1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসাম হত্যাকাণ্ড: কিছু হতাশা, কিছু প্রশ্ন

২৪ ডিসেম্বর ২০১৪

ভারতের আসামে গ্রামবাসীদের উপর হামলা চালানোর ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৫৬ জন নিহত হওয়ার খবর দিয়েছে পুলিশ৷ তবে ভারতীয় গণমাধ্যমে বিষয়টি তেমন গুরুত্ব না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেকে৷

Mehr als 50 Dorfbewohner im Nordosten Indiens getötet
ছবি: STR/AFP/Getty Images

কিশোর বার্থওয়াল টুইটারে লিখেছেন, ‘‘এটা আমাদের মিডিয়ার ভণ্ডামি৷''

গণমাধ্যমে আসামের হামলাকারীদের ‘সন্ত্রাসী' না বলায়, আসল সন্ত্রাসী কারা তা জানতে চেয়েছেন পিএ রেহমান৷

একইরকম প্রতিক্রিয়া জানিয়ে পায়ামি লিখেছেন, ‘‘সন্ত্রাসী শব্দটি শুধুমাত্র কাশ্মিরীদের জন্য সংরক্ষিত৷''

এই ঘটনায় ভারতীয়দের প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য করেছেন এমপি সোনোওয়াল৷ তিনি লিখেছেন, ‘‘পেশাওয়ারে হামলার ঘটনাটি ভারতীয়দের জন্য একটি বিষয়, আসাম হত্যাকাণ্ড নয়!''

একইরকম মনোভাব প্রকাশ পেয়েছে ডিপি ভট্টাচার্যের টুইটেও৷

শাফকাত আমানত আলী আসামের হামলাকে মানবতার বিরুদ্ধে হামলা বলে মনে করেন৷ ‘‘নিরীহ মানুষদের এভাবে হত্যা করা দেখে আমরা কীভাবে ঠিক আছি,'' প্রশ্ন তাঁর৷

শেখর রাভজিয়ানির প্রশ্ন, গণহত্যা কি আমাদের জীবনের অংশ হয়ে যাচ্ছে?

বিনোদ মেহতা লিখেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার কি শুধু নিন্দা প্রকাশ করবে, নাকি এগুলো ঠেকাতে কোনো উদ্যোগও নেবে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ