1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসাঞ্জকে এবার পাড়ি দিতে হতে পারে সুইডেনে

২৪ ফেব্রুয়ারি ২০১১

বিচারের মুখোমুখি করতে উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে এবার সুইডেনে পাঠানো যেতে পারে বলে রায় দিল ব্রিটেনের এক বিচারক৷ তবে আসাঞ্জের আইনজীবীরা বলেছেন তাঁরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন৷

Wikileaks, Julian Assange
উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জছবি: picture-alliance/dpa

১১ জানুয়ারি নিশ্ছিদ্র নিরাপত্তা সঙ্গে লন্ডনের বেলমার্স ম্যাজিস্ট্রেটস আদালতে এই বিচারকাজ শুরু হয়৷ সুইডেনের দুই নারী আসাঞ্জের বিরুদ্ধে মূলত ধর্ষণ ও যৌন হয়রানির মামলা করেন৷ কিন্তু আসাঞ্জ বলেন, এই মামলা উদ্দেশ্যপ্রণোদিত৷ কেননা তাঁর ওয়েবসাইট প্রায় আড়াই লক্ষ গোপন মার্কিন নথি প্রকাশ করে সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল৷

এর আগে যৌন হয়রানির ঐ মামলায় আদালতে ৩ লাখ ১২ হাজার ডলার পরিশোধের মাধ্যমে শর্ত সাপেক্ষে কারাগার থেকে মুক্ত হন আসাঞ্জ৷ তবে জামিনের শর্ত অনুসারে, আসাঞ্জকে থাকতে হচ্ছিল লন্ডনে, অনেকটা গৃহবন্দি অবস্থায়৷ শুধু তাই নয়, তাঁকে ইলেকট্রনিক ট্যাগ পরিধান করতে হচ্ছিল এবং প্রতিদিন রিপোর্ট করতে হচ্ছিল পুলিশের কাছে৷

আসাঞ্জকে থাকতে হচ্ছিল লন্ডনে, অনেকটা গৃহবন্দি অবস্থায়...ছবি: picture alliance/dpa

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোপন কূটনৈতিক নথি প্রকাশ করার দায়ে, আসাঞ্জ'এর ওপর খেপে আছে যুক্তরাষ্ট্র৷ ইন্টারপোলে তিনি ‘মোস্ট ওয়ান্টেড পারসন'দের একজন৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ