1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া

৯ ডিসেম্বর ২০১২

সিরিয়া পরিস্থিতি নিয়ে আবারও আলোচনা শুরু করতে চায় রাশিয়া৷ তবে আসাদকে সরানোর পক্ষে নয় তারা৷ এদিকে সিরিয়ার বিদ্রোহীরা আরও একটি সেনা ঘাঁটি দখল করে নিয়েছে৷ এদিকে সিরিয়ায় নিহত তিন লেবাননি ও ফিলিস্তিনির লাশ ফেরত এসেছে৷

U.N.-Arab League peace envoy Lakhdar Brahimi (L) and Russia's Foreign Minister Sergei Lavrov address the media after their meeting in Moscow October 29, 2012. Brahimi expressed regret on Monday that a U.N.-brokered truce had not been more successful in Syria but said he would not let this discourage his peace efforts. REUTERS/Maxim Shemetov (RUSSIA - Tags: POLITICS)
ছবি: Reuters

রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভ জানিয়েছেন, নতুন আলোচনায় গুরুত্ব পাবে সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা৷ তবে এই আলোচনা হবে কোন ধরণের পূর্বশর্ত ছাড়াই৷ অর্থাৎ কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না সেটি নিয়ে আলোচনায় আগ্রহী নয় রাশিয়া৷ লাভরভ বলেছেন, যে সিরিয়ার দুই পক্ষকে এখন অস্ত্র ত্যাগ করে আলোচনার টেবিলে বসতে হবে৷

এই আলোচনার জন্য লাভরভ তার এক সহকারীকে পাঠাচ্ছেন জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমির কাছে৷ সেই রুশ প্রতিনিধি ব্রাহিমি ছাড়াও বৈঠক করবেন জেনেভাতে মার্কিন প্রতিনিধির সঙ্গে৷ উল্লেখ্য, এখন পর্যন্ত সিরিয়ার বিরুদ্ধে কোন ধরণের কড়া পদক্ষেপ নিতে পারেনি পশ্চিমা বিশ্ব৷ কারণ নিরাপত্তা পরিষদে এই সংক্রান্ত তিন দফা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া এবং চীন৷

এদিকে বিদ্রোহীদের হাতে নতুন একটি সেনা ঘাঁটি দখলের খবর পাওয়া গেছে রোববার৷ এছাড়া আরও অনেক জায়গায় বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনীর বোমা বর্ষণেরও খবর এসেছে৷ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, সিরিয়ার উত্তরের প্রদেশ আলেপ্পোর শেখ সুলাইমান এলাকার একটি ঘাঁটি দখল করেছে বিদ্রোহীরা৷ এলাকাটি তুরস্কের সীমান্তের কাছে অবস্থিত৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রেজিমেন্ট ট্রিপল ওয়ান এবং আরও তিনটি কোম্পানি দখল করেছে বিদ্রোহীরা৷ দখলের পর ঘাটি ছেড়ে পালিয়েছে শতাধিক সেনা৷ এছাড়া পাঁচজনকে আটকও করেছে বিদ্রোহীরা৷

সিরিয়ার বিদ্রোহীদের একজন অস্ত্র হাতে (ফাইল ফটো)ছবি: Reuters

অন্যদিকে দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে আসাদের সেনারা৷ এছাড়া ইরবিন এলাকাতে বিমান হামলাও চালানো হয়৷ রাজধানীর উপকণ্ঠে কাদাম নামে জায়গাতে সেনা আর বিদ্রোহীদের মধ্যেও যুদ্ধের খবর পাওয়া গেছে৷

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার লেবাননের কর্তৃপক্ষের হাতে তিনজনের লাশ এসে পৌঁছেছে৷ গত সপ্তাহে সিরিয়াতে যে ১৪ জন লেবাননি এবং ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের মধ্যে ছিলো এই তিনজন৷ মনে হচ্ছে, নিহতরা সিরিয়ার বিদ্রোহীদের পক্ষে যোগ দিয়েছিলো৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে লেবাননের ত্রিপোলিতেও প্রেসিডেন্ট আসাদের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে৷

আরআই/এএইচ (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ