1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরও কঠোর ক্লিন্টন

৪ ডিসেম্বর ২০১২

সিরিয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন৷ বিরোধীদের বিরুদ্ধে সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে – এমন খবর বের হওয়ায় প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া জানালেন তিনি৷

US-Außenministerin Hillary Clinton am 28.11.2012 auf einer Pressekonferenz in Washington (Foto: dapd)
ছবি: dapd

নিউ ইয়র্ক টাইমস'এর এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার সামরিক বাহিনী এক জায়গা থেকে আরেক জায়গায় রাসায়নিক অস্ত্র নিয়ে যাচ্ছে এমন প্রমাণ পাওয়া গেছে৷ এর পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ক্লিন্টন বলেন, ‘‘এটা যুক্তরাষ্ট্রের জন্য রেড লাইন৷ আমরা আবারও আসাদ প্রশাসনকে কঠোরভাবে সতর্ক করে দিতে চাই৷''

তবে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সিরিয়া কখনোই কোনো পরিস্থিতিতে নিজের নাগরিকদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে না

এদিকে সোমবার সিরিয়া-তুরস্ক সীমান্তের কাছে রাস আল-আইন এলাকায় আকাশ থেকে বোমা হামলা চালায় সিরীয় সেনাবাহিনী৷ এতে আট বিদ্রোহী সহ ১২ জন নিহত হয় বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷

সিরিয়ার বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো ঐ হামলার বিকট শব্দে সীমান্তের কাছাকাছি থাকা তুরস্কের অধিবাসীরা ভয় পেয়ে যায়৷ তাই তুরস্ক সঙ্গে সঙ্গে সীমান্তে ফাইটার জেট পাঠিয়ে সিরিয়াকে সতর্ক করে দেয়৷

গত বছরের মার্চ মাস থেকে সিরিয়ায় আন্দোলন চলছেছবি: Reuters

এছাড়া সিরিয়ার সঙ্গে থাকা প্রায় ৯০০ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক ন্যাটোর কাছে ‘প্যাট্রিয়ট' ক্ষেপণাস্ত্র চেয়েছে৷

তুরস্কের এই আবেদন নিয়ে ন্যাটোর সদস্যরা ব্রাসেলসে আলোচনা করবেন৷ মঙ্গলবার শুরু হয়ে বৈঠক চলবে বুধবার পর্যন্ত৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ক্লিন্টন আশা করছেন ন্যাটো সদস্যরা তুরস্কে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বসাতে রাজি হবে৷ উল্লেখ্য, ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র৷

এদিকে ন্যাটো বৈঠকে উপস্থিত থাকবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ৷ তিনি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বিরোধিতা করবেন বলে ধারণা করা হচ্ছে৷ কেননা সিরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ গাঢ়৷ এবং রাশিয়ার ভেটোর কারণে এখন পর্যন্ত সিরিয়ার বিরুদ্ধে কোনো একক সিদ্ধান্ত নিতে পারেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷

এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সোমবার আলোচনা করেন তুরস্কের প্রধানমন্ত্রী রেচেপ তাইয়্যেপ এর্দোয়ানের সঙ্গে৷

ন্যাটোর বৈঠকে ‘নো ফ্লাই জোন' প্রতিষ্ঠা নিয়ে কোনো আলোচনা হবে বলে মনে করছেন না বিশ্লেষকরা৷ তবে আগামী সপ্তাহে ‘ফ্রেন্ডস অফ সিরিয়া'-র বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে৷

রাজধানী দামেস্কের আশেপাশে বিরোধীদের লক্ষ্য করে সোমবার ব্যাপক হামলা চালায় আসাদ বাহিনী৷

এদিকে আরব লিগের প্রধান নাবিল আল আরাবি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিনি মনে করেন, যে কোনো মুহূর্তে সিরিয়ায় আসাদ সরকারের পতন হতে পারে৷ আরাবি বলেন, সিরিয়ায় বিরোধীরা রাজনৈতিক ও সামরিকভাবে বেশ এগিয়ে গেছে৷ ক'দিন আগে সিরিয়ার বিভিন্ন বিরোধী গোষ্ঠী মিলে যে জোট গঠন করেছে তারা ঠিকভাবে কাজ করছে বলে মনে করেন আরব লিগের প্রধান৷

আরব লিগ ছাড়াও ফ্রান্স, ব্রিটেন, তুরস্ক, স্পেন, ইউরোপীয় ইউনিয়ন এবং গল্ফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলো এখন পর্যন্ত সিরিয়ার বিরোধী জোটকে স্বীকৃতি দিয়েছে৷

উল্লেখ্য, গত বছরের মার্চ মাস থেকে সিরিয়ায় আন্দোলন চলছে৷ তাতে এখন পর্যন্ত ৪১ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ