1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসিফের জামিন নাকচ

আরাফাতুল ইসলাম৩ জুন ২০১৩

ব্লগার আসিফ মহিউদ্দীনের জামিন আবেদন নাকচ হয়েছে রবিবার৷ তবে আরেক ব্লগার মশিউর রহমান বিপ্লব একই দিনে জামিন পেয়েছেন৷ এদিকে, আসিফকে নিয়ে প্রকাশিত বিভিন্ন লেখা ফেসবুক থেকে গায়েব হয়ে যাচ্ছে৷

Blogger Asif Mohiuddin aus Bangladesch *** Blogger Asif Mohiuddin is under pressure from Government forces of Bangladesh, because of his writing on the reform of Education Sector. He is feeling in secured now. *** Zugeliefert durch Arafatul Islam am 4.10.2011. Copyright: Asif Mohiuddin
Asif Mohiuddin Blogger in Bangladeschছবি: Asif Mohiuddin

রবিবার ঢাকার আদালতে ব্লগার আসিফ মহিউদ্দীন এবং মশিউর রহমান বিপ্লবের জামিন আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়৷ কিন্তু শুনানি শেষে আদালত বিপ্লবকে জামিন দিলেও আসিফের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন৷ 

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই বিষয়ে লিখেছে, ‘‘চার ব্লগারের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের দুটি মামলা আমলে নিয়ে আগামী ২৭ জুন অভিযোগ গঠনের শুনানির দিন রেখেছে আদালত৷ ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক রোববার এই আদেশ দেন৷ ব্লগার মশিউর রহমান বিপ্লবের জামিন আবেদন মঞ্জুর করলেও আসিফ মহিউদ্দিনের আবেদন নাকচ করেছেন তিনি৷ অপর দুই ব্লগার সুব্রত অধিকারী শুভ ও রাসেল পারভেজকে গত ১২ মে জামিন দিয়েছিলেন একই বিচারক৷''

গত জানুয়ারিতে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত আসিফ মহিউদ্দীনের জামিন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে৷ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে আসিফের বোন জুয়েলা জেবুন্নেসা খান লিখেছেন, ‘‘চারজন ব্লগারকে ডিবি পুলিশ গ্রেফতার করেছিল, তিনজনকে ছেড়ে দিলেও আসিফকে ছাড়েনি৷ আর যারা আসিফকে কুপিয়ে ছিল তাদের সরকার কি ব্যাবস্থা করল জনগণ তা জানতেই পারলনা৷''

এদিকে, আসিফ মহিউদ্দীনকে নিয়ে লেখা কয়েকটি ফেসবুক নিবন্ধ প্রকাশের কয়েক ঘণ্টার পর ফেসবুক থেকে গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে৷ ধারণা করা হচ্ছে, একসঙ্গে অনেকে এসব নিবন্ধের বিরুদ্ধে ফেসবুকে রিপোর্ট করায় তা ফেসবুক থেকে মুছে গেছে৷

সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ফারুক ওয়াসিফ এই বিষয়ে লিখেছেন, ‘‘আসিফের মুক্তি চাওয়া স্ট্যাটাস মুছে দিয়েছে ‘ওরা'৷ জানি না ওরা ‘কারা'? স্ট্যাটাসে বলেছিলাম, আসিফের প্রাণনাশের চেষ্টা এবং ব্লগারদের আটক আর কবি দাউদ হায়দারের দেশছাড়া ঘটনার মিল হচ্ছে, দুটোই ঘটেছে লীগ আমলে৷ দাউদের বেলায় লীগ-জামাত অলিখিত ঐক্য হয়েছিল কিছু কিছু জায়গায়: পাবনা তার অন্যতম৷ সেই থেকে সেখানে জামাত শক্তিশালী৷ ব্লগারদের গ্রেফতারের বেলায়ও লীগ-হেফাজত সন্ধি দেখা যায়৷ উপসংহারে আমি দাবি করেছিলাম: লীগের বাইরে বাম তো দূরের কথা মুক্তিযুদ্ধবাদী হওয়াও যেন নিষিদ্ধ!''

নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় প্রদানকারীর ব্লগার আসিফ মহিউদ্দীনের মুক্তির দাবিতে তৈরি ফেসবুক পাতা থেকেও একই ধরনের অভিযোগ করা হয়েছে৷ ‘ব্লগার আসিফ মহিউদ্দীন' পাতায় সোমবার লেখা হয়েছে, ‘‘কালকে আসিফের জ্বরের কথা উল্লেখ করে একটা স্ট্যাটাস লিখলাম, জামিন হয়নি তখন দুপুরে একটা স্ট্যাটাস লিখলাম৷ কারা যেন রিপোর্ট করে রিমুভ করে দিছে৷ কই যে যাই৷ জলে কুমির ডাঙায় বাঘ৷''

গত জানুয়ারিতে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন আসিফ মহিউদ্দীনছবি: Babu Ahmed

উল্লেখ্য, বাংলাদেশে একটি জনপ্রিয় ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড দ্য বব্স-এর ‘সেরা সামাজিক আন্দোলন' বিভাগে ‘ইউজার প্রাইজ' জয় করেন আসিফ মহিউদ্দীন৷ এপ্রিলে এই ব্লগার গ্রেপ্তার হওয়ার আগেই সামহয়্যার ইন ব্লগে থাকা তাঁর সকল নিবন্ধ মুছে ফেলে সরকার৷ বর্তমানে তিনি কারাবন্দি থাকলেও তাঁর ফেসবুক প্রোফাইলে ‘লগ-ইন' করছে কোনো একটি পক্ষ৷ গ্রেপ্তারের পর আসিফকে পাঠানো ফেসবুক বার্তা দেখা হয়েছে বলে স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত করেছে ফেসবুক৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ