1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার সংকট

১৪ ফেব্রুয়ারি ২০১২

সিরিয়ার মিত্র দেশ রাশিয়া ও চীন আরও কতদিন বাশার আল আসাদের সরকারকে রক্ষা করতে পারবে, তা আর নিশ্চিতভাবে বলা যাচ্ছে না৷ এদিকে সেদেশে সরকার ও বিরোধীদের সংঘর্ষ অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷

Demonstrators gather during a protest against Syria's President Bashar al-Assad, in the town of Hula near the city of Homs in this handout picture received February 13, 2012. REUTERS/Handout (SYRIA - Tags: CIVIL UNREST POLITICS) FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS
বাশার আল-আসাদ বিরোধী বিক্ষোভের ফাইল ছবিছবি: Reuters/Handout

বিরোধীদের বিরুদ্ধে অভিযান

বিরোধীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি হোমস শহরে মঙ্গলবারও সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৬ জন নিরীহ মানুষ নিহত হয়েছে বলে দাবি করছে বিরোধীরা৷ গত কয়েক দিনের মধ্যে আজই শহরের উপর সবচেয়ে বেশি গোলাবর্ষণ করেছে সেনাবাহিনী৷ লাগাতার অবরোধ ও হামলার ফলে শহরের অবকাঠামোর মারাত্মক ক্ষতি হচ্ছে৷ আটকে পড়া বাসিন্দাদের কাছে খাদ্য, পানীয় সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ শহরের বাবা আম্র এলাকায় প্রায় এক লক্ষ নিরীহ মানুষ কার্যত বন্দি হয়ে রয়েছে বলেও শোনা যাচ্ছে৷ জাতিসংঘের মানবাধিকার কমিশনর নাভি পিল্লাই সোমবারই হোমস সহ সিরিয়ার পরিস্থিতি নিয়ে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেন৷

চাপের মুখে চীন

সিরিয়ার উপর আন্তর্জাতিক চাপের পথে সবচেয়ে বড় বাধা রাশিয়া ও চীন৷ কিন্তু সিরিয়ার প্রশ্নে আরব লিগের ঐক্যবদ্ধ অবস্থান এই দুই দেশকে কিছুটা সমস্যায় ফেলেছে৷ আরব লিগের কিছু সদস্য দেশ এমনকি সরাসরি বিরোধীদের অস্ত্র সরবরাহ করার কথাও ভাবছে৷ সেক্ষেত্রে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী এবং সেই সংঘাত গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না৷ রাশিয়া ও চীন সাধারণত সিরিয়ার মতো দেশের সংকটকে তাদের ‘অভ্যন্তরীণ বিষয়' হিসেবে তুলে ধরে নিষ্ক্রিয় থাকার পক্ষে৷ তবে আরব লিগ জাতিসংঘের সঙ্গে যৌথ উদ্যোগে সিরিয়ায় শান্তি বাহিনী পাঠানোর যে প্রস্তাব দিয়েছে, তার বিরোধিতা করা এই দুই দেশের পক্ষে সহজ হবে না৷ মঙ্গলবার বেইজিং'এ ইইউ-চীন শীর্ষ সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেছেন, তাঁর দেশ বাশার আল আসাদের সরকারকে রক্ষা করতে এগিয়ে আসবে না৷ তিনি সাফ জানিয়ে দেন, চীন কোনো রকম পক্ষপাতিত্বের বিরোধী৷ সিরিয়ায় যুদ্ধ ও অরাজকতা প্রতিরোধ করাই চীনের প্রধান উদ্দেশ্য৷

ফাইল ছবিছবি: AP/Shaam News Network

ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগ

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল নীতিগতভাবে সিরিয়ায় জাতিসংঘ ও আরব লিগের যৌথ শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাবের পক্ষে৷ বার্লিনে আরব লিগ'এর প্রধান নাবিল আল আরাবি'র সঙ্গে বৈঠকের আগে তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন সম্ভবত সিরিয়ার উপর আরও কড়া নিষেধাজ্ঞা চাপাতে চলেছে, যদিও তিনি এবিষয়ে বিস্তারিত কিছু জানান নি৷ ফ্রান্সও এই প্রস্তাব লুফে নিয়ে নিরাপত্তা পরিষদে বেশ সক্রিয় হয়ে উঠেছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ