1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আসিফকে ছেড়ে দিন’

১২ এপ্রিল ২০১৩

আটক ব্লগার আসিফ মহিউদ্দীনকে আটকে রাখা গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন তাঁর পরিবার বলছে যে, সে অসুস্থ৷ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ মন্তব্য করে তাঁকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’৷

ছবি: Asif Mohiuddin

সংস্থাটি বলছে, ‘‘কর্তৃপক্ষকে অবশ্যই মৌলবাদীদের শান্ত করার চেষ্টা বন্ধ করতে হবে এবং ‘ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী' ব্লগারদের শাস্তি দেয়া থেকে বিরত থাকতে হবে৷''

‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্লাসফেমি আইন না করার যে ঘোষণা দিয়েছেন তার প্রশংসা করছি আমরা, তবে সংবাদ সরবরাহকারীদের লক্ষ্য করে যে সহিংসতার পরিবেশ সৃষ্টি হয়েছে তা প্রশমনে আরও অনেক কাজ করতে হবে৷''

প্যারিস ভিত্তিক এই সংস্থাটি বলছে, ১৫ এপ্রিল অনুষ্ঠিতব্য শুনানিতে আসিফের বিরুদ্ধে ইশ্বরনিন্দা ও ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত' আনার অভিযোগ আনা হতে পারে৷

আসিফকে যে আইনে গ্রেপ্তার করা হয়েছে তাতে সর্বোচ্চ ১০ বছরের জেল ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে বিবৃতিতে বলা হয়েছে৷

গত ৩ তারিখে গোয়েন্দা পুলিশ আসিফকে ডেকে পাঠায় এবং হেফাজতে ইসলাম নামের একটি সংগঠনের দাবির প্রেক্ষিতে তাঁকে বন্দি করা রয়েছে৷ সংগঠনটি ‘ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী' সব ব্লগারদের শাস্তির দাবি জানিয়েছে যারা ‘ইসলাম ও মহানবিকে অবমাননা' করেছে৷

বিবৃতিতে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আসিফকে হত্যা চেষ্টার দায়ে চারজনকে গ্রেপ্তার করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে৷

জেডএইচ / এসবি (রিপোর্টার্স উইদাউট বর্ডার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ