1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসামে সহিংসতা

৮ আগস্ট ২০১২

বাদল অধিবেশনের প্রথম দিনেই আসামে জাতিদাঙ্গা ইস্যু নিয়ে সংসদ তোলপাড়৷ পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ, এই অভিযোগে বিরোধী পক্ষ কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে৷ আডবানি বলেন, আসামের গোষ্ঠীদাঙ্গা সাম্প্রদায়িক নয়৷

ছবি: Reuters

আজ সংসদের বাদল অধিবেশন শুরু হতেই প্রশ্নোত্তর পর্ব বাতিল করে আসামের হিংসা পরিস্থিতি নিয়ে আলোচনার দাবিতে সরব হয়ে ওঠে বিরোধীপক্ষ৷ আসামে জাতিগত দাঙ্গা নিয়ে আলোচনার সূত্রপাত করে বিজেপি'র বর্ষিয়ান নেতা লাল কৃষ্ণ আডবানি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, আসামের জাতিদাঙ্গা সাম্প্রদায়িক নয়৷ আসামে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা হিন্দু-মুলিম বা উপজাতি-অনুপজাতি ইস্যু নয়৷ এটা ভারতীয় এবং অ-ভারতীয় বহিরাগত ইস্যু৷

চার দফা নির্দেশিকার সুপারিশ করে আডবানি বলেন, এ দেশে অবৈধ বহিরাগতদের সংখ্যা বিশেষ করে বোড়ো এলাকায় বহিরাগতদের সংখ্যা নিরূপণ করতে হবে৷ সব রাজনৈতিক দল যদি মেনে নিতে রাজি থাকে যে, এটা ভারতীয় বনাম বহিরাগত ইস্যু, তাহলে জাতীয় নাগরিক তালিকাসূচি থেকে তাঁদের নাম বাদ দিতে হবে৷ উপজাতি এলাকায় বহিরাগত বা অনুপজাতিদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে এবং আসামের স্ট্র্যাটিজিক গুরুত্ব মনে রেখে সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে হবে৷ আডবানির অভিযোগ, ভোট-ব্যাংকের দিকে তাকিয়ে কংগ্রেস নাকি বহিরাগত ইস্যুটিকে তেমন আমল দেয়নি৷ সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া মনে করেন, আসামে কিছু ঘটলেই বিজেপি'র পুরানো অভ্যাস বাংলাদেশি অনুপ্রবেশের জিগির তোলা৷

প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আসামের সহিংসতাকে সাম্প্রদায়িক রঙ না দেবার আবেদন রাখেন৷ বলেন, এখন জরুরি হলো ত্রাণ ব্যবস্থাকে সমন্বিত করা, পরিস্থিতি স্বাভাবিক করা এবং ঘরছাড়াদের ঘরে ফেরার বন্দোবস্থ করা৷

এই জাতিদাঙ্গার ইন্ধন বাইরে থেকে এসেছিল কিনা - তার তদন্ত করবে রাজ্য সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই৷ উল্লেখ্য, সহিংসতার জন্য যুযুধান দুই পক্ষই একে অপরের প্রতি দোষারোপ করছে৷ শেষ পর্যন্ত আঙুল উঠেছে বহু-বিতর্কিত অবৈধ বহিরাগত অনুপ্রবেশের দিকে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ