1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ

১৭ আগস্ট ২০১২

আসামে সহিংসতার জেরে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের মানুষ দলে দলে তাদের বাসস্থান ছাড়তে শুরু করেছে৷ এই হিড়িক বন্ধ করতে ও তাঁদের মন থেকে ভয় দূর করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সঙ্গে একমত প্রকাশ করে রাজনৈতিক দলগুলি৷

ছবি: Reuters

সংসদে বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল আসামে সহিংসতার জেরে দেশের অন্য রাজ্যে বসবাসকারী উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির লোকজনদের মনে ছড়িয়ে পড়া আতঙ্ক৷ বিতর্কে অংশ নিয়ে বক্তব্য রাখেন সবদল৷ এসএমএস'এ হুমকি দেয়ার ফলে বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই ও পুনে থেকে উত্তর-পূর্বাঞ্চলের মানুষ শহর ছাড়ার হিড়িক এখনো বন্ধ হয়নি৷

প্রধানমন্ত্রী আজ সংসদে ঘোষণা করেন, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের লোকজনদের ভারতের যে কোনো জায়গায় নিরাপত্তার সঙ্গে থাকার পূর্ণ অধিকার আছে এবং সরকার তা সুনিশ্চিত করতে দৃঢ় সংকল্প৷ সব রাজনৈতিক দল একযোগে শান্তি, সদ্ভাব বজায় রাখতে এবং নিরাপত্তাহীনতা দূর করার বার্তা দিচ্ছে৷ আসামের ঘটনাকে কাজে লাগিয়ে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷

আসামের পরিস্থিতি বহুদিন যাবতই চিন্তার কারণ...ছবি: Reuters

১৫ দিনের জন্য বাল্ক এসএমএস বন্ধ করার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্ডে ৷ মোবাইল, এসএমএস, ইন্টারনেটেও হুমকি দেয়া হচ্ছে৷ তাই এসব কারা দিচ্ছে, গোয়েন্দা বিভাগকে তা ধরার আদেশ দেয়া হয়েছে৷

বিরোধী বিজেপি নেত্রি সুষমা স্বরাজের অভিযোগ, সরকার আসামে জাতিগত দাঙ্গা সময়মতো নিয়ন্ত্রণে আনতে পারেনি৷ তবে এই সংকটকালে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সরকারের হাত শক্ত করার ডাক দেন তিনি৷ সিপিআই-এম সাংসদ বাসুদেব আচারিয়া বিভিন্ন শহরে উত্তর-পূর্বাঞ্চলের নাগরিকরা নিরাপদবোধ না করায় উদ্বেগ প্রকাশ করেন৷ স্বাধীনতার ৬৫ বছর পরেও কেন এমন ঘটনা ঘটছে তা গভীরভাবে ভেবে দেখতে বলেন তিনি৷

উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো এক চক্রান্ত ছাড়া কিছু নয়৷ তাই তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দোপাধ্যায় আসামের আতঙ্কগ্রস্ত এলাকায় সংসদীয় প্রতিনিধিদল পাঠাবার কথা বলেন৷ আর আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আজ এক সর্বদলীয় বৈঠক করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ