1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রেন্ডস অফ সিরিয়া

৬ জুলাই ২০১২

সিরিয়া সংকট আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য এক বড় হুমকি৷ এমনটাই মনে করে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ৷ ফ্রান্সে অনুষ্ঠিত ‘ফ্রেন্ডস অফ সিরিয়া’ বৈঠকে একথা বলেন ওলঁদ৷

ছবি: dapd

সিরিয়া সংকট নিরসনে সমাধানের পথ খুঁজতে ফ্রান্সে আয়োজন করা হয় বিশেষ বৈঠকের৷ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করলেও সিরিয়ার মিত্র দেশ চীন এবং রাশিয়া অংশ নেয়নি৷ বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তন আনতে রাশিয়ার সমর্থন কামনা করেন৷ তিনি বলেন, ‘‘আমাদেরকে সিরিয়া পরিস্থিতির সমাপ্তি টানতে হবে৷ বাশার-আল আসাদকে বিদায় নিতে হবে৷ সেদেশে একটি অর্ন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে৷ সবার স্বার্থেই এটি প্রয়োজন৷''

বৈঠকে সিরিয়ার উপর আরো অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হয়েছে৷ একইসঙ্গে সেদেশের বিরোধীদের ব্যাপক সহায়তায় সম্মত হয়েছেন অংশগ্রহণকারী প্রতিনিধিরা৷ বিশেষ করে সিরিয়ার বিরোধী পক্ষ যাতে তাদের মধ্যে এবং বিদেশে আরো সহজে যোগাযোগ করতে পারে, সেজন্য সহায়তা করবে বিভিন্ন দেশ৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বৈঠকে বলেন, ‘‘এখানে প্রতিনিধিত্বকারী প্রতিটি দেশ এবং গোষ্ঠীর প্রতিনিধিরা যা করতে পারেন, তা হচ্ছে রাশিয়া এবং চীনের সঙ্গে আলোচনা করতে পারেন৷ এবং শুধু আহ্বান নয়, তারা যাতে সিরিয়ার শাসকগোষ্ঠীর পক্ষ ত্যাগ করে সেদেশের সাধারণ মানুষের আইনসঙ্গত আকাঙ্ক্ষাকে সমর্থন করে সেই দাবি জানাতে পারেন৷’’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সঙ্গে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলেছবি: dapd

বলাবাহুল্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার উপর কোন ধরনের কঠোর উদ্যোগ নিতে পারছে না৷ কেননা, রাশিয়া দুইবার এই বিষয়ে ভেটো প্রদান করেছে৷ ভূমধ্যসাগরে সেদেশের একমাত্র নৌ বন্দরটি সিরিয়ায় অবস্থিত৷

এদিকে, সিরিয়ায় সহিংসতা অব্যাহত রয়েছে৷ সেদেশের দারা শহরে শুক্রবারও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে সরকারি সেনারা৷ এতে এক বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে৷ ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, স্বেচ্ছাসেবী চিকিৎসা কর্মীরা দারায় এক রক্তাক্ত ব্যক্তিকে চিকিৎসা প্রদানের চেষ্টা করছেন৷

লন্ডনভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্ক'এ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে৷ শহরতলীর একটি এলাকায় অভিযান চালিয়ে সরকারি সেনারা বেশ কয়েকজনকে আটক করেছে৷ সিরিয়ার অন্যান্য শহরেও সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের খবর প্রকাশ করেছে অবজারভেটরি গোষ্ঠী৷

এদিকে, বৃহস্পতিবার সিরিয়ায় সংঘর্ষে প্রাণ হারায় কমপক্ষে ৯৫ ব্যক্তি৷ নিহতদের মধ্যে ৬৮ বেসামরিক নাগরিক, ২৪ সরকারি সেনা এবং তিন বিদ্রোহী সেনা রয়েছে৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর হিসেব অনুযায়ী, সিরিয়ায় গত বছরের মার্চ মাস থেকে চলা সরকার বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা সাড়ে ষোল হাজারের বেশি৷

এআই / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ