1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসাদবিরোধীদের মধ্যে বিরোধ

৩০ মে ২০১৩

সিরিয়া সংকট নিয়ে উদ্বেগ এবং তা নিরসনের চেষ্টা চলছে৷ এরই মাঝে বিরোধ দেখা দিয়েছে আসাদ সরকারবিরোধী শিবিরে৷ সিরিয়ার বিরোধীদলগুলো দেশের বাইরে অবস্থানরত বিরোধীদের সমালোচনা করে তাদের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে৷

A Free Syrian Army fighter takes position by pointing an artillery weapon towards the sky in Idlib, May 18, 2013. Picture taken May 18, 2013. REUTERS/Abdalghne Karoof (SYRIA - Tags: POLITICS CIVIL UNREST CONFLICT) // eingestellt se
ছবি: Reuters

দেশছাড়া বিরোধী দলগুলোর জোট ন্যাশনাল কোয়ালিশনকে আসাদ বিরোধীদের অনেক দুর্বলতাই তুলে ধরেছে সিরিয়ায় অবস্থানরত বিরোধী দলগুলো৷ এক বিবৃতিতে তারা বলেছে, ন্যাশনাল কংগ্রেসের আইনগত কোনো ভিত্তি নেই৷ জোটে অর্ধেক অন্তত বিদ্রোহীদের রাখতে হবে – এ দাবিও করেছে তারা৷ ন্যাশনাল কংগ্রেসে ঐক্যের অভাব সুস্পষ্ট৷ জেনেভায় যে শান্তি আলোচনা হবার কথা সেখানে অংশ নেয়ার সিদ্ধান্তই নিতে পারছে না জোট৷ আলোচনায় কে বা কারা প্রতিনিধিত্ব করবে তা নিয়েই এখনো সিরিয়ার বিরোধী দলগুলোর সবচেয়ে বড় জোটটি দ্বিধাবিভক্ত৷ দেশের ভেতরের দলগুলো এই দুর্বলতাকেও তুলে ধরেছে৷

ন্যাশনাল কোয়ালিশনের এ দুর্বলতা শান্তি আলোচনাকেও হুমকির মুখে ফেলেছে৷ জোট নেতারা অনেকদিন ধরেই তুরস্কের রাজধানী ইস্তানবুলে রয়েছেন৷ তাঁদের দ্রুত সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতে ইস্তানবুল গিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগলু৷ সিরিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড এবং ফ্রান্সের কূটনীতিকরাও সেখানে গিয়েছেন একই উদ্দেশ্যে৷

এদিকে ন্যাশনাল কোয়ালিশনের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় শান্তি আলোচনা জুনে হওয়ার কথা থাকলেও সম্ভবত হচ্ছেনা৷ বাশার আল-আসাদ আলোচনায় অংশ নিতে সম্মতি দেয়ার পরও তাই তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তা জুলাইয়ের আগে হওয়ার সম্ভাবনা খুব কম৷

এসিবি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ