1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসিফকে আটকে রাখা দুঃখজনক

২৪ জুন ২০১৩

‘‘ব্লগার আসিফ মহিউদ্দীন কেন আটকে আছেন, তার যুক্তিযুক্ত কোনো কারণ কিন্তু এখনো কেউ জানে না৷ এটা খুব দুঃখজনক,’’ ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন সৈয়দা গুলশান ফেরদৌস জানা৷ সম্প্রতি জার্মানি ঘুরে গেছেন তিনি৷

ছবি: DW

ব্লগার আসিফ মহিউদ্দীন কারাগারে বন্দি গত তেসরা এপ্রিল থেকে৷ তাঁর সঙ্গে আটক অপর তিনি ব্লগার মোহাম্মদ রাসেল পারভেজ, মশিউর রহমান বিপ্লব এবং সুব্রত অধিকারী শুভ সম্প্রতি জামিনে ছাড়া পেলেও আসিফের ভাগ্যে জামিনও জোটেনি৷ কেন এই পরিস্থিতি?

বিশ্বের সর্ববৃহৎ কমিউনিটি বাংলা ব্লগ সামহয়্যার ইন ব্লগের প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা ব্যক্তিগতভাবে মনে করেন, আসিফের বিষয়টি সম্ভবত রাজনৈতিক দিকে মোড় নিয়েছে৷ তিনি বলেন, ‘‘কথিত আছে বা মানুষের ধারণা যে, এর (গ্রেপ্তারের) সাথে হয়ত রাজনৈতিক কোনো বিষয় জড়িত আছে৷ আমাকে যদি একেবারে প্ল্যাটফর্মের বাইরের একজন লোক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে বিবেচনা করা হয়, তাহলে আমি (সেই বিবেচনায়) বলবো, আমারও মনে হয় (আসিফ) কোনো না কোনোভাবে রাজনৈতিক কোনো ঝামেলায় জড়িয়ে গেছেন৷ হয়ত বিষয়টি রাজনৈতিক দিকে মোড় নিয়েছে৷''

সাক্ষাৎকারটি শুনুন এখানে

This browser does not support the audio element.

আসিফ মহিউদ্দীন দীর্ঘদিন সামহয়্যার ইন ব্লগে লেখালেখি করেছেন৷ কিন্তু গত মার্চ মাসে সরকারের চাপের কারণে তাঁর ব্লগটি বন্ধ করে দিতে বাধ্য হয় সামহয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ৷ এরপর গ্রেপ্তার হন দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত আসিফ৷ জানা বলেন, ‘‘আসিফ মহিউদ্দীনকে যে ব্যাপারটিতে আটক করা হয়েছিল যে, ধর্মীয় বিদ্বেষ বা এরকম ব্যাপারে৷ এটার প্রমাণ অবশ্যই থাকতে হবে৷ আবার সে যে ব্লগার, মানে যে পরিচয়ে তাঁকে আটক করা হয়েছে, (সেই পরিচয়ে) তার যে চূড়ান্ত ইতিবাচক কাজকর্মগুলো রয়েছে, সেগুলো বিবেচনা করার ব্যাপার আছে৷ কেননা অসম্ভব সমাজ, রাজনৈতিক, দেশ এবং জাতীয় স্বার্থ সচেতন একজন মানুষকে আটকে রাখার মধ্যে গৌরবের কিছু নেই৷''

ডয়চে ভেলে আয়োজিত গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নিতে গত ১৫ থেকে ২১ জুন অবধি জার্মানির বন শহরে অবস্থান করেন জানা৷ সেসময় দেওয়া সাক্ষাৎকারে জানা বাংলাদেশে কমিউনিটি বাংলা ব্লগের প্রসার সম্পর্কে জানিয়েছেন৷ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের ব্যবহার বাড়ার কারণে কমিউনিটি ব্লগগুলো ঝুঁকির মুখে পড়ছে না বলেই বিশ্বাস তাঁর৷

ডয়চে ভেলেকে একটি সুখবরও জানিয়েছেন জানা৷ শীঘ্রই সামহয়্যার ইন ব্লগের ব্যবহারকারীরা মোবাইলে বাংলা লিখে সরাসরি তা ইন্টারনেটে প্রকাশ করতে পারবেন৷ এই লক্ষ্যে এখন কাজ চলছে৷

সাক্ষাৎকার: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য