1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসাদবিরোধীদের মধ্যে বিরোধ

৩০ মে ২০১৩

সিরিয়া সংকট নিয়ে উদ্বেগ এবং তা নিরসনের চেষ্টা চলছে৷ এরই মাঝে বিরোধ দেখা দিয়েছে আসাদ সরকারবিরোধী শিবিরে৷ সিরিয়ার বিরোধীদলগুলো দেশের বাইরে অবস্থানরত বিরোধীদের সমালোচনা করে তাদের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে৷

A Free Syrian Army fighter takes position by pointing an artillery weapon towards the sky in Idlib, May 18, 2013. Picture taken May 18, 2013. REUTERS/Abdalghne Karoof (SYRIA - Tags: POLITICS CIVIL UNREST CONFLICT) // eingestellt se
ছবি: Reuters

দেশছাড়া বিরোধী দলগুলোর জোট ন্যাশনাল কোয়ালিশনকে আসাদ বিরোধীদের অনেক দুর্বলতাই তুলে ধরেছে সিরিয়ায় অবস্থানরত বিরোধী দলগুলো৷ এক বিবৃতিতে তারা বলেছে, ন্যাশনাল কংগ্রেসের আইনগত কোনো ভিত্তি নেই৷ জোটে অর্ধেক অন্তত বিদ্রোহীদের রাখতে হবে – এ দাবিও করেছে তারা৷ ন্যাশনাল কংগ্রেসে ঐক্যের অভাব সুস্পষ্ট৷ জেনেভায় যে শান্তি আলোচনা হবার কথা সেখানে অংশ নেয়ার সিদ্ধান্তই নিতে পারছে না জোট৷ আলোচনায় কে বা কারা প্রতিনিধিত্ব করবে তা নিয়েই এখনো সিরিয়ার বিরোধী দলগুলোর সবচেয়ে বড় জোটটি দ্বিধাবিভক্ত৷ দেশের ভেতরের দলগুলো এই দুর্বলতাকেও তুলে ধরেছে৷

ন্যাশনাল কোয়ালিশনের এ দুর্বলতা শান্তি আলোচনাকেও হুমকির মুখে ফেলেছে৷ জোট নেতারা অনেকদিন ধরেই তুরস্কের রাজধানী ইস্তানবুলে রয়েছেন৷ তাঁদের দ্রুত সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতে ইস্তানবুল গিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগলু৷ সিরিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড এবং ফ্রান্সের কূটনীতিকরাও সেখানে গিয়েছেন একই উদ্দেশ্যে৷

এদিকে ন্যাশনাল কোয়ালিশনের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় শান্তি আলোচনা জুনে হওয়ার কথা থাকলেও সম্ভবত হচ্ছেনা৷ বাশার আল-আসাদ আলোচনায় অংশ নিতে সম্মতি দেয়ার পরও তাই তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তা জুলাইয়ের আগে হওয়ার সম্ভাবনা খুব কম৷

এসিবি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ