মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের মধ্যে সোমবারই বৈঠক৷ বিষয়: সিরিয়া সংকট৷ তবে সমাধানের সূত্র নিয়ে তাঁদের মধ্যে মতপার্থক্য রয়েছে৷ রাশিয়া আসাদকে পূর্ণ সমর্থ দিলেও, যুক্তরাষ্ট্র এখনও নিরব৷
বিজ্ঞাপন
আসাদ সম্পর্কে বিশ্ব নেতাদের বক্তব্য
সিরিয়ায় চার বছরেরও বেশি সময় ধরে চলা সংকটের সমাধান চান বিশ্বের প্রায় সব নেতাই৷ কিন্তু কীভাবে? সমাধান পরিকল্পনা নিয়ে তাঁদের মধ্যে রয়েছে চরম মতভেদ৷
ছবি: Reuters/P. Wojazer
যুক্তরাষ্ট্র
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সোমবার যে বক্তব্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেখানে তিনি সিরিয়া সংকট নিরসনে একটি রাজনৈতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করতে পারেন৷ তবে এই পরিকল্পনার অংশ হিসেবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে চান না প্রেসিডেন্ট ওবামা৷
ছবি: Reuters
রাশিয়া
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন মনে করেন, সিরিয়ার সংকট সমাধানে সে দেশের বর্তমান সরকারি কাঠামোকে আরও শক্তিশালী করার বিকল্প নেই৷ অর্থাৎ আসাদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে রাশিয়ার৷
ছবি: picture-alliance/dpa/A. Druzhinin
ইরান
প্রেসিডেন্ট হাসান রোহানি বলেন, জঙ্গি গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে লড়তে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে অবশ্যই ক্ষমতায় থাকতে হবে এবং তাঁর সরকারকে দুর্বল করা যাবে না৷
ছবি: picture-alliance/Geisler-Fotopress
যুক্তরাজ্য
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সিরিয়ার অন্তর্বর্তী সরকারের অংশ হতে পারেন আসাদ, কিন্তু দেশটির ভবিষ্যৎ রাজনীতির অংশ নয়৷
ছবি: Reuters/J. Giles
জার্মানি
চ্যান্সেলর আঙ্গেরা ম্যার্কেল বলেছেন, সিরিয়ার সংকট নিরসনের চেষ্টা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে নিয়েই করতে হবে৷ তাঁর মতে, আসাদকে দূরে রেখে সিরিয়া এবং সিরিয়ার পার্শ্ববর্তী এলাকাগুলোয় শান্তি ফেরানো সম্ভব নয়৷
ছবি: Reuters/M. Segar
তুরস্ক
প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোলু বলেন, সিরীয়রা তাদের সংকটের সমাধান যেভাবে চাইবে, তুরস্ক সেটা সমর্থন করবে৷ তবে সেখানে আসাদ থাকতে পারবে না৷
ছবি: Reuters/Umit Bektas
ফ্রান্স
ইরানি প্রেসিডেন্ট রোহানির সঙ্গে বৈঠকের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ বলেন, সিরিয়ার সমস্যা সমাধানে ইরান সহায়তা করতে পারে, তবে প্রেসিডেন্ট আসাদ তার অংশ হতে পারেন না৷
ছবি: Reuters/P. Wojazer
7 ছবি1 | 7
এদিকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এর বিরুদ্ধে হামলা জোরদার হচ্ছে৷