1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘শেষ চেষ্টা’

২১ ডিসেম্বর ২০১২

সিরিয়া সমস্যা সমাধানে ছয় দফা প্রস্তাব দিয়েছে ইরান৷ কিন্তু সিরিয়ার প্রধান বিরোধী জোট বলছে, এটা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বাঁচানোর শেষ চেষ্টা৷

In this Friday, Dec. 14, 2012 photo, Syrian rebels prepare to make bombs to be used against government forces, at their post in Maaret Misreen, near Idlib, Syria. The new Syrian rebel chief, a defected army general who spent months in exile, says he has begun operating inside Syria to unite autonomous anti-regime militias for what he hopes will be the final push against President Bashar Assad. (Foto:Muhammed Muheisen/AP/dapd)
ছবি: AP

শুক্রবার এক বিবৃতিতে সিরিয়ার বিরোধী ন্যাশনাল কাউন্সিল বা জাতীয় পরিষদ বলেছে, ‘‘বিরোধীরা যখন রাজনৈতিক ও সামরিকভাবে একের পর এক বিজয় অর্জন করছে তখন সিরীয় সরকার ও তাদের মিত্ররা এমন প্রস্তাব নিয়ে আসছেন যা অনেক আগেই করা উচিত ছিল৷''

উল্লেখ্য, ইরানের প্রস্তাবে আসাদ সরকারকে ক্ষমতা ছাড়ার কথা বলা হয়নি৷ বরং জাতিসংঘের উদ্যোগে সকল পক্ষকে সংঘাত বন্ধ করার আহ্বান জানানো হয়েছে৷ এছাড়া সিরিয়ার উপর থেকে সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুই পক্ষের মধ্যে অস্থায়ী সরকার গঠন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে আলোচনার কথা বলা হয়েছে৷

সিরিয়ার আরেক ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনায় মিলিত হবেন৷ সেখানে অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে সিরিয়া নিয়েও আলোচনা হবার কথা রয়েছে৷

ন্যাটো মহাসচিব আন্ডার্স ফগ রাসমুসেন বলেছেন, সিরিয়ার সরকার ‘স্কাড' এর মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে তাদের কাছে প্রমাণ আছে৷

এদিকে, রাজধানী দামেস্কে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যদের আবাসনের নিকটে সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ৷

বিদ্রোহী ‘সিরিয়ান ফ্রি আর্মি'-র সদস্যরা দামেস্কের একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে৷ এই নিয়ে সাম্প্রতিক সময়ে দামেস্কের আশেপাশে বেশ কয়েকটি ঘাঁটি দখলের দাবি করেছে সরকার বিরোধীরা৷

তবে আলেপ্পোতে একটি বিমান ঘাঁটি দখলের সময় সংঘর্ষে সাত বিরোধী কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷

সিরিয়ায় গণহত্যা প্রতিরোধে জাতিসংঘের পরামর্শক হিসেবে কাজ করছেন আদামা ডিঙ৷ তাঁর আশঙ্কা, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ যে সম্প্রদায়ের লোক সেই আলাউইট ও অন্যান্য ছোট সম্প্রদায়ের লোকেরা সিরিয়ার বিদ্রোহীদের হামলার শিকার হতে পারে৷ তিনি বলেন, এসব ব্যক্তি যেহেতু বর্তমান সরকারের সমর্থক তাই তাদের উপর হামলা করতে পারে বিরোধীরা৷ বিদ্রোহীরা ইতিমধ্যে হামা প্রদেশে আলাউইট অধ্যুষিত একটি এলাকা দখল করে নিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের ঐ পরামর্শক৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ