1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসামের জাতিদাঙ্গা

২৬ জুলাই ২০১২

আসামের গোষ্ঠী দাঙ্গা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অগ্নিগর্ভ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে কোকরাঝাড়ের উপদ্রুত এলাকা সফর করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ আগামী শনিবার যাচ্ছেন প্রধানমন্ত্রী৷

ছবি: Reuters

গত কয়েক দিনের তুলনায় আসাম পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো থমথমে উত্তেজনা আছে কোকরাঝাড়, ছিরাং, ধুবড়ি ও বাকরা এলাকায়৷ বিক্ষিপ্ত সহিংস ঘটনায় আজও একজন মারা যায়৷ এই নিয়ে সংঘর্ষে মারা যায় ৪২জন৷ দেড় লক্ষ লোক ঘরছাড়া৷ আশ্রয় নিয়েছে ১৪০টি ত্রাণ শিবিরে৷

তবে অসম রুটে ট্রেন চলাচল ফের শুরু হয়েছে৷ সামরিক ও আধা সামরিক বাহিনীর টহল অব্যাহত৷ কারফিউ শিথিল হওয়ায় যানবাহন চলাচল করছে৷ কেন্দ্র থেকে পাঠানো হয়েছে অতিরিক্ত ৪৮ কোম্পানি নিরাপত্তা বাহিনী৷

আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈছবি: AP

পরিস্থিতি খতিয়ে দেখতে উপদ্রুত এলাকায় যান রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ বলেন, গোটা আসাম জ্বলছে বলে সংবাদ মাধ্যমগুলি যা প্রচার করছে তা ঠিক নয়, অতিরঞ্জিত৷ আসামের ২৮টি জেলার মধ্যে মাত্র তিনটি জেলা দাঙ্গায় ক্ষতিগ্রস্ত৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে তাঁর দাবি৷ এই সংঘর্ষের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলি অবশ্য দায়ী করেছে রাজ্য প্রশাসনকে৷

রাজ্যের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে শনিবার যাচ্ছেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ প্রতিনিধিদল পাঠাচ্ছে বিজেপি ও সিপিআই-এম৷ বিজেপির অভিযোগ, সীমান্ত অনুপ্রবেশের কারণেই এই সংঘর্ষ শুরু হয়েছে৷ এই অভিযোগ উড়িয়ে দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার বলেছে অনুপ্রবেশ এর কারণ নয়৷ বিজেপি এই সংঘর্ষ নিয়ে রাজনীতি করছে৷

আসামের গোষ্ঠী দাঙ্গার জন্য রাজনৈতিক নেতৃত্বকে দায়ী করে স্থানীয় সাংবাদিক গৌতম চট্টোপাধ্যায় ডয়চে ভেলেকে বললেন, এই ঘটনার পেছনের কারণ হিসেবে যে প্রশ্নগুলি উঠছে, তা খতিয়ে দেখার সদিচ্ছা রাজনৈতিক নেতৃত্বের নেই৷ প্রশাসন দায়ী নিশ্চয়৷ সেই সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব অনেক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন, যেহেতু সেটা তাদের পক্ষে অস্বস্তির কারণ হবে৷

বোড়োল্যান্ড গঠনের সময় এমন অনেক জায়গা বোড়োল্যান্ডের অন্তর্ভুক্ত করা হয় যেখানে বোড়ো নয় এমন লোকেরা সংখ্যাগরিষ্ঠ৷ তাঁদের ভয় জমি হারাবার৷ সেই থেকে পুঞ্জীভূত হয়েছে অবিশ্বাস দুই সম্প্রদায়ের মধ্যে৷ সেই অবিশ্বাসটাই এই সংঘর্ষের বড় ক্ষয়ক্ষতি৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ