1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্দি বিনিময়

১০ জানুয়ারি ২০১৩

সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শান্তি প্রস্তাব থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন লাখদার ব্রাহিমি৷ সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরব লিগের এই শান্তি দূতের উপর চটেছে সিরিয়া৷ আর দেশে ক্ষেপণাস্ত্র ব্যবহারের সমালোচনা করেছে ন্যাটো৷

ছবি: picture alliance/abaca

বার্তাসংস্থা রয়টার্সকে ব্রাহিমি জানান, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা গত বছর সিরিয়ার জন্য যে পরিকল্পনা করেছিলেন, তাতে সেদেশের জন্য প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারে আসাদ থাকবে না বলেই জানতেন তিনি৷ বর্ষীয়ান এই দূত বলেন, ‘‘নিশ্চিতভাবে সেই সরকারের সদস্য হতে পারবেন না আসাদ৷’’

সিরিয়ার গণমাধ্যম ব্রাহিমির এই বক্তব্যের সমালোচনা করেছে৷ সেদেশের সরকারপন্থী পত্রিকা হিসেবে পরিচিত দৈনিক আল-ওয়াতান লিখেছে, লাখদার ব্রাহিমিকে ‘পশ্চিমারা নিজেদের স্বার্থে ব্যবহার’ করছে৷ তবে সিরিয়ার বিরোধী দল ব্রাহিমির বক্তব্যকে সমর্থন করেছে৷ এর আগে অবশ্য তারাও এই দূতের সমালোচনায় মুখর ছিল৷ কেননা আসাদের ভবিষ্যত নিয়ে এতকাল তেমন কিছু বলেননি ব্রাহিমি৷ এবার তাঁর বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয়েছে, দাবি বিদ্রোহীদের৷ ব্রিটেনে তাদের প্রতিনিধি ওয়ালিদ সফুর এই বিষয়ে বলেন, ‘‘লাখদার ব্রাহিমির এই বক্তব্যের জন্য আমরা দীর্ঘকাল অপেক্ষা করেছি৷ এর আগে তিনি কখনো আসাদের সমালোচনা করেননি৷’’

সিরিয়ার বিদ্রোহীরা মুক্তি দেবার পর ইরানিরা দামেস্কে পৌঁছচ্ছেছবি: REUTERS

এদিকে, সিরিয়ার অভ্যন্তরেই আবারো অনিয়ন্ত্রিত স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেদেশের সরকারি বাহিনী৷ ন্যাটো এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের সমালোচনা করেছে৷ ন্যাটোর এক কর্মকর্তা জানিয়েছেন, এসব ক্ষেপণাস্ত্র সিরিয়ার মধ্যেই বিস্ফোরিত হয়েছে, কোনোটিই তুরস্কের ভূখণ্ডে আঘাত হানেনি৷ প্রসঙ্গত, সিরিয়া গত সপ্তাহেও এভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে৷ ন্যাটো সিরিয়ার এই কর্মকাণ্ডকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়েছে৷

এর আগে সিরিয়ার বিদ্রোহীদের হাত থেকে মুক্ত পাওয়া ৪৮ জন ইরানি নাগরিক বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেছেন৷ সেখানে তাঁদের সাদা লিলি ফুল দিয়ে স্বাগত জানান ইরানের কূটনীতিকরা৷ সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠীর হাতে আটক দু’হাজারের বেশি বন্দির মুক্তির বিনিময়ে ইরানি নাগরিকদের ছেড়ে দেয় বিদ্রোহীরা৷

গত আগস্টে ইরানি এই নাগরিকদের আটক করে সিরিয়ার বিদ্রোহীরা৷ তারা এবং ওয়াশিংটন জানিয়েছে, আটককৃতরা ইরানের ‘রেভোলিউশনারি গার্ড’ বাহিনীর সদস্য এবং সিরিয়ায় গিয়েছিল আসাদের পক্ষে লড়াই করতে৷ তবে ইরান শুরু থেকেই দাবি করেছে, এসব নাগরিক ‘তীর্থযাত্রী’৷

প্রসঙ্গত, সিরিয়ায় সর্বশেষ সরকার বিরোধী আন্দোলন শুরুর পর এই প্রথম এত বিপুল সংখ্যক বন্দি বিনিময় ঘটলো সেদেশের সরকার এবং বিদ্রোহীদের মধ্যে৷ একাধিক সূত্র জানিয়েছে, এই বন্দি বিনিময়ে মধ্যস্থতা করেছে তুরস্ক এবং কাতার৷ সিরিয়ায় গত প্রায় ২১ মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা ৬০ হাজারের বেশি৷

এআই/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ