে যাযাবর সম্প্রদায়
২০১৫ সাল থেকে মারাত্মক অনাবৃষ্টিজনিত খরায় ভুগছে দেশটি৷ ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন৷ প্রায় ৮৫ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী৷ শুধু তাই নয়, খরার কারণে হুমকির মুখে পড়েছে দেশটির শত বছরের পুরনো যাযাবর সম্প্রদায়ের জীবনযাপনও৷
ছবি: picture-alliance/AP Photo/E. Meseret
দক্ষিণ আফ্রিকায় ‘ডে জিরোর‘ আশঙ্কা
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম শহর কেপ টাউনের জলস্তর নীচের দিকে নেমে যাওয়ায় শহরটিতে্ দেখা দেয় তীব্র পানির সংকট৷ বছরের একটি নির্দিষ্ট সময় পানি সরবরাহ বন্ধ থাকে শহরটি৷ সেই সময়কে বলা হয় ‘ডে-জিরো’৷ বৈশ্বিক উষ্ণায়নের কারণে পুরো দেশজুড়েই ’ডে-জিরো’র মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশেজ্ঞরা৷
ছবি: picture-alliance/dpa/H. Krog
বিপর্যস্ত ইউরোপ
তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি বিপর্যস্ত করেছে ইউরোপের জনজীবনকে৷ কর্মজীবন, জনস্বাস্থ্য, ফসল উৎপাদনসহ নানা ক্ষেত্রে প্রভাব পড়ছে বৈশ্বিক উষ্ণতার৷ অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার ভয়ে আছেন কৃষকরা৷
ছবি: picture-alliance/dpa/P. Pleul
দ্বৈত সমস্যায় গ্রিস
একদিকে অনাবৃষ্টি, অন্যদিকে অতিবৃষ্টি, এ দুয়ের মাশুল দিচ্ছে গ্রিসের জনগণ৷ দেশটির কিছু অঞ্চলে অতিবৃষ্টির কারণে দেখা দিচ্ছে বন্যা, ক্ষতি হচ্ছে ফসলের৷ অন্যদিকে অনাবৃষ্টির কারণেও ভুগতে হচ্ছে কৃষকদের৷
তিন মাসের বেশি বৃষ্টিপাতহীন থাকে না সুইডেনের কোনো অঞ্চল৷ ১৯৪৪ সালের পর থেকে এই আবহাওয়ায় অভ্যস্ত দেশটির জনগণ৷ কিন্তু এবার দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয়নি দেশটির কোনো অঞ্চলেই৷মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল উৎপাদন৷
ছবি: picture-alliance/NurPhoto/M. Fludra
ব্রিটেন যেন শুকনো খড়কুটার বাক্স
চলতি বছরে গ্রীষ্মকালীন খরার কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়েছে যুক্তরাজ্যেও৷ দেশটির জাতীয় কৃষক ইউনিয়ন এ অবস্থাটিকে ‘শুষ্ক খড়কুটার বাক্সে’র সাথেই তুলনা করেছেন৷
ছবি: picture-alliance/Photoshot
পানির অভাব ভারতে
তীব্র খরার কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে তীব্র পানির সংকট৷ খাবার পানি সংকটের হুমকিতে পড়া বিশ্বের কয়েকটি দেশের শহরের সাথে সম্প্রতি যুক্ত হয়েছে ভারতের অন্যতম শহর বেঙ্গালুরুর নাম৷