1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসাঞ্জের সহযোগী নরওয়েতে নিখোঁজ

৩ সেপ্টেম্বর ২০১৮

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের সহযোগী আরিন কামফুইস নরওয়েতে নিখোঁজ হয়েছেন৷ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ কামফুইসকে দেশটির উত্তরাঞ্চলে গত ২০ আগস্ট সর্বশেষ দেখা গিয়েছিল৷

Arjen Kamphuis niederländischer Sicherheitsexperte
ছবি: picture-alliance/Apa/H. Pfarrhofer

বোদো শহরের একটি হোটেল থেকে বের হওয়ার পর থেকে কামফুইস নিখোঁজ বলে এক টুইটে জানিয়েছে উইকিলিকস৷ একে ‘বিস্ময়কর অন্তর্ধান' বলছে তারা৷

উইকিলিকসের ভাষ্য মতে, বোদো থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণের শহর ট্রনহাইম থেকে ২২ আগস্ট ফ্লাইট ছিল কামফুইসের৷

কামফুইস বোদো, ট্রনহাইম বা ট্রেনের মধ্য থেকে নিখোঁজ হতে পারেন বলে ধারণা করছে উইকিলিকস৷

নিখোঁজদের সম্পর্কে তথ্য সংগ্রহকারী একটি ওয়েবসাইট বলছে, ‘‘তার বয়স ৪৭ বছর৷ তিনি ১ দশমিক ৭৮ মিটার লম্বা এবং চলাচল সাধারণ৷ তিনি সাধারণত কালো পোশাক পরেন এবং কালো ব্যাকপ্যাক নিয়ে চলেন৷''

তাঁকে নরওয়ের আলেসান্ড ডেনমার্কের রিবেতে দেখা গেছে বলে দু'টি উড়ো খবর এলেও সে বিষয়ে কেউ নিশ্চিত করতে পারেনি৷

তবে নেদারল্যান্ডসের এই নাগরিক কোথায় থাকতে পারেন সে বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো ‘ক্লু' নেই বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র টমি বেক৷

নরওয়ের একটি ট্যাবলয়েড বলছে, নেদারল্যান্ডসে আনুষ্ঠানিকভাবে কামফুইসের নিখোঁজের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানো পর্যন্ত তাঁর মোবাইল ফোন ‘মুভমেন্ট ডেটা' ব্যবহারের সুযোগ পাবে না নরওয়ে পুলিশ৷

তবে কামফুইসের এক বন্ধুর টুইট থেকে বিষয়টি অবগত হয়েছেন বলে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে৷1035674447418519552

এএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ